আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
জানি নে, জানি নে
কিছুতেই কেন যে মন লাগে না ।।
এই চঞ্চল সজল পবন-বেগে
উদ্ভ্রান্ত মেঘে মন চায়
মন চায় ঐ বলাকার পথখানি নিতে চিনে ।।
মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান ।
মন হারাবার আজি বেলা
পথ ভুলিবার খেলা
মন চায় …মন চায় …
হৃদয় জড়াতে কারো চির -ঋণে
আজি ঝর ঝর মুখর বাদল দিনে . . .
জানি নে জানি নে … কিছুতে কেন যে মন লাগে না
আজি ঝর ঝর মূখর বাদল দিনে ।
আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি – তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম।
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাঁশিতে কান পেতে থাকি
তাকেই কাছে ডেকে, মনের আঙিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম।
তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন সুখের ভাবনা
চেয়েছি পেতে যাকে, চাইনা হারাতে তাকে
বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম
আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে।
তোমাকে আমার মনে পড়েছে।।
আলোর তরীটিতে
দিন চলে যায়।
আঁধারের মন জ্বলে
তারায় তারায়।
আমার এ মন কেন শুধু আকুলায়
বরষন কোথা যেন হয়েছে।।দিওনা কখনো পিছু
দিওনা আমায়।
সবকিছু পাওয়া হবে
পেলে গো তোমায়।
চোখের জলেতে বেয়ে
সুখ এলো তায়।
আজ মন মোহনায় মিশেছে।।
ডাউনলোড লিংক ১ম কমেন্টে ।
৬টি মন্তব্য
সঞ্জয় কুমার
আজি ঝর ঝর মূখর বাদল দিনে ডাউনলোড
http://www.bossmobi.com/fileDownload/133751/aji_jhoro_jhoro_mukhoro_badolo_dine.html
আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম
ডাউনলোড
http://www.music.com.bd/download/Music/S/Srikanta%20Acharya/Brishti%20Tomake%20Dilam/Srikanta%20Acharya%20-%20Brishti%20Tomake%20Dilam%20(music.com.bd).mp3.html
আষাঢ় শ্রাবণ মানেনা তো মন
ডাউনলোড
http://djgaa.com/download-xzjx/ashar-shrabon-mane-na-to-mon-lata-mangeshkar.html
প্রহেলিকা
বৃষ্টির গান দেখে পোষ্টে ঢুকলাম কিন্তু আমার প্রিয় গানটি পেলাম না বলে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জলদি গানটি আপলোড করে দিন।
http://www.youtube.com/watch?v=Xn4H6YzEBU0
অনেক ভাল লাগা পোষ্টের জন্য।
সঞ্জয় কুমার
অনেক ধন্যবাদ
প্রজন্ম ৭১
আপনার পছন্দের গান গুলো ভালোই । আপনি পোষ্টের মাঝে লিংক দিতে পারছেন না। পোষ্ট দেখতে আমার কাছে খুব খারাপ লাগছে। লিংক যখন দিতে পারছেন না, আপনি প্রতিটি গান সম্পর্কে কিছু লিখে পোষ্ট দিতেন, এরপর লিংক মন্তব্যে দিয়ে দিতেন। তাহলেই ভালো হতো। এ ধরনের অসম্পুর্ন পোষ্ট একটি ব্লগের মানকে ছোট করে দেয়। আপনি প্রথম পাতার অন্য পোষ্ট গুলো দেখুন, এরপর আপনার এই পোষ্ট দেখুন। তাহলেই বুঝবেন।
পোষ্ট টি এডিট করে গানের লিরিক্স সহ দেয়ার জন্য অনুরোধ করছি ।
সঞ্জয় কুমার
মন্তব্যের জন্য ধন্যবাদ
সঞ্জয় কুমার
আপনার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ ।