বৌলতলি করপাড়া

আঞ্জলি বিশ্বাস ১১ জুন ২০২৫, বুধবার, ০৬:৫১:৩৮অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

বৌলতলি করপাড়া
(একটি গ্রামের গল্প)

বৌলতলি করপাড়া, শান্ত মাটির টান,
সবুজে মোড়া পথঘাট, আকাশ নীল খামান।
ধানখেতের ঢেউ খেলে, কিশোর হাসে খুশি,
নদীর ধারে বাঁশবন, মনের মাঝে দিশি।

পাখির গান ভোরে ওঠে, কাক ডাকে সেই তালে,
কান্না-হাসির গল্প বয়ে চলে খালের জলে।
গ্রামের মাঝে প্রাচীন বট, ছায়া দেয় বিস্তারে,
স্মৃতির মতো বসে থাকে, শত গল্পের পারে।

মাঠে নামে কৃষকের দল, সূর্য যখন ওঠে,
ঘামে-ভেজা হাতে তাদের, সোনার ধান ফোটে।
মেলার দিনে ঢোল বাজে, নাচে সবাই মিলে,
বৌলতলির প্রাণ জাগে, গ্রামীণ সেই তিলে।

মসজিদ মন্দির কাঁধে কাঁধে, মিলনের এক ছবি,
ভালোবাসা গড়ে তোলে এই গাঁয়ের রবি।
শুধু একটা গ্রাম নয়, আত্মার এক ঠাঁই,
করপাড়ার নাম শুনলে মন যে কাঁদে তাই।

২৩০জন ৬০জন

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ