প্রচণ্ড ঝড় হচ্ছিলো … বাইরে টেকা দায়, আর আমার ঘরে…একটু আগের ঝুম বৃষ্টি বাইরে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করছিলো মনটাকে …..
বৃষ্টি …
অনেক ঝামেলায় ফেলা এই বৃষ্টি পাগল মানুষ দেখলেই বোঝা যায়…মানুশ আসলে কস্ট পেতে ভালোবাসে … 🙂
বৃষ্টি নিয়ে কিছু ছবি তুলেছিলাম… হুট করেই মনে হোল সোনেলার বন্ধুদের সাথে শেয়ার করি…
ভালো লাগবে কিনা জানিনা…
আমি গান গাই তোর গেয়ে যাওয়া সুরে …
বৃষ্টির একফোঁটা মাতাল করা ছোঁয়ায় ….
বৃষ্টি গায়ে জংলি পাতার হলি খেলা …
১৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এত সুন্দর ছবি !
আরও সুন্দর হত যদি এগুলোর নাম দিয়ে দিতেন ।
আপনি ফটোগ্রাফার ?
শুন্য শুন্যালয়
ছাইরাছ ভাইয়া,দুঃখ এর কথা কি বলি…পোষ্ট করতেই হিমশিম …ইচ্ছে ছিলো দেবার …পরে দেবার চেষ্টা করেছি …পরের গুলোতে থাকবে আশা করি…না, এটা হতে পারলে আর কি লাগতো 🙂
ছাইরাছ হেলাল
এই ত সুন্দর নাম দিয়ে দিয়েছেন দেখছি ।
শুধু ছবি তোলার ঐকান্তিক ইচ্ছা আর ছবির প্রতি ভালোবাসা ।
লীলাবতী
অনেক সুন্দর ছবি । আপনি অবশ্যই ফটোগ্রাফার । এত সুন্দর ছবি দেখে মন ভালো হয়ে যায় ।
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ লীলাবতী দি….:)
নীলকন্ঠ জয়
এত সুন্দর ফটো তোলার হাত আপনার? প্রফেশনালই মনে হচ্ছে।
অনেক ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
উহু একদম কিছুই জানিনা …এগুলো শুধু ভালো লাগাটা ক্লিক করা..অনেক ধন্যবাদ …
জিসান শা ইকরাম
ফটো তোলার সেন্সটি চমৎকার আপনার
যেটি একজন ফটোগ্রাফার বই পড়ে শিখেন , আপনি তা এমনিতেই পারছেন।
ভালো লাগবে মানে ?
এত সুন্দর ছবি ভালো না লাগার কোন কারন নেই।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ জিসান ভাই…অনেক উতসাহ পেলাম….আরোও ছবি দেবার ইচ্ছে থাকলো …
আদিব আদ্নান
‘বৃষ্টি গায়ে জংলি পাতার হলি খেলা …’
দেখে মন ভরে যায় ।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ আদিব ভাইয়া …ভালো লেগেছে দেখে ভালো লাগলো …:)
খসড়া
চমতকার ছবি, বৃষ্টি তে তো আমি ক্যামেরা বেরই করি না। 🙂
শুন্য শুন্যালয়
ধন্যবাদ …এগুলো আমার মোবাইল এ তোলা ছবি…আপনিও ছবি তোলেন বোঝা গেলো …কবে দেখবো? অপেক্ষায় রইলাম কিন্তু 🙂
নীলাঞ্জনা নীলা
সবগুলো ছবিই খুব সুন্দর । ‘ আমার ঘরকুঁনো বৃস্টিফোটা… এটি কেন যেন বেশী ভালো লাগলো। আরো ছবি চাই । -{@
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ নীলাদি…আরোও ছবি নিশ্চয়ই দেবো…ভালো থাকুন …
আফ্রি আয়েশা
চমৎকার ছবি তোলেন আপনি , ছবির নাম গুলিও দারুন দিয়েছেন 🙂
শুন্য শুন্যালয়
ধন্যবাদ আফ্রি…ভালো থাকবেন 🙂
অরুনি মায়া
তোমার ছবি গুলো অসাধারণ হয় শুন্যাপু | সেই সাথে ছোট্ট ছোট্ট রেখে যাওয়া কথামালা আরও চমৎকার (y)
শুন্য শুন্যালয়
একদম শুরুর দিকের পোস্ট। তখন ছবি দেয়া আর শিরোনাম দেয়া ভীষন কঠিন লাগতো। জিসান ভাইয়াকে অনেক যন্ত্রণা দিতাম, এখনো দেই অবশ্য।
তোমার উৎসাহ অনন্য মায়াপু। -{@