ভাবনারা রেশম পালকের মতো কেবলই চোখে মুখে ছুঁয়ে যায় ভেজা কুয়াসা হয়ে। সকালের নরম প্রথম রোদের মতো এসে চকচকে করে তোলে প্রতিটি দিনের এক একটা দিনের সময়ের পেন্ডুলাম। ছোট্ট ছোট্ট পায়ে হামাগুড়ি দিতে দিতে কখন যেন এনে দ্যায় দিনান্তের গোধুলী সন্ধ্যা। হলুদ বিকেলটা উষ্ণ চাদরের মতো জাপটে আসে প্রতি ইঞ্চি শরীরের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা শীতার্ত আবেগ নিয়ে ঘুড়ি ওড়াতে। ওড়াতে….. ওড়াতে কখন যেন জ্বলে ওঠে সন্ধ্যাবাতি। জানান দ্যায় দিনের আলোটুকু শেষ।
আরেকটা ভোরের প্রতীক্ষায় শুরু হয় দীর্ঘ রাত্রিযাপন। প্রার্থনার আবিষ্টে কেটে যায় প্রতিদিনের শুভ অশুভ আশিষের উৎকন্ঠা!
দিনটা ভালো কাটবে তো? প্রভাতের প্রথম সূচনায় শুভ বার্তাগুলো যেন সান্তনার পরশ বুলায়…. শুভ সকাল, শুভ দুপুর,শুভ সন্ধ্যা অথবা শুভ রাত্রি। চাওয়া বা না চাওয়ার তোয়াক্কায় থাকেনা অঘটনের বা ঘটনা আনুষঙ্গিকতা। কেবলই যা ঘটবার তা অমোঘ নিয়তির মতো এসেই যায় বিনা আশিষের নিমন্ত্রনে। আত্মা’র শুদ্ধিতা, শুচিতা,,নির্মলতা পবিত্রতায় উৎরে যাই পরম মহানুভবের কৃপায়।দিন আসে দিন যায় আবার আসে ভোর।সপ্তাহ,মাস,বছর। একে একে ফেলে আসি পেছনে নিজ নিজ আয়ুসম বয়স আর বয়সের সাথে সাথে বাল্যকাল,কিশোর কাল,তারুন্যে ভরা স্মৃতীময় শত শহস্র স্মৃতী ভরা সোনালী দিনের রুপকথার ঝুলি। বছরের পর বছর পার হতে হতে পৌঁছে যাই বেলাশেষের পারাপারের ঘাটে। মুঠো খুলে চোখের সামনে এনে দেখার চেষ্টা করি, পারাপারের কড়ি কতটুকু আছে এ হাতের মুঠোয়?
আরেকটা বছর পেছনে ফেলে এলাম এই একটু আগে। আরকবার পৌঁছে এলাম নতুন আরেকটু করে ঘাটের কিনারে। “সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে……. আমি বলি কমে “…..চলার পথে দেখা হলো কত কত পাখিদের, ফুলেদের সাথে!! বড় সম্বল হয়ে রইলো তবে এটুকুই। কি দিলাম আর কি নিলাম,…. হিসেবের খাতায় জড়িয়ে থাকুক লাল মলাট আর সাদা শুভ্রতার পবিত্রতা। বাসতে জানলে ভালো…. তবেই জমবে কড়ি।
সকলকে আরেকটা নতুন সুর্যের নতুন আলোর সম্ভাষন, শুভেচ্ছা, ভালোবাসা, শুভ কামনা।
১২টি মন্তব্য
মাহমুদ আল মেহেদী
মুগ্ধতা রেখে গেলাম শুভ কামনা সতত
বন্যা লিপি
মুগ্ধতায় মূগ্ধ হলাম! সতত শুভেচ্ছা। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
নতুন বছরের শুরুটা হউক সবার জন্য মঙ্গলময়।শুভ নব বর্ষ -{@ স্মৃতি পড়ে থাক অতীত রোমন্থনে ভবিষৎ হয়ে উঠুক ভোরের আলোয় আলোকিত।
বন্যা লিপি
সর্বত্র বয়ে আসুক শভ সূচনা’র মঙ্গলময় বারতা।শুভেচ্ছা শুভ কামনা -{@
মোঃ মজিবর রহমান
সব কিছুই ঘটে যায় এই ধরায় সৃষ্টিকর্তার ঘটনায়
পৃথিবীর সমস্ত ঘটনা ঘটায় ঐ স্রিস্টকরতায়।
ভাল লাগলো পড়লাম ।
বন্যা লিপি
ধন্যবাদ,পড়লেন! মহান স্রষ্টা’র ইচ্ছে ব্যতিরেকে সকলেই অসহায়।মহান সর্বশক্তিধর সকলের মঙ্গল করুন।
শুভেচ্ছা,শুভ কামনা -{@
মোঃ মজিবর রহমান
আপনাকে শুভেচ্ছা অবিরত।
নীলাঞ্জনা নীলা
এইতো সেদিন এলো ২০১৮, পৃথিবী এতো দ্রুত যে কেন ঘুরে যায়! ২০১৯ সাল শুরু হলো, ক্যালেন্ডার বদলালো। ঋতুর পরিবর্তন হলো। সবকিছুতেই পরিবর্তন চোখে পড়ছে। পাওয়া-না-পাওয়ার দোলায় জীবন ছল ছল করে নদীর মতো বয়ে যাচ্ছে।
শুভ হোক নতুন বছর। পরিবর্তনের জোয়ারে ভেসে যাই সুন্দরের দিকে।
বন্যা লিপি
মূহুর্তের অধরা গননায় নিয়ত হোঁচট খেতে খেতে পরিবর্তিত,বদলানো রুপের চটকদার বোধদয় নিষ্পেসিত। ক্যালেন্ডারের পাতা গুলো’র প্রতিটি তারিখ হয়ে উঠুক মঙ্গলময়।
শুভ কামনা,অবিরত শুভেচ্ছা। -{@
নীলাঞ্জনা নীলা
এমন মধুর শুভকামনায় আপ্লুত হোলাম।
ভালো থাকুন নিরন্তর। 🌹
ছাইরাছ হেলাল
আপনাকেও নূতন আলোর শুভেচ্ছা।
বন্যা লিপি
আপনার বারান্দাটা আমার ভীষন পছন্দ।নেক্সটটাইম আমি আসবো, সকালের রোদাা পোহাতে।গাছের সংখ্যা আরো বাড়ান। ছাদটাও খালি। কি চমৎকার বাগান করা যায় ওখানে!! দোলনাটায় মরচে ধরেছে রং করালে তো পারেন নাকি?
আপনার জন্য অজস্র শুভ কামনা -{@ -{@