যদি আমার ভাষায় বলি- কবিতা বলতে কী? কবিতা বলতে কেবলেই অনুভব ও শব্দের সংমিশ্রণে কবির নিজস্ব একটা খেলা। সেই খেলা কবি যেভাবেই পারে খেলে। তবে পাকা খেলোয়াড় হতে হলে প্রতিনিয়ত ভাবতে হয়, ভাবতে হয় পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, আপনজন নিয়ে এবং ভাবনার যাতাকলে যা যা ঘুরপাক খাচ্ছে তা নিয়েই ভাবতে হয়।
যৌথ কাব্যগ্রন্থ “নির্ঝর শব্দের ঢেউ” কবি আরজু মুক্তা (আপু)’ র সম্পাদনায় অনেক কবি তাঁদের কবিতায় অনুভব আর শব্দ নিয়ে খেলেছেন। আমি কবি আরজু মুক্তা আপুর স্ব-রচিত দুটির কবিতার পোস্টমর্টেমে সেই খেলার ধারাপাত বর্ণনা করার চেষ্টা করছি। কবিতা দুটির শিরোনাম-
ক. বিমূর্ততা
খ. নদী ও নারী
প্রথমে “বিমূর্ততা” নামক কবিতায় খেয়াল করলে বুঝা যায় কবি দুটি চরিত্র দাঁড় করিয়েছেন। সেই চরিত্র দুটির কথোপকথনে, উপমার মাধ্যমে জাগতিক ইচ্ছের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন-
ষষ্ট ইন্দ্রিয় চৌচির
ক্রমশ; তুমি কাছে আসলে
হঠাৎ যেনো থেমে গেলো সব।
বুঝতে পারি……… তোমার স্পর্শ।
আবার একই কবিতায় কবি শেষ দুটি লাইনে চরিত্রের পবিত্রতা বর্ণনা করেছেন এভাবেই–
প্রতিফলনে চাঁদটি আজ ফ্যাকাশে
স্বপ্ন ভরা রাতটিও, বিমূর্ত ।
দ্বিতীয়ত “নারী ও নদী” নামক কবিতায় কবি এখানে গল্প না বললেও তুলনামূলক ভাবনার খেলা খেলেছেন। নদীর রূপ বর্ণনা করে অবশেষে নারীর রূপ ও মায়ার সাথে মিশিয়ে দিয়েছেন। কবির ভাষায়–
নদী তো নারীর মতন
সোহাগের ফেনা ছড়ায়;
তাঁর স্তব্ধতা অবাধ, অতল-
রহস্যাবৃত ।
সুতরাং, বলতে হয় আমি কবির কবিতার শত বিশ্লেষণ করলেও এর রহস্য উন্মোচন হয় না, বরং কবিতা পাঠকের অনুভবেই বেশি অনুধাবন যোগ্য।
কবিতা বুঝে তা পোস্টমর্টেম করা কম জ্ঞানের কথা নয়।কবিই কবির কবিতার ভাষা। কত সহজ করে বুঝিয়ে দিলে কবিতার মর্মভেদ। চমৎকার হয়েছে।আরো একটুু বিস্তারিত হলে ভাল হত।প্রকাশিত বইটির সম্পর্কে তাহলে আম ছালা দুটোই আমরা পেয়ে যেতাম।
আপনার মতো কবির কাছ থেকে এমন পোস্টমর্টেম ই আশা করি। চমৎকার রিভিউ হলো ভাইয়া। আপনার কথাগুলো খুব ভালো লাগলো যে- ‘কবিতা পাঠকের অনুভবেই বেশি অনুধাবন যোগ্য’। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ রাত্রি
১১টি মন্তব্য
আরজু মুক্তা
এক কথায় অসাধারণ। আমি বিমোহিত।
ভালোবাসা অবিরাম।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু।
রোকসানা খন্দকার রুকু
দারুন হয়েছে॥ একদম ঠিকঠাক।
শুভ কামনা রইলো॥
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
মনির হোসেন মমি
কবিতা বুঝে তা পোস্টমর্টেম করা কম জ্ঞানের কথা নয়।কবিই কবির কবিতার ভাষা। কত সহজ করে বুঝিয়ে দিলে কবিতার মর্মভেদ। চমৎকার হয়েছে।আরো একটুু বিস্তারিত হলে ভাল হত।প্রকাশিত বইটির সম্পর্কে তাহলে আম ছালা দুটোই আমরা পেয়ে যেতাম।
নাজমুল হুদা
ভাইয়া রিভিউ লেখা অনেক কষ্ট এবং মেধার কাজ।
পর্যায়ক্রমে আম ছালা দুটোই দিতে চেষ্টা থাকবে।
ভালোবাসা রইলো ❤
মনির হোসেন মমি
হুম। আর রিভিউটা যদি হয় কবিতা নিয়ে তবেতো মরছিই ।ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
আপনার মতো কবির কাছ থেকে এমন পোস্টমর্টেম ই আশা করি। চমৎকার রিভিউ হলো ভাইয়া। আপনার কথাগুলো খুব ভালো লাগলো যে- ‘কবিতা পাঠকের অনুভবেই বেশি অনুধাবন যোগ্য’। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ রাত্রি
নাজমুল হুদা
আপু আপনাকেও ধন্যবাদ।
অবশ্যই বেশি অনুধাবনযোগ্য। কারণ রিভিউ লেখা অনেক কষ্টের এবং মেধার কাজ। আমি একটু চেষ্টা করেছি মাত্র।
ভালো থাকবেন সবসময় 😍
তৌহিদ
আরজু আপু চমৎকার লিখেন। তার লেখা কবিতা নিয়ে চমৎকার একটি পোষ্ট দিলেন ভাই।
তবে রিভিউ আকারে বিস্তারিত তথ্য এখানে যোগ করলে ফাটাফাটি হতো। প্রকাশিত বইয়ে সোনেলার অন্যান্য লেখকদের লেখা নিয়েও এমন পোষ্ট দেবেন আশাকরি।
শুভকামনা সবার জন্যই।
নাজমুল হুদা
ভাইয়া বইটা পড়া হলে পর্যায়ক্রমে আরো রিভিউ লিখতে চেষ্টা করবো, যদিও আমার সেই রকম অভিজ্ঞতাসম্পন্ন মেধার বিশাল ঘাটতি আছে।
এখন কথা হলো- আমার একটু শরম করতাছে আপনি আপনি ডাক শুনে। আমি খুবই ছোট তবুও আপনি শুনতে ভালোই লাগে মাঝেমধ্যে 😜
ভালোবাসা রইলো ভাইয়া 😍