জানালার কাঁচ গুলো বৃষ্টিতে ভিজছে ,
জমে থাকা ধূলো চুয়ে চুয়ে পড়ছে নিম্নগতিতে অঝোর ধারায়।
অতীব্র, মিষ্টি আলোয় সিক্ত পূর্ণাবয়বে প্রিজমিক আলোকধারা নিঃসঙ্গ, একাকী;
পত্রবল্লব শিষে দোয়েল, চড়ুইয়ের তৃষ্ণার্ত ঠোঁটের আলিঙ্গন।
বারান্দার গ্রীলে বৃষ্টিস্নাত কুন্দলতার ঝাড়টা জড়িয়ে আছে পরম আকুলতায়;
সেখানেই শরীর বাঁচাতে কাকগুলো আসন গেঁড়ে বসেছে।
ঝরা বকুলে সোনার কাঁকন হাতছানি দেয় সঙ্গমের আহ্বানে,
নীলবধূ সেজেছে যেন নীল অপরাজিতা- বৃষ্টিকণার অলংকারে।
উত্তপ্ত সূর্য্যের গায়ে শীতল বুদবুদ গড়িয়ে পড়ছে চৌচির মর্ত্যালোকে-
নোনা ধরা স্যাঁতসেঁতে দেয়ালটা সবুজাভ-ছত্রাকে আবৃত;
পিপীলিকার দলবেঁধে নব বাসস্থানের সন্ধানে গমন।
বারান্দায় টাঙ্গানো আধ ভেজা কাপড় গুলো যেন বৃষ্টি তুলিতে আঁকা জলছাপের ক্যানভাস;
দক্ষিণের জানালায় বৃষ্টি ভেজা বাতাসের মাতাল গন্ধ-
নেশায় আবিষ্ট করছে মেঘাচ্ছন্ন জলভরা চিত্তকে।
চায়ের তপ্ত পেয়ালাতে বৃষ্টির শীতল জলরাশির অবগাহন-
বাবুইয়ের খাসা আঁতুরঘরে ঝুলছে যেন সুখের উদাসিনী সাম্পান।
২৯টি মন্তব্য
ফয়জুল মহী
চমৎকার লেখা । সুন্দর l
সুপর্ণা ফাল্গুনী
প্রথম হবার জন্য অভিনন্দন ভাইয়া। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুভ কামনা রইলো অহর্নিশি
নাসির সারওয়ার
হাতের কাছে ডিকশনারীটা পাচ্ছিনা। ওটা ছাড়া মন্তব্য করাও ঠিক হবেনা।
তরজমা করা হলেই আবার আসবো।
সুপর্ণা ফাল্গুনী
আসেন তর্জমা শেষ করেই। অপেক্ষায় রইলাম ভাইয়া। আপনার এই প্রথম মন্তব্য পেয়ে যারপরনাই খুশি। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
সাবিনা ইয়াসমিন
বৃষ্টি দুপুরের সুন্দর বর্ননা পেলাম কবিতায়। যে যার মতো করে বৃষ্টি অবগাহনে ব্যস্ত। সুন্দর কবিতা!
ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপু। আপনি ও ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা অবিরাম 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
কবিতাটা শ্রাবণের বারিধারার মতো।
স্নিগ্ধ সুন্দর শরতের গা বেয়ে নামুক প্রশান্তির জল।
দারুণ লাগলো দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। সুন্দর মন্তব্যে মুগ্ধ। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা
ছাইরাছ হেলাল
মেঘাচ্ছন্ন জল ভরা চিত্ত এই বৃষ্টিতেও যে চোখে বৃষ্টির কারুকাজ দেখতে পাচ্ছে
তাতে কিছু আর বাকি রাখেনি, এমন বৃষ্টি চোখ সব লেখায় পাওয়া যায় না, যায় ও নি।
সুপর্ণা ফাল্গুনী
আপনার এমন মন্তব্যের অপেক্ষায় থাকি বারবার। লেখায় পরিপূর্ণতা পাই আপনার এমন সুন্দর মন্তব্যে। এমন অনুপ্রেরণা দিয়ে মন্তব্য সবাই লিখতে পারেনা। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুভ সকাল
শামীম চৌধুরী
দিদিভাই,
কি যে লিখবো? তালগোল পাকিয়ে ফেললাম। কার, প্রতিটি চয়নে শব্দের যে কঠিনতার স্থান পেয়েছে সেটা বুঝার সাধ্য আমার নেই। লেখাটা পড়ছি আর ভাবছি পৃথিবীতে যত শব্দের মেলা এসেছে সবই কবি সাহিত্যিক থেকে। যেমন সাধারন শব্দ বৃষ্টি। সেটাকে উপলব্ধির মাধুরী দিয়ে কবি সাহিত্যিকরা একেক সময় একেক নামে শব্দটা পরিচয় করিয়েছেন। কেউ বলছেন বারিধারা, কেউ বর্ষা, কেউ বলছে মেঘের কান্না।
শরতের বর্ষার সাথে হুবুহু মিল রেখে লেখাটি সম্পাদনা করেছেন দেখে ভাল লাগলো। শুভ কামনা রইলে দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনার অসাধারণ অনবদ্য একটি মন্তব্য উপহার পেয়ে আনন্দিত বিমোহিত। আশীর্বাদ প্রার্থনীয়। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
ভাদ্রভেজা মন কি আর চাঁদ দেখি রোজ থাকছে বেশ ভাবনাগুলো আর্তনাদ কেননা বোবা ব্যথা হাতের মুঠোই—-চমৎকার কবি দিদ
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্যে ভালো লাগা জানিয়ে গেলাম। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
রোকসানা খন্দকার রুকু।
বাংলা ডিকশনারিটা ব্যাগে নিয়েই ঘুরতে হবে।
লোকে যাই ভাবে ভাবুক।
অসাধারণ লেখনী।
সবসময়ই ভালো লাগে।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
😍😍🤭🤭। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অফুরন্ত
সুরাইয়া নার্গিস
অসাধারন দিদি ভাই ভাই পুরাই মুগ্ধ হলাম, অনেক শব্দের সাথে পরিচিত হলাম।
আপানাদের লেখায় জানার,শেখার অনেক কিছু আছে আবারও শিখতে শুরু করেছি।
ভালো থাকবেন,শুভ কামনা রইল দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। আপনি ও ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো অহর্নিশি
রেজওয়ানা কবির
চমৎকার আপু।মনে হচ্ছে আমি নীলবধু।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক , আপনি তো নীলবধূ হয়েই আছেন শুধু বৃষ্টি ভেজা হলেই হতো সোনায় সোহাগা। খুব ভালো লাগলো আপনার মন্তব্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
সুপায়ন বড়ুয়া
জানালার কাঁচ গুলো বৃষ্টিতে ভিজছে ,
কবি মোদের দিদি ভাই তাতে রূপ খুঁজছে
তা নিয়ে তিনি তাই দৃষ্টি নন্দন লিখছে।
ভাল লাগলো। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদার অসাধারণ ছন্দের মন্তব্য মন কেড়ে নেয় ,
মনটা খুশিতে নেচে উঠে তারই ছন্দের মায়ায়।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
সুপায়ন বড়ুয়া
আপনি ও ভাল থাকবেন। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
কদিনের টানা বৃষ্টির তিক্তের অতিরিক্ত ভোগান্তিকে আপনি এতো সুন্দর অনুভবেে রুপ দিয়েছেন। দিদি ভাই যা-ই বলি কম হবে।
আপনার কলমকে কুর্ণিশ জানাই।
শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। 🙂🙂 ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফুরন্ত।
আরজু মুক্তা
খুব ভালো লাগলো
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
মোঃ মজিবর রহমান
বৃষ্টি স্নান দুপুর বর্ননায় মুগ্ধ কবি আপু
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম