হয় যেনো মা…,এই বাংলায়
আমি বাঙ্গালী,আমি বাংলাদেশী
নেই ভেদা ভেদ হৃদয়ে আমার।
ভুমিষ্ট শিশুটি চিৎকার করে..মা..মা
এ যেন পল্লী বধুঁর মাতৃত্ত্বের স্বার্থকতার সুর
তার সম্মানে হাতে নিয়েছিলাম অস্ত্র একাত্তুরে
স্বাধীন হয়েছিল দেশ, ভ্রাতৃত্ত্বের বন্ধনে।
স্বাধীনতার বিয়াল্লিশটি বছর কি যতনে
রেখেছিলাম হায়না নামক ভ্রাদার শয়নে
কিসের তরে করেছিল ক্ষমা জাতির পিতা
কিসের তরে শহীদ জিয়া দিয়েছিল রাজনিতীর স্বীকৃতি।
ত্রিশ লক্ষ শহীদের বাংলা আমার হিন্দু কি মুসলিম
বৌদ্ধ কি খৃষ্টান নেই ধর্মের বাহাদুরী
সব জাতির এক সুর
মানুষ আমারা,আমরাই সৃষ্টির সেরা জীব।
ধর্মের পূর্বে মানবের আর্বিভাব
মানবের পূর্বে ধর্ম নয়,
সকল ধর্মে আছে যে বিধান কারো অনিষ্ট,হত্যা নয়
আমরা জানি আমরাই মানি
ইসলামেও শান্তির কথা কয়।
আজ যে যা হচ্ছে হত্যা,পুড়ছে ঘর বাড়ী
কে কোন জাতি ভাবছে যারা,করছে ঘর ছাড়া
তাদের বলি করবে প্রাশ্চিত্ত্ব দুনিয়ার মাঝে
কঠিন সাজা হবে পরকালে স্রষ্টার দরবারে।
দুদিনের দুনিয়ায় কে বা আপন কে বা পর
রাখনা ফেলে বিবেকের ডাষ্টবিনে,
মেলে দে বাড়িয়ে দু-হাত হৃদয়ের অনুভবে
ভ্রাতৃত্ত্বের বন্দনে…..।
১৫টি মন্তব্য
শুন্য শুন্যালয়
ধর্মের পূর্বে মানবের আর্বিভাব
মানবের পূর্বে ধর্ম নয়… কেনো যে আমরা ভুলে যাই? 🙁
ভালো লাগলো ভাইয়া…মনটা খুবই খারাপ… খুব
মা মাটি দেশ
ধর্মকে ধর্মের যায়গায় চিন্তা করলেই হয় ধন্যবাদ (y)
অন্তরা মিতু
ভালো লাগলো…. সময়ের সাথে সাথে এই ভালোবাসা যেন আর দৃঢ় হয়….
মা মাটি দেশ
আপু অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ -{@
মোঃ মজিবর রহমান
ভাইজান, বঙ্গবন্ধু ক্ষমা করে নাই। এটা সত্যনা।
পেপার কাটিং আছে আমার কাছে।
মা মাটি দেশ
কোনটা বিশ্বাস করব সেটাই ভেবে পাইনা…..মরেছি আমরা?পেপার কাটিংতো আর বঙ্গবন্ধুর নিজ হাতের লেখা না সেটাও অন্য কেউ লিখেছে (y)
খসড়া
মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো
মা মাটি দেশ
ধন্যবাদ আপু মোরে দিক বেদিক করে দিল (y)
লীলাবতী
ধর্মের জন্য মানুষ নয় , মানুষের জন্য ধর্ম ।
জিসান শা ইকরাম
জাতির পিতা অপরাধীদের ক্ষমা করেননি । এটি একটি অপপ্রচার । যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই , শুধু সন্দেহের বসে গ্রেফতার করা হয়েছিল , তাদের ক্কমা করে দিয়েছিলেন উনি । নির্দিষ্ট অভিযোগে আটক দালালদের ক্ষমা করেননি ।
লিংক দিচ্ছি আসল ঘটনার । ধারনা পাল্টে যাবে আপনার আশাকরি ।
লেখা ভালো লেগেছে 🙂
জিসান শা ইকরাম
এই লেখাটি একটু পড়ে দেখুন —
https://sonelablog.com/archives/1818
মা মাটি দেশ
ফাইন, তবে ভাই যেভাবে ইতিহাস পরিবর্তন হচ্ছে কবে যে দেশই বদলে যায় চিন্তায় আছি।
আফ্রি আয়েশা
//ধর্মের পূর্বে মানবের আর্বিভাব
মানবের পূর্বে ধর্ম নয়,// – মানবতার জয় হোক !!!
ভালো লিখেছেন । শুভেচ্ছা ।
নীলকন্ঠ জয়
ত্রিশ লক্ষ শহীদের বাংলা আমার হিন্দু কি মুসলিম
বৌদ্ধ কি খৃষ্টান নেই ধর্মের বাহাদুরী
সব জাতির এক সুর
মানুষ আমারা,আমরাই সৃষ্টির সেরা জীব।
(y) -{@
তৌহিদ
ত্রিশ লক্ষ শহীদের বাংলা আমার হিন্দু কি মুসলিম
বৌদ্ধ কি খৃষ্টান নেই ধর্মের বাহাদুরী
সব জাতির এক সুর
মানুষ আমারা,আমরাই সৃষ্টির সেরা জীব।
ভালো বলেছেন ভাই।