ভালবাসার ঘর
কেন এমন হল
কিই বা ভুল ছিল
দুজনের মাঝে?
এমন কি ঘটনা
কিই বা ঘটনার ঘন ঘটা
না রটনার আলোক ছটা।
বিশ্বাসের ঘরটা
পূর্ণ আজ
অবিশ্বাসের বিষ বাষ্পে।
বিশ্বাসের বাঁধ ভেঙ্গে
অবিশ্বাসের মন নিয়ে
চলা যায় কি
পাশা পাশি
থাকা যায় কি
এক ছাদের নিচে?
অবিশ্বাসের বিষ বাষ্পে
বিষাক্ত দুজনের সম্পর্ক
ভালবাসার ঘর ভেঙ্গে কি যাবে?
বাসাবো, ঢাকা, ২২-০১-১৪ইং
৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
অবিশ্বাসী মন নিয়ে পাশাপাশি থাকা যায় না ।
ভালো লিখেছেন ।
স্বপ্ন নীলা
ভালবাসারা জেগে থাকুক, ভালবাসার বন্ধন অটুট থাকুক,,,,,,,,,,,,শুভকামনা
নীলকন্ঠ জয়
বিশ্বাস ছাড়া ভালোবাসা ক্ষণস্থায়ী । ভালো লাগা জানালাম কবিতায়। -{@
লীলাবতী
(y)