ভয়ে শঙ্কিত হই আজো আমি
এই আগস্ট মাসেই
বাঙ্গালী হারিয়েছিল
তার প্রিয় সন্তান খানি ।।
ভয়ে শঙ্কিত হই আজো আমি
এই আগস্ট মাসেই
বঙ্গ কন্যার করতে চেয়েছিল
ঐ কাপুরুষের দল জীবনহানি ।।
তাই আগস্ট আসলেই
ভয়ে শঙ্কিত হই আজো আমি ।
শাহ আজিজ……
১৪-৮-২০১৩….. ৫.৩০ এম
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আমরা সাধারণেরা সারা বছরই শঙ্কিত থাকি ।
অবশ্যই শঙ্কার আর এক নাম আগষ্ট ।
জিসান শা ইকরাম
আমিও ভয়ে শংকিত ,
জাতির পিতা হত্যার দিন ছিলাম বরিশালে
২১ আগস্ট ঢাকাতেই ছিলাম , শিউরে উঠেছি ।
ভালো লিখেছেন , যথার্থ দিনে ।
শিশির কনা
আগস্ট এলে আমরাও ভয়ে শংকিত হই । (y)
বনলতা সেন
শঙ্কিত হতেই হয় ।
অদ্ভুত শূন্যতা
শঙ্কিত
ব্লগার সজীব
ভালো লিখেছেন ।
আদিব আদ্নান
শঙ্কা আর শঙ্কা সর্বত্র ই ।
আপনার ‘ছড়া আর কবিতা ‘ দেখলাম এবং পড়লামও ।
মিসু
এভাবে দমন করা যাবে না , যায় নি ।
যাযাবর
শংকিত , আগস্ট এখনো শেষ হয়নি ।
লীলাবতী
আগস্ট মানেই ভয় , আগস্ট মানেই আতংক ।