ভালবাসার ঘর

জি.মাওলা ২৭ জানুয়ারি ২০১৪, সোমবার, ১২:৫৬:০৫অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

ভালবাসার ঘর

কেন এমন হল
কিই বা ভুল ছিল
দুজনের মাঝে?

এমন কি ঘটনা
কিই বা ঘটনার ঘন ঘটা
না রটনার আলোক ছটা।

বিশ্বাসের ঘরটা
পূর্ণ আজ
অবিশ্বাসের বিষ বাষ্পে।

বিশ্বাসের বাঁধ ভেঙ্গে
অবিশ্বাসের মন নিয়ে
চলা যায় কি
পাশা পাশি
থাকা যায় কি
এক ছাদের নিচে?

অবিশ্বাসের বিষ বাষ্পে
বিষাক্ত দুজনের সম্পর্ক
ভালবাসার ঘর ভেঙ্গে কি যাবে?
বাসাবো, ঢাকা, ২২-০১-১৪ইং

৬৫৬জন ৬৫৮জন

৪টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ