বৃষ্টির গান – অঞ্জন দত্ত

মিসু ২২ জুন ২০১৪, রবিবার, ০৬:৫৪:৫৪অপরাহ্ন সঙ্গীত ১৪ মন্তব্য


একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবেনা সাথে কোন ছাতা,
শুধু দেখা হয়ে যাবে মাঝ
রাস্তায়!
ভিজে যাবে চটি, জামা, মাথা!
থাকবেনা রাস্তায় গাড়িঘোড়া!
দোকানপাট সব বন্ধ,
শুধু তোমার আমার হদৃয়ে
ভিজে মাটির সোঁদা গন্ধ!
একদিন বৃষ্টিতে বিকেলে
মনে পড়ে যাবে সব কথা,
কথা দিয়ে কথাটা না রাখা
ফেলে আসা চেনা চেনা ব্যথা!

গানটির ইউটিউব লিংক

৯০১জন ৮৯৫জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ