একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবেনা সাথে কোন ছাতা,
শুধু দেখা হয়ে যাবে মাঝ
রাস্তায়!
ভিজে যাবে চটি, জামা, মাথা!
থাকবেনা রাস্তায় গাড়িঘোড়া!
দোকানপাট সব বন্ধ,
শুধু তোমার আমার হদৃয়ে
ভিজে মাটির সোঁদা গন্ধ!
একদিন বৃষ্টিতে বিকেলে
মনে পড়ে যাবে সব কথা,
কথা দিয়ে কথাটা না রাখা
ফেলে আসা চেনা চেনা ব্যথা!
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
‘কথা দিয়ে কথাটা না রাখা
ফেলে আসা চেনা চেনা ব্যথা!’
বেশি কী আর বলার আছে !
শুনলাম গানটি ।
মিসু
ইচ্ছে না থাকলেও পাল্টে গিয়েছে জীবন ধারা ।
লীলাবতী
‘ একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবেনা সাথে কোন ছাতা ‘ — কিন্তু ছবি দিলেন ছাতা ওয়ালা :p খুব প্রিয় গান আমার । ধন্যবাদ আপনাকে। মিসু আপু , মিস করি কিন্তু আপনাকে ।
মিসু
এই ছবিটিই পেলাম দুজনের 🙂
জিসান শা ইকরাম
ওয়াও , দারুন লাগলো গানটি আবার শুনতে ।
মিসু
আমার প্রিয় একটি গান এটি ।
স্বপ্ন নীলা
দারুন ——দারুন এবং দারুন
মিসু
আপনার মন্তব্যও দারুন 🙂
বনলতা সেন
লেখা ফেলে রেখে কোথায় হাওয়া হলেন ?
মিসু
ডিউটি ডিউটি । আমার মোবাইলে জবাব দিতে পারিনা । বাড়ী এসে পিসিতে জবাব দিতে হয় 🙂
শিশির কনা
মিসু আপু কেমন আছেন ? গানটি প্রায়ই শুনি । ভালো লাগে খুব । মিস করি আপনাকে ।
মিসু
ভালো আছি শিশির কনা । আপনি ভালো আছেন তো ? মিস করি আপনাকেও ।
আদিব আদ্নান
সুন্দর গানটি শুনলাম ।
মিসু
বৃষ্টি হলে আমিও শুনি প্রায়ই ।