ছাঁট-লাগা বৃষ্টি এড়াতে/গা-বাঁচাতে
হঠাৎ স্মরণে আসা পড়শি-বাড়ী খুঁজি,
নিপুণ-নিঝুম ভেতর-ঘর না হলেও
এক চিলতে বারান্দায় হন্যে হই;
মনের অজান্তে স্মৃতির বিস্মৃতিতে।
এখন আবার ঝেঁপে আসা বৃষ্টির রিমঝিম
রিমঝিম নিবিড় গুঞ্জনে সুপ্রিতীময় নামতা,
বেজে ওঠে না, দূর-দেশে দূর-বনে হারিয়ে যাওয়া
বৃষ্টি-মৌগন্ধা কোন স্মৃতি ফুলে ওঠে না।
টিপ টিপ বৃষ্টির মিটমিটে হাতছানি
ঝাপসা-আধারের রূপকথা নিয়ে আচমকা
পেছন থেকে চোখ চেপে ধরে বলে না
বলতো কে?
বাদল-ভূত শর্টকাট রাস্তা দেখিয়ে
আধারের পাশে টেনে নিতে চায়,
হাত বাড়িয়ে ডেকে যায় অবিরাম
কী না কী কাজ আছে নাকি তার সাথে!!
ধেয়ে আসা বৃষ্টির এ সময়টুকুতে
মেছো-ভূতের হাতের ভাঁজা ইলিশ নয়
একটুখানি সরষে-মুড়ি পেলে ঠাণ্ডার ধাতটুকু
এড়ানো যেত, বৃষ্টি বরণের এই জলার-জংলায়
বট-পাকুড়ের কোলে।
২৮টি মন্তব্য
মাসুদ চয়ন
বৃষ্টি হলে ভালো লাগে।হৃদয়ের অন্তঃপটে স্নিগ্ধ শিহরণ ফুঁটে ওঠে।খুব সুন্দর কাব্য বোধ।ভালো লেগেছে আমার।
ছাইরাছ হেলাল
বৃষ্টি আমার খুব প্রিয় একটি বিষয়,
তাই বৃষ্টির কাছেই ফিরে যাই বারে বারে।
প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ।
মাসুদ চয়ন
ভালোবাসা
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
শিরিন হক
বৃষ্টি মানেই কবিতা
বৃষ্টি মানেই কাব্য।
রংতুলিতে যখন তখন মানের ক্যানভাসে আঁকবো। বৃষ্টি মানে উদাস দুপুর
মায়ের কাছ ইলিশ খিচুড়ি বায়না।
বৃষ্টি মানেই হাতটি ধরে তোর,ভিজবো চল যাই না।
ছাইরাছ হেলাল
বৃষ্টি দেখছি আপনার কাছেও অনেক বায়না নিয়ে হাজির।
কাব্য কী না জানি না, তবে আসলেই অনেক কিছু, পাওয়া না-পাওয়া।
প্রদীপ চক্রবর্তী
দারুণ কাব্যকথন।
বেশ ভালো লাগলো।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
তৌহিদ
বৃষ্টি বিলাসী মন আনচান করছে বড্ড বুঝতেই পারছি। লেখকের সকল ইচ্ছে পূরণ হোক। দেশের মতন এত সুন্দর বৃষ্টি আর কোথাও আমি দেখিনি। উপভোগ করুন নিজের মতন করে।
আর হ্যা, মুড়ি লাগলে বইলেন পাঠিয়ে দেব। মেশিনে বানানো নয়, বাসায় বানানো।☺☺
ছাইরাছ হেলাল
মুড়ি দেখছি আপনার হাতের নাগালেই,
ভাগ্যবান বোধকরি একেই বলে, জানানোর জন্য ধন্যবাদ।
পছন্দের ঋতু বলেই একটি টান অনুভব করি।
তৌহিদ
বর্ষা আমারও প্রিয় ঋতু ভাই।
ছাইরাছ হেলাল
জেনে আনন্দিত হলাম।
আরজু মুক্তা
প্রথম আলোতে এমন একটা ফিচার পড়লাম।
তবে বৃষ্টিতে বাদাম খেতেও মজা লাগে।
ছাইরাছ হেলাল
হ্যা, মাসুদ খানের (আমার প্রিয় কবি) লেখা পড়তে পড়তেই
এটি লিখে ফেলেছি।
আচ্ছা, বাদামের কথা জানা হলো এবার।
জিসান শা ইকরাম
বাদল- ভূত এসেছে নাকি কোথাও? তার ডাকে ফিরেও তাকান যাবেনা।
সরষে-মুড়ি বৃষ্টিতেই মানায়।
ছাইরাছ হেলাল
ভূতেরা তো জানান দিয়ে এসে না, হুটহাট এসে পড়ে।
বৃষ্টি আর সরষে-মুড়ি দুজনে দুজনার।
শাহরিন
বৃষ্টি আসলে কিন্তু দেয়ালের পাশে দাঁড়ানো যাবে না!!!
আর মেয়ে হলে পড়শী বাসায়ও দাড়ানো নিষেধ!!
ছাইরাছ হেলাল
বাপ্রে!!
তবে দু’জায়গায় দু’জনের জন্য স্বর্গ/নরক প্রাপ্তি নিশ্চিত।
যে যেটা পায়/নেয়!!
শামীম চৌধুরী
বর্ষায় কবিতাটি যায়। খুব ভালো লাগলো হেলাল ভাই।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ,
বর্ষা আমার পছন্দের ঋতু।
শামীম চৌধুরী
আমারও হেলাল ভাই।
ছাইরাছ হেলাল
জেনে আনন্দিত হলাম।
হাফেজ আহমেদ রাশেদ
আহ্ বৃষ্টি নিয়ে বৃষ্টির আমেজের মতো ভালো লাগা একটি লেখা
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
স্মৃতির বিস্মৃতিতে হারিয়ে স্মৃতির মৌগন্ধা ফুল খুঁজে না পাওয়ার অর্থ হলো, বৃষ্টি ভিজিয়ে ছিলো। কিন্তু বৃষ্টিতে কখনোই ভেঁজা হয়নি। এই অবস্থায় সরষে-মুড়িটাই বেস্ট অপশন। মনের দুঃক্ষে যদি চোখে-নাকে বৃষ্টি ঝরে পরে , তবে কাউকে কৈফিয়ত দিতে নতুন কপ্পো লিখতে হবেনা। 😀😀
এতো জিরিয়ে জিরিয়ে লিখলে হবে! আরওতো তিনটা বাকি!! কবে দৌড়াবেন?
ছাইরাছ হেলাল
আরও তিনশ বাকি, টাইট করে বসুন, এত উতলা হলে তো হবে না।
বৃষ্টি চালু আছে। ভুতুরে ইলিশ ভাঁজা এই এলো বলে।
সাবিনা ইয়াসমিন
ভুতুরে ইলিশ কি বালিশের নিচেই থাকে নাকি !!
ছাইরাছ হেলাল
সে যেখানেই থাকুক, ঘ্রাণ ঠিকই টের পাবেন।