বৃষ্টির চিৎকার

ছাইরাছ হেলাল ১১ জুলাই ২০১৮, বুধবার, ১১:০৬:৪৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

অঝোর-বৃষ্টিকে এবার বিদায় বলার কথা ভাবি,
ভাবতে ভাবতে বলেই ফেলি, বৃষ্টিও আমাকে;
এ ও কে বলি, ও ও আমাকে বলে,
বলাবলি চালু থাকে।
ও একটু বেশি-বেশিই বলে,
আমি বলি-না।
শুধুই ডাকি, বিদায়ের ডাক।

বলা-বলি, কওয়া-কওয়ির শেষের পাশ-সীমান্তে দাঁড়িয়ে
শৈশবি বাতাসে কিসের যেন গন্ধ খুঁজে পাই
বুকের গভীরে অনেকটা জায়গা জুড়ে;

গড়িয়ে পড়া ভেজা-কাঁচের ওপাশ থেকে
বৃষ্টিকে ঘরে তুলে আনি আলতো করে,
নমিত উচ্চারণে, অন্ধকারের বাতি নিভিয়ে
আধো আলোতে;

আমরা ভিজতে থাকি, অবিরাম ভিজি,
কাতার-বন্দি হয়ে ভিজতেই থাকি;
চেনা-চেনা চেনা-জানা শরীরে, শরীরী চিৎকারে;

১জন ১জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ