১৪ জুন ২০১৩ তারিখে সোনেলায় আনুষ্ঠানিক ভাবে আসি। এর পূর্বে সব সময়ই নজরে ছিল সোনেলা । কিছুটা কৌতূহল থেকেই এই নজরে রাখা। সবার আন্তরিকতায় মুগ্ধ আমি। ইতমধ্যে বেশ কয়েকজন ভালো ভালো ব্লগার লিখতে শুরু করেছেন এখানে। সব কিছু মিলিয়ে আমার চোখে সোনেলার সেরা গুলো তুলে ধরবো আমি। আশাকরি ভালো লাগবে সবার ।
আমার চোখে সোনেলার সেরা ব্লগার হচ্ছেন ইনি । এই ব্লগারের প্রতিটি লেখা অসাধারন।
আমার চোখে সোনেলার সেরা লেখা হচ্ছে এই পোস্ট । ব্লগার তার লেখার মাঝে এক অন্ধকার এবং বর্বর সমাজকে তুলে এনেছেন ।
সোনেলার সেরা গিয়ানি পোস্ট হচ্ছে এটি। ব্লগার এখানে একটি দার্শনিক দার্শনিক ভাব এনেছেন । এই লেখায় ব্লগারের দার্শনিক সত্ত্বাকে উপলব্দি করা যায় ।
সোনেলার সেরা ফান পোস্ট পড়তে এই পোস্টটি পড়ুন । মজা না পেলে পয়সা ফেরত 🙂
সোনেলার যে পোস্টটি দেখে সবচেয়ে অবাক হয়েছি । টিনের চালে কাক , আমিতো অবাক টাইপের ।
আশাকরি সবার ভালো লাগবে । সবার ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে।
ভালোবাসি সোনেলা আর সোনেলার ব্লগারদের (3 -{@
২৭টি মন্তব্য
মর্তুজা হাসান সৈকত
সব সেরা পইড়া সোনেলার ইতিহাসের সেরা কমেন্টটা করলাম আমি !
ব্লগার সজীব
ধন্যবাদ সৈকত ভাই । সেরা মন্তব্যকারীর লিংকটা দিতে হবে দেখছি 🙂
মর্তুজা হাসান সৈকত
হুম পরবর্তী পোষ্ট তবে সেটাই হোক । আমার প্রতিভারও স্বীকৃতি চাই আমি । 🙂 \|/
ব্লগার সজীব
আচ্ছা আচ্ছা বুঝেছি , প্রতিভাবানরাই প্রতিভা খুজে নেয় 🙂
প্রিন্স মাহমুদ
হাহাহাহাহা । ভাল লাগল
জিসান শা ইকরাম
মুগ্ধ হলাম আপনার প্রতিভায়
দারুন পোস্ট , এমন টি আর কোন ব্লগে দেখেছি বলে মনে পরছে না ।
ব্লগার সজীব
যাক অবশেষে প্রতিভার স্বীকৃতি মিললো । প্রতিভা এমন এক জিনিস , যাকে দাবিয়ে রাখা যায় না :p
জিসান শা ইকরাম
ঠিক ঠিক , ব্যাপক প্রতিভা আপনার ।
ব্লগার সজীব
🙂
কৃন্তনিকা
কি হলো এটা??? ;?
ব্লগার সজীব
আমার চোখে সেরা 🙂 আপু মিস করি আপনার লেখা । যে কোনদিন কিন্তু আপনাকে নিয়ে পোস্ট দিয়ে দেবো । তখন বুঝবেন মজা -{@
আফ্রি আয়েশা
হাহাহাহা… দারুন পোস্ট 😛
ব্লগার সজীব
ধন্যবাদ আপুনি 🙂
আদিব আদ্নান
প্রতিভা লুকিয়ে রাখা যায় না , লুকিয়ে থাকে না ।
অবশ্য আমরা একটু দেরি করে জানলাম , ব্যাপার না ।
তবে মুন্নি সাহা রক্স ।
ব্লগার সজীব
সেটাই , প্রতিভা লুকিয়ে থাকে না :p
কঠিন অনুভূতি 🙂
বনলতা সেন
আহারে এমন রত্ন চিনিনি কেন আরও আগে ।
আপনার রসবোধের জন্য অনেক প্রশংসা ।
ব্লগার সজীব
এখন তো চিনলেন 🙂 সাথে থাকুন প্রতিভাবনের সাথে , নইলে লস :p
ছাইরাছ হেলাল
আপনি দেখছি সাগর সেচা মুক্তো ।
ব্লগার সজীব
লজ্জা পেলাম বড় ভাই :p :p :p
খসড়া
কি উপহার দেয়া যায়, হাসি নাকি মাথার চুল ছেঁড়ারর ইমো। ঠিক আছে আমি হাত তালি দেই :C
ব্লগার সজীব
🙂 প্রতিভাবনের সাথে থাকুন , নইলে লস করবেন :p
লীলাবতী
প্রতিভা এমন এক জিনিস , যাকে দাবিয়ে রাখা যায় না :D) :D) :p (y)
ব্লগার সজীব
আপু ঠিক ঠিক 🙂 -{@
ক'রেখেলা_কাটেবেলা
সুন্দর কৌতুক, বেশ মজা পেলাম |
ব্লগার সজীব
আপনাকে মিস করি ভাই ।
অপরাজিতা সারাহ
আরে,সব দেখি নিজেরা নিজেরাই।বাকিরা কি লাইনের বাইরে?? :p :p
ব্লগার সজীব
তা আমি বলবো কেনো ? সব সেরা লিখেছি এখানে 🙂 আপনি ইচ্ছে করলে আপনার চোখে সেরা পোষ্ট দিতে পারেন :p