খুব ভালোবাসি তোমায়। তুমি যখন ঘুমিয়ে পড়েছিলে। ভেবেছিলাম আর জাগ্রত হবে কি তুমি। তোমার উঠোনে উঁকি দিতে না পেরে কলমে অলসতা ভর করলো। শব্দ গুলো যেন হারিয়ে যাচ্ছিল। ছন্দের দোলায় ভাটা পড়ে। বর্ণের কলতান শোনা যেত না। জোয়ার এর অপেক্ষায় কেটে যায় বেলা।
আবার তুমি জেগে উঠলে। ভাটার টান এখনো ফুরায় না যে। জোয়ার আসুক তোমার পাতায়। তোমার উঠোনে যেন বর্ষায় বান ডাকে। নদীর দুকুলের মতো উছলিয়ে ভরে উঠুক উঠান। বসন্তের মতো ছড়িয়ে পড়ুক রং বেরঙের গল্প কবিতা। আর যেন বৈশাখের খরতাপে না পোড়ায় তোমার উঠোন। ভালো থেকো সোনেলা। ভালো থাকুক সোনেলা পরিবার। আসুন সবাই মিলে আবার সোনেলার পাতা সজীব করে তুলি। সবাই কে শুভেচ্ছা। সাথে আমার বারান্দার টবে ফোঁটা বেলী ফুলের শুভাশিস।
১৫টি মন্তব্য
নার্গিস রশিদ
আমিও তাই চাই । লেখার ফুল ফুটুক আবার ।
হালিমা আক্তার
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। সবাই একটু সময় দিলে মনে হয় সম্ভব। শুভ রাত্রি।
নাজমুল আহসান
আহা! আপনার মতো পাঁচজন ব্লগার যদি থাকতেন!
বন্যা লিপি
সোনেলার দরজা এখনো অনেকের কাছেই সহজ নয়। অনেকেই সহজে হয়ত সোমেলায় ইন করতেই পারছে না,,, আগের মত সহজ করা যায় কিনা একটু দেখুন @ নাজমুল আহসান
নাজমুল আহসান
আগের মতোই তো আছে! কোথায় সমস্যা?
হালিমা আক্তার
হুম। আগে সরাসরি ঢোকা যেত। এখন ভেরিফিকেশন করে। এর ফলে অনেক সময় ঢুকতে সমস্যা হয়। ফারাজানা ঢুকতে পারছে না।
নাজমুল আহসান
আচ্ছা, ঠিক করে দিলাম।
বন্যা লিপি
@নাজমুল আহসান… অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হালিমা আক্তার
আমিও খুব সময় দিতে পারি না। সারাদিন অফিস করে সময় বের করা যায় না। এখানে লিখতে ভালো লাগে।এক সময় অনেকেই ছিলেন। তাদের পথ ধরেই পথ চলা। আশাকরি আবার সবাই ফিরবে এই আঙিনায়। শুভ রাত্রি।
বন্যা লিপি
আমরা খুব করে চাই সোনেলায় জোয়ার আসুক।
মুখরিত হোক ফের এ উঠোনের আনাচ কানাচ!
এ সোনেলা পৃষ্ঠাটা আছে বলেই আমাদের লেখা চলবে ইনশাআল্লাহ্।
হালিমা আক্তার
ইন শাহ আল্লাহ জোয়ার আসবে। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
নার্গিস রশিদ
যারা আগে এখানে লিখতেন তাদের কি খবর দেয়া যায় না কোনোভাবে । হয়ত অনেকেই জানেনা যে সোনেলা আবার ওপেন হয়েছে।
বন্যা লিপি
@নার্গিস রশিদ>
আপা, যারা জানেন,,,, তারাও যদি নিয়মিত হন! তাহলেও সোনেলা জোয়ারে ভাসবে। কিন্ত…. সবার ভেতরেই ভাটা চলছে কৃষ্ণপক্ষের গভীর টানে।
মোঃ মজিবর রহমান
সোনেলা সবার অন্তরে বাস করবে, ইনশা আল্লাহ।
কামাল উদ্দিন
আসলে আমরা পুরোনো যারা ব্লগকে ভালোবাসি তারাই শুধু এখানে আসি। নতুন করে কোন ব্লগার তৈরি হচ্ছেনা, সবই ফেজবুকার।