ব্লগার মানে নাস্তিক নয়
♦
ব্লগার মানে যদি হয় নাস্তিক
লোকেরাতো সেটাই এখনো জানে,
দ্বীন-ধর্মের বিরুধীতা করাই ব্লগারের কাজ
সেটাই বিধিত অনেকের জ্ঞানে।
সৃষ্টিকর্তার বন্দনা গাহেন শত শত জাতি
তাদের মাঝে আছেন ব্লগার নামের বাতি।
আসুন সবাই ঘোষণা দিই
আমরা করি সৃষ্টিকর্তা’য় বিশ্বাস,
রবের বন্দনা করতেই থাকবো
যতোক্ষণ থাকবে নিঃশ্বাস।
আল্লাহর বান্ধা রাসূলের(সাঃ) উম্মত
দ্বীন-ধর্মের অনুসারী ব্লগারও যে আছে,
এই মেসেজটি যত্নকরে পৌছানো হয়নি
ঐসব না জানাদের কাছে।
ব্যর্থতার এই অপবাদ বইতে চাই না আর
আস্তিক ব্লগারের ঘোষণা দিবই বারংবার।
আসুন সবাই সুর মিলিয়ে দৃপ্তকণ্ঠে বলি
আস্তিক ব্লগার এসেছে নাস্তিক যাবে চলি।
(রচনাকালঃ ২০১৬ইং)
২৭টি মন্তব্য
সুরাইয়া পারভিন
ব্লগারদের নিয়ে এমন ভ্রান্ত ধারণা এখনো জনসাধারণের মধ্যে বিদ্যমান রয়েছে।
চমৎকার উপস্থাপন করেছেন
চাটিগাঁ থেকে বাহার
আমাদেরকেই এর মূলোৎপাঠন করতে হবে। নিজেদেরকে গর্বের সাথে ব্লগার হিসেবে পরিচয় দিতে হবে।
আপনাকে ধন্যবাদ।
হালিম নজরুল
দশচক্রে ভগবান ভূত।
চাটিগাঁ থেকে বাহার
বিষয়টি বুঝতে পারিনি। ক্লিয়ার করলে খুশি হতাম!
তৌহিদ
২০১২-১৩ এর পরে ব্লগারদের নিয়ে অনেক ভ্রান্ত ধারণা ছড়ায় মৌলবাদীরা। সোনেলায় এমন ব্লগারও আছেন যারা সরাসরি এর শিকার। এ নিয়ে বিস্তারিত কিছু লেখাও আছে সোনেলায়। আমি নিজেই অনেকজনকে বুঝিয়ে ক্লান্ত হয়েছি যে ব্লগার মানেই নাস্তিক নয়।
আপনার লেখা পড়ে নিজের মনের সাহস কিছুটা বৃদ্ধি পেল ভাই।
চাটিগাঁ থেকে বাহার
যারা নতুন ব্লগার তারা বিষয়টি হয়তো বুঝতে পারবে না। আপনি ঠিক বুঝেছেন। ব্লগার পরিচয়ে কত জায়গায় যে বিব্রত হতে হয়েছে তার ঠিক নেই। আপনাকে আন্তরিক ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
নাস্তিক হতে যাব কোন দুঃখে!
এগুলো বদ মানুষের বদ কাণ্ডকারখানা।
ধন্যবাদ।
চাটিগাঁ থেকে বাহার
ভাইজান এমন সময়ও ছিল যখন ব্লগার নাম বললেই লোকে থু থু ফেলত। সে সময় নিজেকে ব্লগার পরিচয় দিতেও লজ্জা লাগতো। আপনাকে ধন্যবাদ ।
আকবর হোসেন রবিন
আস্তিক ব্লগার এসেছে নাস্তিক যাবে চলি….
চাটিগাঁ থেকে বাহার
এটা কবিতার কথা, আসলে সবাই থাকবে যার যার মতো করে। মত প্রকাশের স্বাধীনতা সবার আছে।
আরজু মুক্তা
আমরা মানবতাবাদী।
চাটিগাঁ থেকে বাহার
অবশ্যই আমরা মানবতাবাদী। এবং ব্লগারদের প্রতি পরস্পর সহনশীল।
আপনাকে ধন্যবাদ।
মনির হোসেন মমি
আসুন সবাই সুর মিলিয়ে দৃপ্তকণ্ঠে বলি
আস্তিক ব্লগার এসেছে নাস্তিক যাবে চলি
এ একটা ঝামেলার মাঝে আছি।সহমত।
চাটিগাঁ থেকে বাহার
ঝালেমা থেকে উত্তোরণের জন্য আমাদের সবাইকে সমানভাবে প্রচার চালিয়ে যেতে হবে। সভা সমিতিতে পরিচয় দিতে হবে ব্লগার হিসেবে। তবেই লোকেরা বুঝবে ব্লগার মানেই নাস্তিক নয়।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
ইঞ্জা
ব্লগার আবার নাস্তিক, কে বলে এইসব কথা, আমরা এইখানে প্রায় সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, আমরা কিভাবে নাস্তিক হবো, বরঞ্চ যারা এইসব বলে ওরাই নাস্তিক।
অসাধারণ লেখাটির জন্য ধন্যবাদ ভাই।
চাটিগাঁ থেকে বাহার
বুঝা যাচ্ছে ব্লগারদের নিয়ে সমাজের অনেকের নেতীবাচক ধারণাগুলো ভাইজানের জানা নেই।
একসময় আমি প্রেসক্লাবসহ বিভিন্ন প্রোগ্রাম করতে গেলে আমাকে ব্লগার হিসেবে পরিচয় করিয়ে দিতে পরিচালক সংকোচবোধ করতেন। তারপর সাথে সাথে এটাও বলে দিতেন যে না না বাহার ভাই নাস্তিক ব্লগার নয়, উনি আস্তিক ব্লগার। এই হচ্ছে অবস্থা। সেসব পরিস্থিতির কারণে কবিতাটি লিখেছিলাম।
যাই হোক, আপনাকে আন্তরিক ধন্যবাদ।
সাখিয়ারা আক্তার তন্নী
ব্যর্থতার এই অপবাদ বইতে চাই না আর
আস্তিক ব্লগারের ঘোষণা দিবই বারংবার।
লিখাটা পড়ে খুব ভালো লাগলো।
চাটিগাঁ থেকে বাহার
পড়ে মন্তব্য করেছেন বলে আন্তরিক ধন্যবাদ আপু।
শুভ ব্লগিং…..
নিতাই বাবু
তবু্ও এ-কথা মানছে এ-দেশের সংখ্যাগরিষ্ঠ এই জাতি। তাঁরা ব্লগারদের সবসময়ই নাস্তিক বলেই জানে। দুঃখজনক!
চাটিগাঁ থেকে বাহার
হ্যাঁ খুবই দুঃখজনক! এজন্য আমরা নিজেদেরকে বেশী বেশী ব্লগার হিসেবে পরিচয় দিতে হবে।
আপনাকে আন্তরিক ধন্যবাদ । শুভ হোক ব্লগীয় জীবন।
রেহানা বীথি
ব্লগ এবং ব্লগার, এই বিষয় নিয়ে অনেক বেদনাদায়ক ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। একধরনের আতঙ্ক কাজ করেছে আমাদের মনে। তবে সে অবস্থা অনেকটাই কাটিয়ে উঠছি আমরা।
ভালো লাগলো আপনার লেখা।
চাটিগাঁ থেকে বাহার
আপনি ঠিক বলেছেন।
এক সময়ের ভীতিকর অবস্থা এখন আর নেই। আমরা যারা ব্লগিং করি সমাজের সবখানে যদি নিজেদের ব্লগার হিসেবে পরিচয় দিতে থাকি তাহলে ব্লগারদের প্রতি মানুষের সমীহ বাড়বে।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
দাদা নাস্তিক হতেযাব কোন দুঃখে, এগুলো তো বদ মানুষের বদ অব্যাস।
খুব ভালো লাগলো দাদা, শুভকামনা।
চাটিগাঁ থেকে বাহার
সৃষ্টিকর্তার বন্দনা গাহেন শত শত জাতি
তাদের মাঝে আছেন ব্লগার নামের বাতি।
পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ জানাবেন দাদা,
জিসান শা ইকরাম
অনেক শিক্ষিত মানুষ আছেন যারা কোনো ব্লগারের একটি লেখাও না পড়ে বিশ্বাস করেন যে ব্লগাররা নাস্তিক,
কারণ হেফাজত ইসলাম আর বিএনপি বলেছে এটা, যারা এদের সমর্থক তারা হাদিস কুরআন এর চাইতেও এনাদের কথা বেশি বিশ্বাস করে।
আমি কঠিন ভাবেই আস্তিক এক ব্লগার।
চাটিগাঁ থেকে বাহার
আমি মনে করি ব্লগারদের মাঝে ৯০ শতাংশেরও বেশী আস্তিক। কিন্তু আমরা সেভাবে লোকেদের কাছে প্রচার করিনা বলেই জানেন অনেকেই।
পরিচিত৷ কেউ জিজ্ঞেস করে যখন, এখন কী করছো? তখন আমি বলি ব্যবসা করি, পাশাপাশি সমাজসেবা করি আর ব্লগিং করি। আমি একজন ব্লগার।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।