বৃত্তে বসবাস”

ঋতুরাজ ২১ সেপ্টেম্বর ২০১৩, শনিবার, ১২:৫২:১২পূর্বাহ্ন বিবিধ ১৫ মন্তব্য

শুন্য থেকে চলার শুরু-শুন্যেই গিয়েছি নেমে।
এক থেকে নয় সংখ্যা গুলোতে ছিলাম কিছুদিন থেমে।
বিন্দু থেকে জন্ম আমার বৃত্তে বসবাস-
ব্যাস ব্যাসার্ধ দুর্গম পথ-কেন্দ্রে সর্বনাশ!!

এক সংখ্যাটা নির্ঝঞ্ঝাট চলতে পারে ভাল-
দুয়ের মাঝে মিল অমিলের তফাৎ রয়েই গেলো!
তিনকে নিয়ে টানাটানি কেউ দেখে না ঠিক,
চার এর বেলায় সমান্ সমান সবকিছু বৈদিক।

পাঁচ এর ঘরে প্যাঁচাপেঁচি পচন ধরা মানে-
ছয়কে নিয়ে সবাই মিলে কাঁছা ধরে টানে!
সাত কে নিয়ে সাগর পাড়ি দিতে চায় নাবিকে,
আট এর প্যাঁচে ঘুরে ফিরে রয়ে যায় ধরাতে।

নয়ের পিছে জগৎ ঘোরে-শুন্যের দেখা পেতে-
তাইতো আমি আছি পড়ে শুন্যের  মাঝেতে!

৭৩৭জন ৭৩৯জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ