বেলা অবেলার শীতার্ত আলিঙ্গন

তৌহিদুল ইসলাম ২৪ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৮:৪৩:২২অপরাহ্ন কবিতা ৩৯ মন্তব্য

শীতার্ত ভোরের কুয়াশাচ্ছন্ন আচ্ছাদনের এপাশ-ওপাশে
ধুম্রজালিকায় মোহাচ্ছন্ন নিগূঢ় মূর্ছনায়,
বিরস বদনে জুবুথুবু বসে থাকা বিরহী কাক
আর এলোকেশী নাগরী আজ উভয়েই হয়েছে উন্মাতাল।

উদ্বেলিত শঙ্খমালা শক্তপোক্ত জড়তার শৃঙ্খলভেঙে
কামনাদীপ্ত অনলের ধারায় প্রবাহমান নদী,
দিবারাত্রির হিমহিম ঠান্ডা বরফগলে
খরস্রোতারুপে ধরাদেয় রাগ-অনুরাগের মিলনোৎসবে।

ভাতঘুমের আলস্যে কিংবা বিকেল-সন্ধের আর্দ্রতায়
বেণুবনে লুকোচুরির আড়ালে; পায়েপায়ের ঠোকাঠুকিতে,
ঈষদুষ্ণ তাপানূকুলতায় বিরহী সে কাক
অগ্নুৎপাতের অনলে ফাঁদপাতে কুহকের ধূম্রজাল।

একরাশ লজ্জাবতী ওমের গারোগহীনে
জড়জঠরস্থ নিউরনের অনুরণিত দ্বীপশিখারা,
প্রোজ্জ্বলিত ভালোবাসার নির্লিপ্ত জঠরে
বিভাজিত হয়ে খেলাকরে সহস্রবর্ষের ঐকান্তিকতায়।

বিরহাতুর হিসেবনিকেশের টালিখাতার পাঠ চুকিয়ে
ওষ্ঠাগত দু’জনায় মত্ত আঁচলপাতা পিড়িতে,
বেলা-অবেলার আলিঙ্গনে মাথাগুঁজে ঠাঁই খোঁজে
পাহাড়ি অববাহিকার উঁচুনীচু বালিয়াড়ির খাঁজে।

৬৭৪জন ৪৫৫জন

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ