ব্লগার ভাইয়া আপুদের অনুরধ

সীমা সারমিন ১৯ নভেম্বর ২০১৩, মঙ্গলবার, ০২:৩৬:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

ব্লগার ভাইয়া আপুদের অনুরোধ

বলা টা হয়তো ছোটো মুখে বড়ো কথা বলার মতো হচ্ছে তার পরো বলছি ……
প্রিয় ব্লগার ভাইয়া আপুরা আপনারা লেখায় ছবি সংজযন করার সময় দয়া করে এমন ছবি সংজযন কবেন না যেন আমার মতো দুরবল হারড এর মানুষের কোন সমসসা হয়।

ওপরাধ নিবেন না আমি আজ যতোবারই সোনেলাতে এসেছি ভয় পেয়ে আমাকে দ্রুত সরে যেতে হয়েছে।

বলাটা ঠিক হয়ত হল না। তারপরো অনুভুতিটা বেক্ত করলাম ।
দয়া করে খমা করবেন ।

………..সীমা সারমিন

৬১৭জন ৬১৭জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ