বৃষ্টি নূপুর

সুপর্ণা ফাল্গুনী ২২ আগস্ট ২০২০, শনিবার, ১২:০০:০৭পূর্বাহ্ন কবিতা ২৯ মন্তব্য

জানালার কাঁচ গুলো বৃষ্টিতে ভিজছে ,

জমে থাকা ধূলো চুয়ে চুয়ে পড়ছে নিম্নগতিতে অঝোর ধারায়। 

অতীব্র, মিষ্টি আলোয় সিক্ত পূর্ণাবয়বে প্রিজমিক আলোকধারা নিঃসঙ্গ, একাকী;

পত্রবল্লব শিষে দোয়েল, চড়ুইয়ের তৃষ্ণার্ত ঠোঁটের আলিঙ্গন।

বারান্দার গ্রীলে বৃষ্টিস্নাত কুন্দলতার ঝাড়টা জড়িয়ে আছে  পরম আকুলতায়;

সেখানেই শরীর বাঁচাতে কাকগুলো আসন গেঁড়ে বসেছে।

ঝরা বকুলে সোনার কাঁকন হাতছানি দেয় সঙ্গমের আহ্বানে,

নীলবধূ সেজেছে যেন নীল অপরাজিতা- বৃষ্টিকণার অলংকারে।

 

উত্তপ্ত সূর্য্যের গায়ে শীতল বুদবুদ গড়িয়ে পড়ছে চৌচির মর্ত্যালোকে-

নোনা ধরা স্যাঁতসেঁতে দেয়ালটা সবুজাভ-ছত্রাকে আবৃত;

পিপীলিকার দলবেঁধে নব বাসস্থানের সন্ধানে গমন।

বারান্দায় টাঙ্গানো আধ ভেজা কাপড় গুলো যেন বৃষ্টি তুলিতে আঁকা জলছাপের ক্যানভাস; 

দক্ষিণের জানালায় বৃষ্টি ভেজা বাতাসের মাতাল গন্ধ-

নেশায় আবিষ্ট করছে মেঘাচ্ছন্ন জলভরা চিত্তকে।

চায়ের তপ্ত পেয়ালাতে বৃষ্টির শীতল জলরাশির অবগাহন-

বাবুইয়ের খাসা আঁতুরঘরে ঝুলছে যেন সুখের উদাসিনী সাম্পান।

২৬৫৩জন ২৩৭৭জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ