ব্লগার ভাইয়া আপুদের অনুরোধ
বলা টা হয়তো ছোটো মুখে বড়ো কথা বলার মতো হচ্ছে তার পরো বলছি ……
প্রিয় ব্লগার ভাইয়া আপুরা আপনারা লেখায় ছবি সংজযন করার সময় দয়া করে এমন ছবি সংজযন কবেন না যেন আমার মতো দুরবল হারড এর মানুষের কোন সমসসা হয়।
ওপরাধ নিবেন না আমি আজ যতোবারই সোনেলাতে এসেছি ভয় পেয়ে আমাকে দ্রুত সরে যেতে হয়েছে।
বলাটা ঠিক হয়ত হল না। তারপরো অনুভুতিটা বেক্ত করলাম ।
দয়া করে খমা করবেন ।
………..সীমা সারমিন
১১টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
খুব অসহ্য ছবি না দেয়াই ভালো ।
আদিব আদ্নান
কোন্ ছবির জন্য আপনার সমস্যা হচ্ছে তা আমাদের ও বলুন ।
অবশ্যই ভেবে চিন্তে ছবি আপলোড করতে হবে ।
নীলকন্ঠ জয়
অনেক সময় পোষ্টের প্রয়োজনে কিছু ছবি (কুৎসিত/ ভয়ঙ্কর) না দিলে পোষ্টের যথার্থতা হারায়। তাই পোষ্ট বুঝে ছবি দেওয়াটা নির্ভর করে। তবে অপ্রয়োজনে না দেওয়াই ভালো।
আপনাকে ভয় দেওয়ার জন্য আমি কিন্তু এবার কুৎসিত ড্রাকুলার ছবি দিয়ে পোষ্ট দিবো। 😀
এই মেঘ এই রোদ্দুর
ইন্নালিল্লাহি আমি কোনো ফডো দিছি নাকি
ডরাইছি গো আপু
মা মাটি দেশ
সম্ভবত আপু আমার পোষ্টের প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন।প্রথমে দুঃখিত।আমি যে বিষয়ে পোষ্ট দিয়েছি সেই বিষয়টাকে মনে ধরে রাখতে হলে ভয়ংকর কিছু যোগ করা যায় আর আমরা সবাই সাবালক। দেশপ্রেম ধরে রাখতে সাহস রাখতে হবে।মনে রাখতে হবে মৃত্যু অবসম্ভাবী তাহলে আর কিসের ভয়।তারপরও আমি আমার পোষ্ট হতে ব্লগার ভাইদের সম্মানে ভয়ংকর ছবি ডিলেট করে দিয়েছি।ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
জিসান শা ইকরাম
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সহ ব্লগারের ইচ্ছেকে সন্মান জানিয়ে ছবি ডিলেট করেছেন বলে।
এমন উদারতার জন্য আপনাকে স্যালুট ।
প্রিন্স মাহমুদ
হাহাহাহাহাহহাহাহাহ । আম হলে সরাতাম নাকি প্রশ্নবিদ্ধ !!! আপনাকে শ্রদ্ধা জানালাম ।
খসড়া
আমি কাল কিছু ছবি সরাতে অনুরোধ করেছি। আসলে যতই গুরুত্ব থাক ভয়াবহ ছবি না দেয়াই উচিত।
স্বপ্ন নীলা
এমন ছবি আসলেই দেয়া উচিত নয় যে ছবি মানুষের মনকে নেগেটিভলি নাড়া দেয়,,,,,,,,,,,,
জিসান শা ইকরাম
খুব বেশী বীভৎস ফটো না দেয়াই ভালো ।
ফটো ব্লগার মুছে দিয়েছেন ।
সীমান্ত উন্মাদ
ছবি ব্যাবহারে একটু সতর্ক থাকা সবার জন্যই ভালো। আপনার মতমতের জন্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।