সবুজে ঢাকা সুজলা-সুফলা শস্য-শ্যামলা গ্রাম, মরিচাধরা পূর্ণ ও অর্ধপূণ নতুনের জলছাপ ছেয়ে আছে টিনের চাল। টিনের ঘরের পাশেই বেশ বড় বৃক্ষ। পুরাতন বৃক্ষের এতোটাই বয়স যে বৃক্ষের গায়ে শেওলা পড়া দেখে সেই অনুভব করা যাচ্ছে। বৃষ্টির কারণে শেওলা যেন প্রাণ ফিরে পেয়েছ, যেন তপ্ত মরুর বুকে একাকাশ জল।
প্রসস্থ রাস্তার পাশেই লোহার স্কয়ারবার ব্ক্স দিয়ে তৈরী প্রায় পাঁচ ফুট গেইট। রাস্তা থেকে এটাই বাড়িতে প্রবেশ করার মূল ফটক। তারপর উঠোন, আর উঠোনের একপাশে সবুজ বৃক্ষ, দুর্বা ঘাস। দেখে মনে হবে এ যেন সবুজে ঘেরা নিউজিল্যান্ড আর তার একপাশেই ঘাস ফুল, গাঁধা, গোলাপ আর সূর্যমুখী ফুলের বাগান।
মরিচাধরা ঘরটির অপর প্রান্তে মানে দক্ষিনা বাতাসের প্রবেশ পথ হিসেবে এটা জানালা আর জানালা ঘেষে বেলী গাছ। প্রায় সাত থেকে আট ফুট উচ্চতায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রুদ্রের খুব প্রিয় ফুল বেলী। বেলীর গাছের ফাঁকে সূর্যের হাসি এসে প্রত্যহ রুদ্রের স্বপ্নময় নিদ্রার পরিসমাপ্তি ঘটায়। এরপর শুরু হয় জানালার গ্রীল ধরে বেলীর ভালোবাসার স্পর্শ গ্রহণ। বক্ষটা প্রসারিত হতে হতে মনে হয় ত্রিশ ইঞ্চি হয়েছে প্রায় চল্লিশ। এমন করে শ্বাস গ্রহণ করে নিশ্বাস ফেলা।
প্রতিদিনের মতো আজও স্বপ্নের সাথে খেলা করেছে রুদ্র। ঘুম ভাঙার পর থেকেই সে ভীষণ অস্থির, প্রেসারের রোগীদের মতোই তার ভাব খানা শারীরিক অবস্থা। শরতের সকাল তবুও যেন মাথার উপর সূর্যের ছাতায় গ্রীষ্মের ঘাম ঝরছে তার শরীরে। দেখে বুঝাই যাচ্ছে ভালো কোনো স্বপ্ন দেখেনি।
নাস্তার টেবিলে রুদ্রের দেরি দেখে রুদ্রের মা ঘরে এসে হাজির। দেখে রুদ্রের পুরো শরীর বেয়ে জল পড়ছে মনে হয় কেউ একজন বালতি বোঝাই জল ঢেলেছে তার গায়ে। মা যে ঘরে প্রবেশ করেছে সেটা সে বলতেই পারছে না। বিচলিত মা তার সন্তানের স্পর্শ নিলেন।
কিরে বাবা, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? আর গোসল করার মতো শরীরের ঘাম বের হচ্ছে কেন তোর? খুব বেশি শরীর খারাপ মনে হচ্ছে তোর। চল, ডাক্তারের কাছে যাই। রুদ্র মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা আমি আজ খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি।
কি এমন স্বপ্ন দেখেছিস বাবা, স্বপ্ন কি আর সত্যি হয়? বোকা ছেলে আমার। তা কি এমন স্বপ্ন দেখেছিস বাবা? মা, স্বপ্নটা বলতেও খুব কষ্ট হচ্ছে আমার। আমাকে এক গ্লাস পানি দিবে ? ক্ষমা করো তোমাকে এমন অনুরোধ করার জন্য। পানি ভর্তি গ্লাস হাতে নিতেই যেন শূন্য হয়ে গেলো পুরো গ্লাস। বাবা এবার বল, তারপর চল নাস্তা করবি।
মা, স্বপ্নে দেখি, আমি বেলী ফুল গাছ থেকে একটা ফুল ছিড়ে নিচ্ছি আর তখন বেলী গাছ আমাকে বলছে, “রুদ্র আমি তোমাকে এতো ভালোবাসি আর তুমি কি না ? তুমিই বলো তোমাকে কি না দেই, সকালে সতেজ ভালোবাসার স্পর্শ, যে ঘ্রাণে তোমার হৃদয় ভরে যায়, আমার ছায়া যা তোমার প্রাত নিন্দ্রা সুখময় হয়। এ সবই তো প্রত্যেক মা তার সন্তানকে মাটির ঘ্রাণের মতো মাতৃত্বের ঘ্রাণে মায়ের ভালোবাসা দিয়ে থাকে। আমিও তো ঠিক তেমনি তোমাকে দিই।
প্রতিটি বৃক্ষই তো মায়ের মতো, নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যায় তার সন্তানকে। শত আঘাতেও সন্তানের খারাপ চায় না মা। তবুও বলো প্রত্যেক সন্তান কেমন করে তার মায়ের বুক চিরে মাতৃত্ব ছিড়ে ফেলে সামান্য স্বার্থে। সেই ফুলটি হয়তো তার প্রেয়সীকেই সে দিবে তবে কেন প্রেয়সীকে মায়ের মাতৃত্বে স্থান দিতে পারে না। প্রত্যেকটি ফুল প্রতিটি মায়ের মাতৃত্বের ঘ্রাণ।
স্বপ্নের কথা বলেই যেন রুদ্র তার মায়ের কোলে ঢলে পড়লো, দু’ঠোঁটের বাঁধ ভেঙে কয়েকটি শব্দ উচ্চারিত হচ্ছে “মা আমি কোনো দিন তোমায় ছেড়ে যাবো না, এমন প্রেয়সীর কোনো প্রয়োজন নেই, যে প্রেয়সীর জন্য মাতৃত্বের বন্ধন ছিড়ে ফেলতে হয়।” মা, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যেও না। যতিদিন বেঁচে থাকবো মা, কোনোদিন তোমার অযত্ন অবেহলা দিবো না। ফুলের মতোই মতোয় নিঃস্বার্থ ভালোবেসে যাবো।
৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সব পড়ে আবার আসব রুদ্র ভাই
বন্যা লিপি
আমরা আসলেই বড় অকৃতজ্ঞ। আমাদের নিঃশ্বাসের প্রয়োজন ভুলে গিয়ে শত শত “বেলী” নিত্য নিধন করে যাচ্ছি।লেখা ভালো লাগলো। শুভ কামনা।
আরজু মুক্তা
দার্শনিকের মতো লিখলেন। তবে, মায়ের ভালোবাসা আর প্রেয়সীর ভালোবাসা কি এক?
নিতাই বাবু
সত্যি তা-ই! তবু্ও আমারা তা মানছি না। প্রতিনিয়ত পৃথিবীর সৌন্দর্য নষ্ট করে চলছি। ফুলের শোভা ফুলগাছে। কিন্তু আমারা ছিড়ে খোঁপায় গুঁজে রাখি। প্রিয়জনকে উপহার দেই। দেবমন্দিরে বিগ্রহের সামনে দেই। কিন্তু জানিনা এর মর্মকথা।
জানা হলো আপনার সুলেখিত লেখনী পড়ে। ধন্যবাদ জানবেন।
সাবিনা ইয়াসমিন
অনেকবার পঠিত লাইনটা মনে পড়ে গেলো,,
” বণ্যেরা বনে সুন্দর শিশু সুন্দর মাতৃকোলে ” ফুলের সৌরভ আর সৌন্দর্যের পূর্ণ প্রকাশ গাছেই হয়। ফুল ছিঁড়ে নিলে গাছ হারায় সৌন্দর্য, আর ফুল হারায় নিজস্ব সজীবতা। তেমনি, যেকোনো সন্তানকে মায়ের কাছ থেকে বা আপনজন থেকে আলাদা করতে হয়না। এতে সেও ঐ ফুলের মতো স্বকীয়তা হারায়। পরিবার হারিয়ে ফেলে মৌলিকতা।
শিক্ষণীয় গল্প। ভালো লাগলো পড়ে। বেলী আমার খুব প্রিয় ফুল 🙂
শুভ কামনা 🌹🌹
রেজওয়ান
মা ও প্রেয়সীর ভালবাসা কখনোই এক না, এক হওয়া উচিৎও না। তবে সম্পর্কটা এমন হওয়া উচিৎ যেনো প্রেয়সীকে দেখলে মায়ের কথা মনে হয় আবার মায়ের আদরে প্রেয়সীর ভালবাসার মুখখানি ফুটে উঠে😇✌
মনির হোসেন মমি
আসলে তাই আমরা বড় নিষ্ঠুর।সামান্য আনন্দের জন্য কত কিছুই না করি। আর মায়ের মত আপণ আর নাই তাই মাকে ভালবাসুন পরম মমতায়। চমৎকার শিক্ষনীয় গল্প।