য়ামী য়ভাক হঈয়া জাই শোণেলাড় এত ণাম ঢাক ওআলা ভ্লগাড়দেড় বুল ভাণাণ দেখীয়া। এটী কোণো কথা হঈলো? য়ামাদেড় পেড়াণপ্রীয় শোণেলাড় ভ্লগাড়গণ শবাঈ বুল ভানানে শাহীত্য চড়চা কড়ভেণ? এণাড়া কী আমাড় মতো সুদ্দ ভাণাণ পাড়েণ্ণা। কোণ সীক্ষকেড় কাচে এণাড়া পরাষুনা কড়িআছেণ? ষাহীত্য চড়চায় এত বুল হঈলে চলে?
লেখাড় মদ্দে বুল তো আছেঈ, এণাড়া ণাম পজ্জন্ত বুল ল্যাকেন।
জিসান, ছাইরাছ, সাবিনা, রিতু ণামে চড়ম বুল য়াছে।
জিসানঃ
জ্বী ভাণাণ কী? জ্বী মাণে হ্যা, ঈয়েষ। জেমোণ জ্বী হুজুড়। শান মাণে আমড়া ষভাঈ যাণী। শান শওকত। তাহলে কী দ্বারালো? জিসান বুল, ণামটী হভে- জ্বীশান।
ছাইরাছঃ
ছাই তো ছাই, জেখাণে দেকীভে ছাই কুরাঈয়া নিভে তাঈ, এঈ ছাই তো তাইনা? তাঈলে রাছ টা কেণূ? রাছ এর মাণে কি? কুণো মাণে ণাঈ। এটি হভে রাস। মাছে ছাইয়ের স্তুপ। ছাইরাছ বুল, এটী হভে ছাইরাস।
সাবিনাঃ
সা টিক আচে। সারেগামার সা, এটী শংঘীত ভিসয়ক। এর ষাতে বীণা মাণে শংঘীতের একটা জন্ত্র। বীণা ভাণাণ ণেটে ষার্চ ধীয়ে ধেকুণ। বীণার ষূদ্দ ভাণাণ বীণা। সাবিনা বুল, এটী হভে সাবীণা।
রিতুঃ
এটী ঝে বুল তা কে ণা যাণে? ৬ ঋতুর দেষ য়ামাদেড়। ঋতুর ষঠিক ভানান ঋতু। রিতু ণয়।
কত আড় উধাহড়ণ দেভো? ষভাঈকে লজ্ঝা দীতে চাঈণা। আঝ এ পড়যন্ত। আগামী পড়বে সব ভ্লঘারদের ফেইষভুকের ঈণবক্স মেষেঝ ফাষ কড়া হভে। ঈণবক্স মূছে লাব ণাঈ এক্ষোণ আড়।য়াঈডি হ্যাক কড়ে ষভার ঈণবক্সে ইস্কিড়িন ষট ণেয়া ষেশ। অপেকখা কড়ুণ 🙂
উতষরগ শুন্য শুন্যালয় আপু। যিনি য়ামাকে য়াদড় কড়ে সজু পন্ডিত ডাকেন।
১৩টি মন্তব্য
শুন্য শুন্যালয়
আল্লাহ্ বাঁচাইছে, আমার নাম নিয়া কিছু কয় নাই। তয় আমারে উৎসর্গ করিয়া আমার আসল গুমোড় ফাঁশ করিয়াছে, নইলে এরে নাকি আমি পন্ডিত ডাকি!
তা পন্ডিত মশাই আপনার নিজের নামেই তো মস্ত বড় ভুল। সজীব, স জীব হয় কী করে? এইটা একটা অক্ষর, বাংলা ব্যাঞ্জনবর্নের অক্ষর, বোঝা গেলো?
ণীজেড় ভাণাণ ৎীক ণাঈ, ওণ্যেড় বাণাণ ণীয়া টাণাটাণী।
কামকাজ বাদ দিয়া ইনবক্স চালাচালি করছেন,এখন আবার ফাঁশ করার ভয় দেখাচ্ছেন? আপনাকে আমরা পুলিশে দেব!
মোঃ মজিবর রহমান
বাপ রে বাপ কি শুরু কইরেছেন দা দা । শেষ কি দা কুড়াল দিয়া খন্ড খন্ড কইরেবেন। বুঝতে ছি না।
মজা পাইলাম পড়েতে ঈষৎ কস্ট হইলেও।
তৌহিদ
আমার নাম নাই, আল্লাহ্ বাচাইছে। ☺☺
এভাবে কেউ বলে?? 😜😜
নীরা সাদীয়া
আমার নাম ঠিকাসে! ইয়াহু!
আপনি বরাবরই চমকপ্রদ পোস্ট করেন, অসাধারন বুদ্ধিমত্তা লুকিয়ে থাকে আপনার লেখায়।
মনির হোসেন মমি
হা হা হা
যাহ্ দুষ্ট কোথাকার!
ছাইরাছ হেলাল
সজীবেরটি একটু নেড়েচেড়ে দিলে ভাল্লাগত।
ইনবক্স চাই।
ভিডু থাক্লে ভালু হয়।
রিতু জাহান
ইনবক্স!!! মামলা দিমু কইলাম।
হায় হায় আমি তো নাই🙄🙄😶😶
ছাইরাছ-ছাইরাস। ব্যাপক মজা পাইলাম।
হ ঠিকই তো সা-বীণা।
আমার বানান কিছু কমু না😇😇
আসতেছি আমিও একখান রম্য নিয়া।
সজুরে খাইছি,,,,, ইনবক্স টানলে কিন্তু খবর আছে কইলাম।
জিসান শা ইকরাম
আচ্ছা আচ্ছা এখন হতে তাহলে আমার নাম জ্বীশান লিখতে হবে? জ্বীশান শব্দটি তো দেখতে ভালোই লাগছে।
য়াষলেঈ য়ামড়া ষভাঈ ভাণাণা বুল কড়ি। তূমী এঈষভ দড়িএ ধীও।
ফেইসবুক হ্যাক করা হয়েছে সবার? ইনবক্স প্রকাশ করা হবে পরের পোষ্টে? ওয়েটাইতাছি।
মাহমুদ আল মেহেদী
বানান ভুলে সেরা আমি। তাও যে ভালো আমার নাম নাই।
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, লেখা পড়ে হাসি আটকে রাখা কষ্টকর হয়ে যাচ্ছে। দারুন পর্যবেক্ষণ করেছেন দেখতে পাচ্ছি।
সাবীণা, এখন থেকে এভাবেই লিখতে হবে? আচ্ছা চেষ্টা করবো।
সাবিনা ইয়াসমিন
অনেক দিন ধরে ভাবছিলাম আমার নাম মনে হয় ভুল, আপনার লেখা পড়ে এখন শিউর হয়েছি। আহারে, ভুলে ভরা জীবন ভুল নামেই শুরু হয়েছে। এটা কিছু হলো!!!!
নীলাঞ্জনা নীলা
থা হামাড় ণামেড় মাজে খোণো বুল আচে খী?
প্রহেলিকা
অর্ধেক পড়েই আমার দাত নড়েবড়ে, পুড়া পড়তে পারুম না। বুড়া হইসি তো