সোনেলার ব্লগারগনের প্রফাইল দেখা শুরু করেছি। সবাই নিজের সম্পর্কে প্রফাইলে লিখুন। নইলে বঞ্চিত হবেন আমার রিভিউ থেকে । অতএব , এ টে ন শ ন ————–
তিনি অনেকের মিশ্রণজাত একজন ব্লগার । এতজনের গুন তিনি একাই ধারন করেন ।
তিনি নিজ নামের অনুপম থেকে অনু
বাঙলা সাহিত্যের অন্যতম উপন্যাসিক তারাশঙ্কর এর শঙ্কর
কালজয়ী ম্যাক্সিম গোরকি থেকে ম্যাক্সিম
তাই ওনার নাম অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম । এই যে লিংক এ ক্লিক করুন :D)
প্রিয় ভাই এবং বোনেরা , আমারে একটু বিষ দেন , খাইয়া পড়ানটা জুড়াই ^:^
ফান পোস্ট :p
১৩টি মন্তব্য
মা মাটি দেশ
(y) সোনেলায় বিষ স্টকে থাকে থাকে শুধু ভালবাসা (3 -{@ ।বিষ খেতে হবে না \|/ \|/ \|/ \|/ এভাবে কিছুক্ষন ব্যায়াম করুন মনে শান্তি আসবে।ধন্যবাদ ভাল লাগল মজা করে।
লীলাবতী
🙂 -{@
নীলকন্ঠ জয়
প্রোফাইলটা তাহলে আরো আকর্ষণীয় করে তুলতে হবে দেখছি। :p দারুণ উদ্যোগ। (y)
লীলাবতী
জি , করে ফেলুন -{@
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
😀 😀 কেউ যদি অভিমান করে বিষ খেয়ে থাকেন তাহলে অনুশঙ্কর কোন ভাবে দায়ী নয়। প্রয়োজনে :T খাওয়াতে পারি।
খসড়া
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম সেলুট আপনাকে 🙂 বিষ খাব কেন? বিষ খেলেতো আপনাদের আর পাব না। শুনছি দোজখ বেহেস্ত কোথাও ইন্টারনেট কানেকশান ই নাই ব্লগতো দুরের কথা।:(
ছাইরাছ হেলাল
আহারে ‘ বিষ ‘ তো বিষ নয় এ যেন মিষ্টি মধু ,
তা এতই যখন শখ নিজ দায়িত্বে সংগ্রহ পূর্বক একটু চেখে দেখুন ।
অহঙ্কার দোষের আকর ।
নীলাঞ্জনা নীলা
গ্রেট আইডিয়া । প্রফাইল ঠিক ভাবে লিখতে হয় এখন ।
বিষ এখা খাবেন না প্লিজ , আমিও :p
শুন্য শুন্যালয়
পরান জুরানোর বিষ কই পাওয়া যায়? টেস্ট কেমন জানাইয়েন লীলাবতী দি…আর এমনে কইরা প্রোফাইল এ হামলা করবেন আগে জানাইবেন তো…ড্রেস আপ মেকআপ করতাম …
জিসান শা ইকরাম
আমারেও একটু বিষ দেন , খাইয়া পড়ানটা জুড়াই 🙂
দারুন পর্যবেক্ষণ 🙂 (y)
এটেনশন হইলাম 🙂
তন্দ্রা
আমি আর কি চাই, তানারে একটু ভালবাসুন জেনেো সুস্থ সমেত ভালো থাকে, তাহলে এরকম একজন পর্যবেক্ষক ও বিশ্লেষক পাওয়ন যাবে ক্ষণ।
হুম, থাকুন দেখা হব্ সোনেলা পর্দায় সকলে হাজির!
ওরে, ওটা আবার কে?
হতভাগ্য কবি
জানলাম, ভালো লাগ্লো চ্রম -{@ -{@
জি.মাওলা
ha ha ………..