একটা দুর্যোগ হলেই বাংলাদেশের সাধারন মানুষ যারা দুর্যোগের শিকার হয়নি তারা ঝাপিয়ে পড়ে দুর্গতদের সাহায্য করতে । আক্রান্ত অঞ্চলের সর্ব স্তরের মানুষ ধর্ম বা রাজনৈতিক পরিচয়ের উর্ধে উঠে সবাই সবাই কে সাহায্য করে । পাড়ায় পাড়ায় ছোট সংগঠনগুলোও চাদা তুলে ত্রান তহবিলে পাঠাতে থাকে । কিছুটা দুর্নীতি যে হয় না তা নয় । তবে মানুষের সাহায্য করার মানসিকতা দেখে গর্বে বুকটা ভোঁরে ওঠে ।
কিন্তু প্রশ্ন হল বাংলাদেশ সরকার আছে কি করতে । বন্যা,ঝড়,টর্নেড,ভবন ধ্বস যাই হোক না কেন বাড়ি বাড়ি ঘুরে ছোট বড় সংগঠনগুলো সাহায্য চেয়ে আনছে । কিন্তু সরাকার কি এতই পঙ্গু??? ত্রান মন্ত্রণালয় কি শুধু নামেই আছে??? বড় কোন দুর্ঘটনা ঘটলে কেন আমাদের মত বেকার টিউশনিজীবীদের কাজ ফেলে মানুষের কাছে ছুটতে হবে সাহায্য যোগাড় করার জন্য ??? কেন দুর্গতদের কেদে কেদে সাহজ্য প্রার্থনা করতে হবে মিডিয়ার কাছে ???
সরকার আছে কি জন্য?? যদি দুর্গত মানুষদের সাহায্যই না করে। এই সরকার চাই না । ভারত অথবা কোন সাম্রাজ্যবাদী শক্তি কিনে নিক দেশকে ।
১০টি মন্তব্য
নীহারিকা
সরকার আছে এসব ঘটনার পর তদন্ত কমিটি গঠন করতে…যে তদন্ত কমিটি কখনই সঠিক রিপোর্ট দিবে না, দিবে সরকারের পছন্দ আর সুবিধা অনুযায়ী রিপোর্ট। হতাশ আমি।
"বাইরনিক শুভ্র"
স্পেকট্রাম ও ফিনিক্স এর ঘটনা ৮ বছর আগে ঘটলেও এখনও রিপোর্ট বের হয়নি ।
জিসান শা ইকরাম
বুঝি এটি ক্ষোভ থেকে লেখা , সরকারী ভুমিকায় অখুশি আমরা সবাই।
সরকারের ধারনাই নাই – কত বড় বিপর্যয় এটি।
"বাইরনিক শুভ্র"
প্রতি বছরই কোন না কোন দুর্ঘটনা ঘটছে আর সরকারি প্রতিষ্ঠান গুলো যন্ত্রপাতি না থাকার অজুহাত দেখাচ্ছে ।
বনলতা সেন
কিন্তু সরাকার কি এতই পঙ্গু???
ত্রান মন্ত্রণালয় কি শুধু নামেই আছে??? বড় কোন দুর্ঘটনা ঘটলে কেন
আমাদের মত বেকার টিউশনিজীবীদের কাজ ফেলে মানুষের
কাছে ছুটতে হবে সাহায্য যোগাড় করার জন্য ??? কেন দুর্গতদের
কেদে কেদে সাহজ্য প্রার্থনা করতে হবে মিডিয়ার কাছে ???
সরকার আছে কি জন্য?? যদি দুর্গত মানুষদের সাহায্যই না করে। এই
সরকার চাই না ।
ভালো কথা বলেছেন ভাইয়া।
"বাইরনিক শুভ্র"
এগুলো নির্মম কথা।
যাযাবর
ভালো লিখেছেন।
"বাইরনিক শুভ্র"
ধন্যবাদ ।
শিশির কনা
আমরা বাঙালীরা লড়াকু জাঁতী। ঘুরে আমরা দাড়াতে জানি। আমাদের দেশের মালিক শুধু আমরাই।
"বাইরনিক শুভ্র"
আমরা বীরের জাতি , বার বার ঝামেলা হয় আর আমরা দল মতের উর্ধে উঠে সবাই সবাই কে সাহায্য করি । কিন্তু সরকারের ভূমিকা কি ??? বার বার কেন একই ঘটনা ঘটে ??? বিদেশি বন্ধুরা কেন মেসেজ দিয়ে বলে all the people of your country are savage.