— কতদিন বলেছি মাঝ রাতে এভাবে ঝড় তুফানের স্রোতে জানালা ধরে ডাকবেনা ।। আমার অস্থিরতায় বিছানায় এপাশ ওপাশ আর তোমার মুচকি হাসি , এ তোমার পুরনো খেলা আমি জানি।।
— আজ আমার যাওয়া হবেনা কিছুতেই, যতই করো মেঘের হুংকার।। বলতে বলতে সত্য পুরুষের হাত আলগোছে সরিয়ে দিয়েছি কখন নিজেরই অজান্তে।।
—বৃষ্টি নামিয়ে দিয়েছ চোখে জানি, এটাও তোমার পুরনো খেলা।। অভিমানী তোমার এই বৃষ্টি আমার সহ্য হয়না কিছুতেই ভালো করেই জানো তুমি।। বারবার জেনেও খেলায় মাতি তোমার।। ভেঙ্গে চুড়ে ফেলতে চাই, আবার নতুন করে গড়বো বলে।।
—আমার হেলাফেলায় আধঘুমানো শরির এগিয়ে যায় দরজার দিকে।।
—সত্য পুরুষের প্রশ্ন , কোথায় যাও তুমি? উত্তর টা জানা ছিলোনা, উত্তর দেবার দরকারও ছিলোনা, তবে প্রশ্ন টার খুব দরকার ছিলো।। কোথায় যাই আমি ??????
—মাথার ভেতর প্রশ্নটার বারবার পাহাড়ের প্রতিধ্বনি ।। কখন দরজা খুলেছি জানিনা।। সিঁড়ি পেরিয়ে এসেছি কখন এই ঝুম বৃষ্টির ছাদে জানিনা।।
—এক একটা বৃস্টির ফোঁটায় নিজেকে ভিজিয়ে নিই, উত্তর পেয়েছি আমি।। চিৎকার করে বলছি ,আমি এসেছি তার কাছে।। আমার বৃষ্টি , আমার যাচ্ছেতাই ঝুমবৃষ্টি ।। সমস্ত সমর্পণে তার খেলায় মাতি।। ভেঙ্গে চুড়ে যাই আবার নতুন করে গড়বো বলে।।
২৭টি মন্তব্য
আদিব আদ্নান
কিছু ডাক , তা মাঝ রাতের বা ঝড় ঝঞ্ঝার অপেক্ষা রাখে না ।
আমাদের ও সাড়া দিতেই ইচ্ছে করে অসম্ভব হলেও ।
এই সকালে সুন্দর লেখা পড়লাম ।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ আদনান ভাইয়া…শুভ সকাল 🙂
খসড়া
আময় ডাকল কে ভিতর পানে
ওরা যে ডাকতে জানে।
শুন্য শুন্যালয়
হুম এমন করে ডাকে …ওরা যে ডাকতে জানে…
এই মেঘ এই রোদ্দুর
সুন্দর লাগল
শুন্য শুন্যালয়
ধন্যবাদ আপু…
জিসান শা ইকরাম
লেখাটির মাঝে কি যেন আছে
কয়েকবার পড়েও বুঝতে পারিনি ভালো ভাবে ।
সত্য পুরুষ কি ?
মানিক পাগলা
আমার মনে হয় সত্য পুরুষ হচ্ছে সেই, যাকে এক জন নারী নিজের মত করে কল্পনা করে। যার অনুভুতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে সমগ্র চেতনায়। জিসান শা ইকরাম ভাই
।
শুন্য শুন্যালয়
আমি কি মিসটেক করে ফেললাম??? 😛
নাকি ঠিক আছে …
শুন্য শুন্যালয়
কল্পনার মানুষ এক একজনের কাছে এক একরকম… কেউ কেউ এটাই সত্য বলে মানে আর কারো কাছে এটা কল্পনার মতোই মিথ্যা…আমি আর সকলের কাছে যে সত্য সেই সংসারের মানুষ ( হাজবেন্ড ) টাকে বোঝাতে চেয়েছি …মন্তব্যের জন্য ধন্যবাদ মানিক পাগলা ভাই…
শুন্য শুন্যালয়
হাজব্যান্ড নামক এক ব্যাক্তি কে বোঝাতে চেয়েছি, বোঝাতে পারিনি :p
জিসান শা ইকরাম
বুঝলাম , বেশ ভালো লিখেন আপনি ।
শুভ কামনা ।
শুন্য শুন্যালয়
🙂 তাই?
আফ্রি আয়েশা
চমৎকার লেখা , পড়ে মুগ্ধ হয়ে গেলাম । খুব খুব ভালো লেগেছে 🙂
শুন্য শুন্যালয়
আপুনি, হারিয়েই গেলে 🙁
নীলাঞ্জনা নীলা
ভেঙ্গে যেতে হয়, এ অন্যায় নয়। বৃষ্টি কিংবা আকাশ আমাদের।
চারদেয়াল নিরাপত্তার, কিন্তু স্বস্তিহীনতার জন্যে নয়।
আপু আবেগের নদীটা কেমন জানি স্রোতহীন হয়ে গেলো লেখাটি পড়ে। ভাসাও আবার তোমার ভাবনার অক্ষরে। -{@
শুন্য শুন্যালয়
লেখাটি কাঁচা হাতের হলেও আমার পছন্দের। 🙂
তুমি আজ আমার পুরনো লেখায় দেখে ভালো লাগছে আপু। থাংকু 🙂 -{@
নীলাঞ্জনা নীলা
আমি পড়ি, কিন্তু মন্তব্য করা হয়ে ওঠেনা। পড়ার পর ভাবতেই থাকি কি লিখবো, কিন্তু খুঁজে পাইনা কথা।
ভালোবাসি অনেক আপু। আর স্যরি আবারও। -{@ (3
শুন্য শুন্যালয়
এই আপু স্যরি কেন? বন্ধুত্বে নো স্যরি, নো থ্যাংক ইউ। 🙂 (3
নীলাঞ্জনা নীলা
না কষ্ট হচ্ছিলো তোমাকে কষ্ট দিয়ে কথা বলেছিলাম তো। আজকাল আমি একেবারে পঁচা হয়ে গেছি। 🙁
শুন্য শুন্যালয়
তুমি পঁচা এতো আমি জানিই পঁচাপু। আমার কষ্ট ক্ষনিকের।
তোমার মন খারাপ? নতুন লেখা দাও।
নীলাঞ্জনা নীলা
কিছুদিন শুধু পড়বো, লেখায় বিরতি। শিখতে হবে লেখা কিভাবে লেখা যায়।
নাগো আপু মন খারাপ না। আমার মন খারাপ ভোরের শিশিরের মতো।
ভালো থেকো -{@ (3
শুন্য শুন্যালয়
লেখা কিভাবে লিখতে হয়, তুমি শিখবে? 🙂 বেশ তো যা জেনেছ সব ভুলে যাও। পারবে ?
কি হয়েছে তোমার? লেখার উপর অভিমান কেন?
নীলাঞ্জনা নীলা
কিচ্ছু না আপু। ধুত্তোর আমার অভিমান নেই। আজ পর্যন্ত কেউ বলেনি আমার অভিমান আছে। আরে যে হারে চ্যাঁচাই, রাগ দেখাই। অভিমান আসবে কোত্থেকে?
অরুনি মায়া
সত্য পুরুষরা দিতে পারে অনেক কিছু ,কিন্তু কেড়ে নেয় জীবনের প্রশান্তি |
তাই বুঝি বৃষ্টি পুরুষের কাছে ছুটে যাওয়া?
দেখ আবার শীতল আদরে সর্দি কাশি না বেধে যায় |
শুন্য শুন্যালয়
বৃষ্টি-পুরুষ এটা কিন্তু বেশ বলেছ। তা আদরের সর্দি-কাশি একটু বাঁধাই ভালো, রেশ থাকবে বেশি। 🙂
তুমি এতো পুরনো লেখায় এসেছ? দেখেছ কি পঁচা লিখতাম? এখনো একই।
ভালো থাইক্কো।
অরুনি মায়া
আরেনা কত সুন্দর লেখা | আমি তোমাদের সব লেখাই পড়ব ধীরে ধীরে 🙂
শুন্য শুন্যালয়
পড়ো সময় পেলে আপু। পঁচা বললেও প্রথম দিককার কিছু লেখার প্রতি আমার তীব্র ভালোবাসা। আমার মনেহয় আমি চাইলেও আর এগুলোর মত করে কখনো লিখতে পারবোনা। তার মধ্যে এটা একটি। “একা পাখি”, “পৃথিবী”, “একটি কলির ফুল হয়ে ওঠার গল্প”, “চরিত্র”, সময় পেলে এগুলো পড়ো আপু। ভালো লাগবে আমার। (3 -{@