বৃষ্টি তুমি
পালতোলা জাহাজে চড়ে বস —–
দূরে পালিয়ে যেও অনেকদূরে –সংসার ,মারপিট, সম্পত্তি, ঈর্ষা ,মেয়েদের গহনা,
শাড়ি, কুঠুরির মায়া থেকে অনেক দূরে——
অঝোরে ঝরে পড়ো
শুধু বিরহী প্রেমিকাতে—-
বর্ষার নির্জন কবিতা মঞ্চের কাল্পনিক কানে ভেসে থাকা আবৃত্তিতে
বৃষ্টি তুমি!
ঝরে পড়ো
কম্পমান লুকিয়ে থাকা ঠোঁটের লাল আভাতে
ভীতু শরীরের খাঁজে খাঁজে আতর লেপে স্নান
করিয়ে দিও–
বৃষ্টি তুমি!
গাছে———– সবুজ আদর দিও
সাদা রোমান্স গুলো নাক ডেকে পা মেলে টাধার
ঘুমোচ্ছে —ছড়িয়ে থাকা কাজকর্ম চুপচাপ গুটানো কেন্নো–
বৃষ্টি তুমি সিক্ত আঁধারে দরজা বন্ধ করা দম্পত্তির খুনসুঁটি
একলা প্রেমিকের অসহ্য মৈথুনে অস্থির মেঘলা দুপুর
চারিদিকে পান সিগারেট খাওয়া শান্তির তিক্ততা—
“ অবৈধ” ভাঙা চেয়ারের শক্ত শাল কাঠ
নূপূরের ছলনায়
আছড়ানো ধোপার ঘাট—?
বৃষ্টি তুমি !
===========
অরুণিমা মন্ডল দাস
২৫ জুলাই ২০১৭
কলকাতা, ভারত।
৫টি মন্তব্য
ইঞ্জা
কথামালায় মুগ্ধ হলাম।
জিসান শা ইকরাম
কবিতাটি অদ্ভুত সুন্দর,
অনেকদিন পরে লিখলেন।
মৌনতা রিতু
ভাল লাগা রইলো।
নীলাঞ্জনা নীলা
দারুণ লিখেছেন। (y)
মোঃ মজিবর রহমান
বৃষ্টির টান মন ঊদাস
বৃষ্টির টান প্রেম উড়লুস
সব আবদার বুঝি বৃষ্টির রস।
ভাল লাগা রইল ।