ভালবাসার বন্ধন

মোহাম্মদ মামুন ১৭ জুলাই ২০১৯, বুধবার, ০৩:০৬:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

ওগো মায়াবতী,

তকে যে আমি ভালবাসি আমার প্রাণের চেয়ে ও বেশী।

এই জীবন দিয়ে ধরতে রাজি,আমার ভালবাসার বাজি।

 

মায়াবতী তুই যদি চাছ,

তর জন্য আনতে রাজি নীল আকাশটার চাঁদ।

ঐ নীল আকাশের চাঁদটা আনতে হয় যদি গো মরণ,

হাসি মুখে করবো আমি বরণ।

 

ওগো মায়াবতী তর মুখে এক চিলতে হাসি ফুটাতে,

করতে পারি শরীর ক্ষতবিক্ষত,

জড়াতে পারি শরীর থেকে সবটুকুন রক্ত।

রক্ত জড়িয়ে যদি হয় ভালবাসার ঋন, তবুও আমি অশ্রু জরিয়ে করবো না কন্দন।

কারণ এটা যে আমার ভালবাসার বন্ধন।।

১২১৩জন ১০৪৫জন

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ