খুব ভালোবাসি তোমায়। তুমি যখন ঘুমিয়ে পড়েছিলে। ভেবেছিলাম আর জাগ্রত হবে কি তুমি। তোমার উঠোনে উঁকি দিতে না পেরে কলমে অলসতা ভর করলো। শব্দ গুলো যেন হারিয়ে যাচ্ছিল। ছন্দের দোলায় ভাটা পড়ে। বর্ণের কলতান শোনা যেত না। জোয়ার এর অপেক্ষায় কেটে যায় বেলা।

আবার তুমি জেগে উঠলে। ভাটার টান এখনো ফুরায় না যে। জোয়ার আসুক তোমার পাতায়। তোমার উঠোনে যেন বর্ষায় বান ডাকে। নদীর দুকুলের মতো উছলিয়ে ভরে উঠুক উঠান। বসন্তের মতো ছড়িয়ে পড়ুক রং বেরঙের গল্প কবিতা। আর যেন বৈশাখের খরতাপে না পোড়ায় তোমার উঠোন। ভালো থেকো সোনেলা। ভালো থাকুক সোনেলা পরিবার। আসুন সবাই মিলে আবার সোনেলার পাতা সজীব করে তুলি। সবাই কে শুভেচ্ছা। সাথে আমার বারান্দার টবে ফোঁটা বেলী ফুলের শুভাশিস।

 

 

৩১৪জন ১৮৩জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ