কিছু কিছু মানুষ
গোপনে ভালবেসে যায়
তারা বিনিময়ে কিছুই চায় না
তবে অনেক কিছুই দিয়ে যায় ।
ভালোবাসা নয় ভুল
তবে ভুল মানুষকে ভালোবেসে
তাকে বিশ্বাস করাটা
জীবনের সবচেয়ে বড় ভুল ।
সোনেলায় এই প্রথম লিখছি ।
আমি লেখক নই , কবিতা , গল্প আমার আসেনা । তবে বিভিন্ন সময়ে আমার চিন্তায় যে সমস্ত ভাবনা চলে আসে , তা শেয়ার করার চেষ্টা করবো সোনেলার বন্ধুদের সাথে । আমার ভুল গুলো দেখিয়ে দিলে অনন্দিত হবো ।
১৬টি মন্তব্য
ছন্নছাড়া
সোনেলায় স্বাগতম ………… -{@ :c
এ তো দেখি অভিমানী ভালোবাসা ……… 🙁
এই শীতে আসছেন পিঠা নিয়ে আসবেন না ………… 😀
অজানা এক পথে চলা
আমার প্রথম লেখায় প্রথম মন্তব্য ছন্নছাড়ার :p শীত এখন নেই ভাইয়া ।
লীলাবতী
খুব সত্যি কথা লিখেছেন আপনি । আমিও কিছুই লিখতে পারিনা । তারপরেও লিখি এখানে । সোনেলাকে একটি পরিবারের মত মনে হয় আমার । সবাই খুব আন্তরিক। লিখতে থাকুন প্রতিদিন । যা খুশি তাই ।
অজানা এক পথে চলা
আচ্ছা , যা খুশী তাই লিখবো 🙂
মা মাটি দেশ
আশা করি আপু সোনেলায় একটু অন্য ব্লগের তুলনায় ভিন্ন এক পরিবেশ পাবেন এখানে আমরা এক পরিবারের মতন আপনি যে বিষয়েই লিখুন লিখুনী এবং লেখকের প্রতি থাকবে একগুচ্ছ রজনীগদ্ধ্যার শুভেচ্ছা।
শুরুতেই চমক ভালবাসার এ পিঠ ঐ পিঠ ভাল লাগল।আশা করি আপনার সেরাটা আমরা পাব। -{@ (y)
অজানা এক পথে চলা
এমন আন্তরিক মন্তব্য পেয়ে লিখতেই হবে এখানে , বুঝতে পেরেছি ।
খসড়া
ভুল সবই ভুল
এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল।
অজানা এক পথে চলা
ভুল সবই ভুল
এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল। 🙁
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায় -{@
নিশ্চিন্তে লিখতে থাকুন এখানে
মনে করুন এটি আপনার নিজের সাইট ।
ছোট কিন্তু ভালো লিখেছেন ।
শুভ কামনা ।
অজানা এক পথে চলা
ভাইয়া সময় পাইনা । চেষ্টা করবো লেখার ।
ছাইরাছ হেলাল
অভিনন্দন আপনাকে , এখানে লেখার জন্য ।
কবিতা বা গল্প লিখতেই হবে বিষয়টি কিন্তু এমন না ।
মনের আনন্দে লিখে যাবেন যা খুশি ।
কিছু ভুল আমরা জেনে বা জেনে করেই ফেলি , এটিও জীবনেরই অংশ ।
অজানা এক পথে চলা
আপনার এই মন্তব্য দেখে গান শেয়ারের আইডিয়া এলো । আজ শেয়ার দিয়েছি গান । ধন্যবাদ হেলাল ভাইয়া ।
শুন্য শুন্যালয়
সোনেলায় স্বাগতম আপনাকে ..
লিখতে থাকুন আপনার অনুভূতি, দেখবেন ” এ পথটি আপনার জানা”.
অজানা এক পথে চলা
লিখতে থাকুন আপনার অনুভূতি, দেখবেন ” এ পথটি আপনার জানা”. , এমন কথা এই প্রথম শুনলাম । চমকিত আপু । ধন্যবাদ আপনাকে ।
ইশতিয়াক হাসান
ভালোবাসা দোরগোরায়। খুঁজে নিন।
অজানা এক পথে চলা
আচ্ছা নেবো , ধন্যবাদ 🙂