একটা দুর্যোগ হলেই বাংলাদেশের সাধারন মানুষ যারা দুর্যোগের শিকার হয়নি তারা ঝাপিয়ে পড়ে দুর্গতদের সাহায্য করতে । আক্রান্ত অঞ্চলের সর্ব স্তরের মানুষ ধর্ম বা রাজনৈতিক পরিচয়ের উর্ধে উঠে সবাই সবাই কে সাহায্য করে । পাড়ায় পাড়ায় ছোট সংগঠনগুলোও চাদা তুলে ত্রান তহবিলে পাঠাতে থাকে । কিছুটা দুর্নীতি যে হয় না তা নয় । তবে মানুষের সাহায্য করার মানসিকতা দেখে গর্বে বুকটা ভোঁরে ওঠে ।

কিন্তু প্রশ্ন হল বাংলাদেশ সরকার আছে কি করতে । বন্যা,ঝড়,টর্নেড,ভবন ধ্বস যাই হোক না কেন বাড়ি বাড়ি ঘুরে ছোট বড় সংগঠনগুলো সাহায্য চেয়ে আনছে । কিন্তু সরাকার কি এতই পঙ্গু??? ত্রান মন্ত্রণালয় কি শুধু নামেই আছে??? বড় কোন দুর্ঘটনা ঘটলে কেন আমাদের মত বেকার টিউশনিজীবীদের কাজ ফেলে মানুষের কাছে ছুটতে হবে সাহায্য যোগাড় করার জন্য ??? কেন দুর্গতদের কেদে কেদে সাহজ্য প্রার্থনা করতে হবে মিডিয়ার কাছে ???

সরকার আছে কি জন্য?? যদি দুর্গত মানুষদের সাহায্যই না করে। এই সরকার চাই না । ভারত অথবা কোন সাম্রাজ্যবাদী শক্তি কিনে নিক দেশকে ।

৫৪৯জন ৫৪৯জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ