আমার মন ভালো নেই—
মন—
তোমার মন খারাপ হলে কি করো স্বপ্ন?
একা ঘরের কোনে মাথার উপর হাত রেখে চোখ বুজে শুয়ে থাকো, নাকি হেঁটে বেড়াও হট্টগোলের রাস্তা ধরে?
কখন মন খারাপ হয় তোমার?
ঘরের মাঝে বন্দি হলে নাকি উন্মাদনায় উড়ে যাবার সময় হঠাত ছুটি ফুরিয়ে গেলে?
ছুটি—-
কতোদিন পাইনা ছুটি।। অবসরেও ভিড় ঠেলে দেয় স্বপ্নের পাহাড় ।।
পাহাড়—
আমাকে প্রথম কোন পাহাড়ে নিয়ে যাবে ঘুরতে? যার উচূ চূড়ায় একটা মেঘ ঘুড়ে বেড়াবে আমার মাথার আশপাশ দিয়ে।।
আমি তোমাকে বলবো, স্বপ্ন আমাকে একটু উঁচু করে তুলে ধরো।। একটা মেঘ নিয়ে আসি তোমার জন্য।।
পাহাড় থেকে পাহাড়ে , সবুজের ঢেউ দেখিয়ে দেবে আমাদের পথ।।
পথ—
আজ হেঁটে বেড়িয়েছি অনেকক্ষন আমার পরিচিত পথ ধরে।।
স্বপ্ন , তুমি কোন পথে থাকো ? কোন স্ট্রিট এ তোমার বাড়ি?
এখান থেকে হাটার শুরু ।। তুমি কি জানো আমার সব গন্তব্য তোমার বাড়ির উঠানে গিয়ে শেষ হয় ???
শেষ—
তোমাকে ভাবনার শেষ কোথায়?
গন্তব্য শেষ হয়, দিন শেষ হয়, রাত তাও শেষ হয়।।
আমার পরিক্ষা, চাকরিবাকরি, আমার সমাজের প্রমোশন , সবই তো শেষ হয় স্বপ্ন ।।
শুধু তুমি ভাবনার আজও কোন শেষ নেই।।
তোমাকে নিয়ে আমার ভাবনার আন্তাকশরি চলতে থাকে একটার পর আরেকটা———
১৬টি মন্তব্য
আদিব আদ্নান
এমন ই অনেক স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখে সত্যি স্বপ্নের অপেক্ষায় থাকি ।
লিখুন আরও ।
মিথুন
হ্যাঁ, সত্যি স্বপ্নের আশায় থাকি।। ধন্যবাদ আদিব ভাইয়া।।
জিসান শা ইকরাম
একান্ত অনুভূতি ভালো লাগলো খুব –
এমন সুন্দর , কোমল ভাবনার পথ যেন শেষ না হয় ।
মিথুন
ভাবনার পথ কখনও শেষ হয়না ।।
স্বপ্ন
🙂 (3
মিথুন
আমি তো আরেক স্বপ্নের কথা লিখেছি, আপনি কে? :p 🙂
স্বপ্ন
তাহলে মনে হয় আমি পথ ভুলে এসে পরেছি :p
মিথুন
🙂
নীহারিকা
(y)
মিথুন
ধন্যবাদ নীহারিকা আপু ।। -{@
ছাইরাছ হেলাল
এমন সুন্দর মধুর ভাবনা ভাবতে পারাও কম কথা নয় ।
মিথুন
ভাবনা ভাবার জন্য ভাগ্যিস কোন নিয়মকানুন নেই।। ভালো থাকবেন ছাইরাছ ভাইয়া।।
লীলাবতী
এই আন্তাকশরি চলুক অন্নতকাল । ভালোবাসার জয় হোক ।
মিথুন
শুভকামনা আপনাকেও লীলাবতী আপু।। -{@
খসড়া
এমন ভাবনা কেমন করে মনে আসে আমি তো সারাক্ষন ভাবি কিছু মাথায় আসুক কিছুই আসে না। ভাল লাগা রেখে গেলাম।
মিথুন
সারাক্ষন ভাবছেন কিছু মাথায় আসুক, কিছু মাথায় আসুক, কিছু মাথায় আসুক।। দেখুন না কি সুন্দর ছন্দময় 🙂 ভালো লাগার জন্য ধন্যবাদ খসড়া ভাইয়া।।