বৃষ্টির বরণ (৭)

ছাইরাছ হেলাল ৩০ জুন ২০১৯, রবিবার, ০৭:৫৫:৪৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

ছাঁট-লাগা বৃষ্টি এড়াতে/গা-বাঁচাতে
হঠাৎ স্মরণে আসা পড়শি-বাড়ী খুঁজি,
নিপুণ-নিঝুম ভেতর-ঘর না হলেও
এক চিলতে বারান্দায় হন্যে হই;
মনের অজান্তে স্মৃতির বিস্মৃতিতে।

এখন আবার ঝেঁপে আসা বৃষ্টির রিমঝিম
রিমঝিম নিবিড় গুঞ্জনে সুপ্রিতীময় নামতা,
বেজে ওঠে না, দূর-দেশে দূর-বনে হারিয়ে যাওয়া
বৃষ্টি-মৌগন্ধা কোন স্মৃতি ফুলে ওঠে না।

টিপ টিপ বৃষ্টির মিটমিটে হাতছানি
ঝাপসা-আধারের রূপকথা নিয়ে আচমকা
পেছন থেকে চোখ চেপে ধরে বলে না
বলতো কে?

বাদল-ভূত শর্টকাট রাস্তা দেখিয়ে
আধারের পাশে টেনে নিতে চায়,
হাত বাড়িয়ে ডেকে যায় অবিরাম
কী না কী কাজ আছে নাকি তার সাথে!!

ধেয়ে আসা বৃষ্টির এ সময়টুকুতে
মেছো-ভূতের হাতের ভাঁজা ইলিশ নয়
একটুখানি সরষে-মুড়ি পেলে ঠাণ্ডার ধাতটুকু
এড়ানো যেত, বৃষ্টি বরণের এই জলার-জংলায়
বট-পাকুড়ের কোলে।

১জন ১জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ