ভালবাসা দিবস——–
আমার কিছু প্রিয় বন্ধুরা আছেন, অনেকই অনুরুধ করেছিলেন আমার ফেইসবুকের ইনবক্স এ, প্লিজ ভালবাসা দিবসে একটা লিখা লিখবেন |আমি পছন্দের বিষয় নিয়ে লিখার আগে বিষয়টা নিয়ে একটু হোমওয়ার্ক করি, যাইহোক খুব কম সময় নিয়ে “” ভালবাসা” দিবসের এই লিখাটি লিখলাম |
ভালোবাসার সংজ্ঞা যুগে যুগে অনেকে অনেকভাবে দিয়েছে। তবে ভালোবাসার জয়ের কথা গেয়েছে সবাই।১৪ই ফেব্রুয়ারি প্রেম এবং অনুরাগের মধ্যে উদযাপিত করা হয়। এই দিনে মানুষ তার ভালোবাসার মানুষকে ফুল, চিঠি, কার্ড, গহনা প্রভৃতি উপহার প্রদান করে দিনটি উদ্যাপন করে থাকে।
”বিরামহীন ছুটে চলা জীবনে এক ফোটা বৃষ্টি, এক টুকরো ঝলমলে রোদ, সাদা ছেঁড়া-ছেঁড়া মেঘ হল ভালোবাসা। ভালোবাসা শব্দটি যতবারই শোনা হয়, ততবারই নতুন মনে হয়। ভালবাসা হ”েছ এমন এক অনুভূতি যা মান…ুষের মনে মানুষের জন্য সৃষ্টি করে গভীর টান। ভালোবাসাকে উপেক্ষা করার সাধ্য নেই কারোই।”
পাশ্চাত্য দুনিয়ার প্রেমপাগল মানুষরা বহুকাল ধরে ভালবাসা দিবসটি পালন করে আসছে। কিন্তু ভালবাসা যে একলা ঘরে বন্দী রাখার বস্তুটি নয়। এর কোন পূর্ব-পশ্চিম হয় না। আর তাই নিজ নিয়মে ছড়িয়ে পড়তে থাকে ভ্যালেনটাইনস ডে।
যাঁরা একটু বিজ্ঞ তাঁরা বলেন, প্রেমের কোন দিন থাকে না, ভালবাসলেই ভ্যালেন্টাইন, সেলিব্রেট করলেই ভ্যালেন্টাইন ডে।
বইমেলা, কফিশপ, ফাস্টফুড শপ, লং ড্রাইভ, অথবা নির্জন গৃহকোণে একানত্ম নিভৃতে কাটান প্রেমকাতর তরম্নণ_তরম্নণীরা। এই দিনটি যে শুধু তরম্নণ_তরম্নণীদের তা নয়, পিতামাতা_সনত্মানদের ভালবাসাও বড়মাত্রায় উদ্ভাসিত করে |
প্রেমিক_প্রেমিকাদের গুঞ্জরণে হয়ত একে অন্যকে বলবে_ ‘তোমাকে ভালবাসি আমি। ভালবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে…।’
আমার সব চেয়ে প্রিয় কয়জন বন্ধুর মাঝে মুনায়েম একজন, সে প্রেম করত নদী নামের একটি মেয়ের সাথে | এগুলো নিয়ে বিরাট কাহিনী |
আমরা অনেকেই জানি, মানুষ হৃদয়ে চিরকাল বাঁচার আকুতি জানিয়ে বলবে “ভালবেসে, সখী, নিভৃতে যতনে/ আমার নামটি লিখো তোমার/ মনের মন্দিরে। “আর যারা একলা মানুষ তারা হয়ত গুন গুন করে গাইবেন হাজার লোকের মাঝে রয়েছি একেলা যে/ এসো আমার হঠাৎ-আলো, পরান চমকি তোলো…। কারও কারও ভেতরে ভালবাসার সকল অনুভতি তৈরি হয়ে থাকে। কিন্তু কারও জন্য ব্যাকুল মন সেটি আর বোঝা হয় না। কবির ভাষায় যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম।/ যে আমায় কাঁদায় আমি কী জানি তার নাম…। কেউ আবার সবই জানেন। প্রিয় মানুষটির আশপাশে থাকেন সারাক্ষণ। কিন্তু মুখ ফুটে তা বলতে পারেন না। এমন প্রেমিক-প্রেমিকাদের মনের কথা তুলে ধরতেই হয়ত কবিগুরু বলেছিলেন আমি যে আর সইতে পারি নে।/ সুরে বাজে মনের মাঝে গো, কথা দিয়ে কইতে পারি নে। অন্যভাবে বললে লাগে বুকে সুখে-দুখে কত যে ব্যথা,/ কেমনে বুঝায়ে কব না জানি কথা…। এভাবে নানা কথায় হরেক সুরে বাজবে প্রেম। প্রকাশিত হবে ভালবাসা।
ভালবাসার এই দিনটির ইতিহাস খুঁজতে গিয়ে অনেক ধরনের কাহিনীর কথা জানা গেছে | তবে যে ভ্যালেনটাইনস ডে ঘিরে এত আয়োজন, উত্তেজনা সেটি নিয়ে আছে ভিন্ন ভিন্ন গল্প।
উল্লেখ যুক্তরাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক প্রায় ১০০ কোটি পাউন্ড ব্যয় করে এই ভালোবাসা দিবসের জন্য কার্ড, ফুল, চকোলেট, অন্যান্য উপহারসামগ্রী ও শুভেচ্ছা কার্ড ক্রয় করতে |
যবনিকায় বলতেচাই ,
প্রিয়তমাসু,
আলমগীর হোসাইন
১৪ ফেব্রুয়ারী ২০১৫ , ম্যানচেস্টার, ইংল্যান্ড |
৩টি মন্তব্য
আবু জাকারিয়া
খুব ভাল লাগল। তারপরেও ভালবাসা কাকে বলে স্পষ্ট হতে পারলাম না।
খসড়া
ভালবাসার সঙ্গা দেবার চেষ্টা যাই বলুন সব সময় মনে রাখবেন ভালবাসা নিম্নগামী।
জিসান শা ইকরাম
আমাদের দেশে এটি আমদানী করেছেন শফিক রেহমান সাহেব
লেখা ভালো লেগেছে।