ছেলেটা সিগারেট জ্বালিয়ে বারান্দায় বসে বসে ভাবছে দীর্ঘদিনের সংসার জীবনে একই মানুষের সাথে প্রায় একই রকম ভাবে থাকতে থাকতে কেমন একঘেয়েমি চলে আসছে। সারাক্ষণ একই মানুষের সাথে ল্যাপ্টে থাকাটা মোটেও আনন্দের নয়। তাই এবার শীতে একা দূরে কিছুদিন কাটিয়ে আসলে মন্দ হয়না। জীবনের স্বাদ একটু পালটানো দরকার।
ঐদিকে মেয়েটা পাশের বাসার ভাবীর সাথে গল্পগুজব শেষে সোফায় গা এলিয়ে দিয়ে আরাম করে বসে ভাবছে – নাহ! এভাবে আর হচ্ছেনা। সাংসারিক কাজ কর্মের ফাকে ওকে ঠিকঠাক সময় দেয়া হচ্ছে না। ওকে আমার আরেকটু সময় দেয়া উচিত। ওর কাছাকাছি, পাশাপাশি থাকা উচিত আমার। আচ্ছা এবার শীতে ওকে নিয়ে কোথাও ঘুরে আসলে কেমন হয়?? দার্জিলিং থেকে ঘুরে আসতে পারলে মন্দ হতো না। ওখানে যাওয়ার ইচ্ছা অনেক দিনের। এবার সুযোগ করে যেতে পারলে দুজন একসাথে কিছুটা সময় কাটিয়ে আসা যেত……
এদিকে পাশের বাসার ভাবী ঘরে গিয়ে ভাবছে – আহা ওরা কত সুখে আছে। কত সুখী সংসার এদের। এমন সুখী সংসার সচরাচর দেখা যায়না। দেখলেই কেমন জানি হিংসে হয়…
৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
ভাবনারা ভাবিয়ে যায় ! অল্প কথায় অনেক কিছু প্রকাশ করেছেন।ভালো হয়েছে।আরো লিখুন।শুভেচ্ছা ও শুভকামনা রইলো । -{@ -{@
নীলাঞ্জনা নীলা
“নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস
ওপারে সর্ব সুখ আমার বিশ্বাস।”—ফেসবুকের দিকে চাইলে দেখি সুখের জোয়ারে ভেসে যাচ্ছে সকলে। আমরা চাঁদের পেছনের দিকটা আজও দেখিনি কিন্তু।
গল্প আপনি অনেক ভালো লেখেন। আবারও বললাম।
মোঃ মজিবর রহমান
জীবনএ রঙ বদলানো খুব খুব খুব দরকার ……………।।
মাহমুদ আল মেহেদী
সুখ দেখে সুখ অনুভব করা গেলে ভাল কিন্তু পরের সুখ দেখে দু:খে পরাটী দু:খজনক। ছোট পরিসরে অনেক বড় লেখা।শুভকামনা।
মায়াবতী
ও মা এতো খুদ্র ভাবে এতো গভীরে কেমন করে প্রবেশ করে ফেললেন! কত কাল পরে লিখলেন ভাই জান? আরো লিখুন না প্লিজ, পাঠক কে কেন বঞ্চিত করে রেখেছেন!!!
জিসান শা ইকরাম
ভালোই ভাবনা শেয়ার করলেন 🙂
সোনেলার সবচেয়ে বেশিবার পঠিত একটি লেখার লেখক আপনি, অথচ এখানে অনিয়মিত !!
পথহারা পাখি
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। (3
রিতু জাহান
আসলেই তাই। এ আমাদের জীবন সত্য। বেশ সুন্দর করে লিখেছেন।