গেঁয়ো ভুল ছিল না,
চাষাড়ে অবয়বের জন্য টলটলে স্বপ্ন-বৃষ্টি
পুঞ্জিভূত মেঘের বাঁধ ভেঙ্গে নির্দোষ অনুভবে
আছড়ে পরছে না;
শুধু বেঁচে বর্তে থাকে, শুধু হাড়-জ্বালানোর মূল শর্তে;
উধাও-বৃষ্টির নাগাল পেতে মেঘকে বুঝিয়ে শুনিয়ে
উল্টে-পাল্টে নির্লজ্জের মত কত কী-না বলি!
সঠিক ভাবে কষা অংকের মূল সমীকরণের
বিচ্ছিন্ন সংযোগকে ভালোলাগা-না-লাগা ভুলে
দ্রুত ছুটে-ফুটে মেঘের দেশে ঝুলে থাকি,
এই বুঝি বৃষ্টি এলো!
চকে-আঁকা সীমা প্রাচীর ভেদ করে
অপেক্ষার-বৃষ্টি আর আসে না;
বৃষ্টি-না-এলে
যথেষ্ট মেয়েলি ভাব নিয়ে (ক্ষতিকর এমন কিছু না)
হীরের-চমক-সৌষ্ঠব নিয়ে শিশির দাঁড়িয়ে হাসছে,
সম্পূরক আহ্বানে।
ছুঁয়ে যাওয়া রৌদ্রকরোজ্জ্বলময়তা মন্দ লাগে না;
সুখ-স্বপ্নের বাস্তবতায় মুখ গুঁজে বৃষ্টিকে প্রতারক-মাষ্টার
বলছি-না, নিঃশ্বাস-প্রশ্বাসের শীতল ক্রোধ নিয়ে-ও।
২৪টি মন্তব্য
আরজু মুক্তা
বেশি বৃষ্টিও ভালোনা, কম বৃষ্টিও ভালোনা।কৃষকের আর কবির মন জুগিয়ে বৃষ্টি আসলেই ভালো।
ছাইরাছ হেলাল
আপনি ঠিক-ই বলেছেন,
তবে বৃষ্টি যে কিছুতেই বশ মানছে না।।
নাজমুল হুদা
অপেক্ষার মেঘ গলে বৃষ্টি আসুক প্রতিদিন।
বৃষ্টি ছাড়া ভালো লাগে না কবির ।
ছাইরাছ হেলাল
আসুক, আসুক,
আস্তে তাকে হবেই।
সাবিনা ইয়াসমিন
এত এত বৃষ্টি দিয়ে কি করবেন মহারাজ?
ছাইরাছ হেলাল
মরু-তপ্ত সৌখিন-প্রাণ যায় যদি একটু জুড়িয়ে,
একটুখানি ঝড়োজ্জ্বল কোমল-বৃষ্টির ঊন-পরশে;
সাবিনা ইয়াসমিন
ভুলেরও কি স্থায়ী / অস্থায়ী নিবাস হয়!! গেয়ো ভুল কাকে বলে মহারাজ?
ছাইরাছ হেলাল
অবশ্য-ই স্থায়ী/অস্থায়ী নিবাস হয়।
ভুল, সঠিক হলে স্থায়ী নিবাস, কিন্তু যদি দেখা যায় ভুল আসলে ভুল ছিল না,
সেটিকে ভুলের অস্থায়ী নিবাস বলতে পার।
সক্রেটিসের মৃত্যুদণ্ডকে এখন ভুল সিদ্ধান্ত বলা হচ্ছে (ভুলের অস্থায়ী নিবাস)।
যদিও তাঁকে আর ফেরান যাবে না।
গেঁয়ো ভুল বলতে, গ্রাম্য অতি সাধারণ ভুল বলা হয়েছে।
তৌহিদ
বৃষ্টি নিয়ে এত এত লিখছেন!! বর্ষা বুঝি আর যাবেইনা এবার।
নাহ! দু’লাইন লিখতেই হবে।
ছাইরাছ হেলাল
বৃষ্টি আমার একটু বেশি-ই চাই-যে।
দু’লাইন কেন!! বেশি বেশি লাইন দ্রুত-ই লিখে ফেলুন।
শামীম চৌধুরী
হেলাল ভাই, বৃষ্টির দিন বলেই বৃষ্টিকে নিয়ে লেখা। তবে বৃস্টি আপাকে আমার খুব ভালো লাগে।
ছাইরাছ হেলাল
বৃষ্টি আমার খুব প্রিয়। তাই একটু লেখার চেষ্টা মাত্র, এ তেমন কিছু না।
আপনার ভালোলাগাকে যত্ন করুন সযতনে।
মনির হোসেন মমি
আপনার বৃষ্টির আহবানে দেশ এখন বন্যায় ভাসছে।যান এখন বানবাসীদের কবিতায় বাচান।পরের লেখার অপেক্ষায়।
ছাইরাছ হেলাল
বাপ্রে!! যাদুকর নি কুন!!
আমাদের এখানে গরমে পড়িমরি অবস্থা, তা তো দেখলেন না।
বন্যা তো শেষ।
প্রদীপ চক্রবর্তী
দেশ বন্যায় ডুবছে।
আর কবি লেখকরা বর্ষার আহ্বানে জানাচ্ছেন।
এইবার বর্ষাকে বিদায় দাও।
অতি বৃষ্টি ভালো লাগেনা আমার।
ছাইরাছ হেলাল
এখানে বৃষ্টির জন্য হাহাকার চলছে, তা দেখলে বুঝতেন।
চাইলেই যদি সব কিছু পাওয়া যেত!
শাহরিন
কিছু কিছু চাহিদা অপূর্ণ থাকা ভালো 🙂
সেটা হোক বৃষ্টি বা মিষ্টি 😉
ছাইরাছ হেলাল
কিছু পূর্ণতা আবার দরকার হয়ে ও পড়ে।
সেটি মিষ্টি হলে ভালই হয়।
শিরিন হক
হায় বৃষ্টি তুমি এতো বেশী ঝরোনা যেনো প্রিয়সি আমার কাছে আসতে না পারে।
ও এসে যাবার পর এতো মুষল ধারায় ঝরো যেনো সে যেতেই না পারে।
ছাইরাছ হেলাল
বৃষ্টিকে তো ঝামেলায় দিলেন!!
কোন পথে এগুবে কে জানে!
সাবিনা ইয়াসমিন
প্রবল বর্ষনে যদি ঝরে পরে তুমুল বিষন্নতা
তবে ঝরে পরুক অনবরত,
মেঘে মেঘে বেলা বয়ে বিদায় নিবে কালবেলা
অবসন্ন প্রহরে আজ ধুয়ে যাক সারাবেলা,
বৃষ্টির গুঞ্জনে গুঞ্জরিত তরু-লতায়
অলংকৃত হোক স্বচ্ছ বিন্দু..
ছাইরাছ হেলাল
প্রবল বর্ষণে যদি ঝরে পরে আচ্ছন্নের তুমুল দুঃখময় বিষণ্ণতা,
তবে ঝরে পরুক অবিরত/অনবরত নিঃশব্দে শ্যামলতায়,
মেঘে মেঘে বেলা বয়ে বিদায় এবার দহনের কালবেলা
অবসন্ন প্রহরে আজ ধুয়ে যাক অবশেষের সারা-বেলা,
বৃষ্টি-গুঞ্জনে গুঞ্জরিত নিবিড় অরণ্যের তরু-লতা
অলংকৃত হোক নৈঃশব্দ-লাবণ্যের স্বচ্ছ-স্বেদ-বিন্দুতে,
পুঁতে ফেলে অবিশ্বস্ত/অপুষ্পক নিষ্ফলা শব্দ দ্যোতনা।
জাহিদ হাসান শিশির
বাংলার বর্ষার একটা আলাদা রুপ-লাবন্য আছে।
ছাইরাছ হেলাল
অবশ্য-ই আলাদা কিছু একটা আছে বলেই বর্শা আমার পছন্দের ঋতু।
আপনাকে ধন্যবাদ।