জলের সদম্ভ হুংকার
নির্জন প্রান্তে সমুদ্র আর আমি ছাড়া
কেউ নেই আয়ত চক্ষুসীমায়
দিগন্ত-আকাশ প্রাচীর
শূন্যতার শিহরণ যখন
বিষাক্ত বর্শার তীক্ষ্ণ ফোঁড়
মৃত্যুহিম-নিস্তব্ধ
হঠাৎ হৃৎপিণ্ডে
স্পন্দন হয়ে উঁকি দিলে তুমি
শেষটায় বেঁচে-বর্তে জানলাম
একাকিত্বের মাঝেও একজন থাকে
বেদনাক্ত নীল-প্রখর
৮টি মন্তব্য
খসড়া
ভাল লাগল।
সাদিক মোহাম্মদ
অনেক ধন্যবাদ @ খসড়া
স্বপ্ন
ভালো লেগেছে খুব।
সাদিক মোহাম্মদ
শুকরিয়া @ স্বপ্ন…
মানিক পাগলা
ধমনী শিরায় তোমার বিচরন, হে কবি –
রক্তের পথে বেজে ওঠে যেথায়
অন্ধকারের করুন আর্তনাদ… …
সাদিক মোহাম্মদ
-{@ @ মানিক পাগলা
শুন্য শুন্যালয়
একাকিত্বের মাঝেও একজন থাকে
বেদনাক্ত নীল-প্রখর …
তবুও তো কেউ থাকে ।।
খুব সুন্দর। -{@
সাদিক মোহাম্মদ
হুম… -{@ 🙂 @ শুন্য শুন্যালয়