একে দেই শুন্যের গায়ে , সাবলীল সরল রেখা
মেখে দেই পার্থিব সুখস্বপ্নের গায়েও অলোকনন্দা জল।
রেখে দেই তোর সিথানে সোনার কাঠির স্বপন জাদু
পৈথানে তোর রূপার কাঠি মুগ্ধ আলোয় বিলীন সময়।
ভোমরার খোজে কাটাচ্ছি এই পুরোটা ক্ষণ,পল অনুপল।
একে দেই বিন্দু আমি শুন্যের ভেতর, বৃত্তের কেন্দ্র তুই
ঈশ্বরও অনাহুত সেই বৃত্তে আমার, আমি বৃত্তের পরিধি
সে বৃত্তে কেউ নেই আর , তুই আর আমি
সারাক্ষণ খুনসুটি , ভালোবাসাবাসি, উষ্ণ আদরে গলে যাওয়া নিরবধি।
২৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
শূন্য ও বৃত্তের রূপ অপরূপ মেলবন্ধন সত্যি সুন্দর হয়েছে ।
আগুন রঙের শিমুল
অসংখ্য ধন্যবাদ 🙂
মশাই
কোনটা ফেলে কোনটা দেখব ভাই!! এক পোষ্টে এত কিছুর সমাহার দেখেতো টাস্কি খাইলাম। লেখার হাত আপনার আগেই দেখছি। দারুন। সুন্দর হয়েছে লেখা।
আগুন রঙের শিমুল
মশাই মশাই ;?
ফেবুতে আছেন , তাইলে এডান আম্রে এই নিকেই আছি 🙂
মশাই
কই খুঁজে পাই না কেন?
সিনথিয়া খোন্দকার
ইয়ে,
এহেম
ম্মম্ম
মানে…
কি বলবো?
ছবিটা দারুন।
😀
আগুন রঙের শিমুল
টাইপো হইসে সেইটা কও 😀
শুন্য শুন্যালয়
ওঅলোকনন্দা শব্দটির অর্থ কি?
আর এত্তো সুন্দর করে কেমনে লেখেন?
কবিতার লাইনের মাঝেই গানের লিঙ্ক দেয়া দেখে আমি পুরাই তব্ধা খেলাম, আমার কাছে এইটা নতুন।
আমিও করিব শিউর…
অনেক সুন্দর কবিতা।
আগুন রঙের শিমুল
সুখস্বপ্নের গায়েও অলোকনন্দা জল
লিখতে গিয়ে টাইপো হইসে 🙁
ট্রাই করে দেখলাম কেমন হয় 😀
লীলাবতী
দুজনার মাথায় আগুন লাগলে তো সমস্যা 🙂 ভালো লেগেছে খুব ভাইয়া।
আগুন রঙের শিমুল
😀 😀
লিলাবতী বালতিতে করে জল ঢেলে দিয়েন
থ্যাঙ্কস
সিনথিয়া খোন্দকার
দুজনের মাথায় আগুন জ্বললে একটা জিনিস ভালো যে- অন্তত ভালোবাসার সময়টূকু আগুনের মতই বিশুদ্ধ হয়। 🙂
আগুন রঙের শিমুল
হ 🙂
স্বপ্ন নীলা
দারুন লিখেছেন —— মনে ধরলো বেশ
আগুন রঙের শিমুল
ধইন্যা 🙂
বনলতা সেন
আপন বৃত্ত বলয়ে চলুক খুটুর মুটুর খুনসুড়ি সারাক্ষণ ।
আগুন রঙের শিমুল
আইচ্ছা 😀
রাতুল
‘ওঅলোকনন্দা’
এই শব্দের অর্থ কি ?
আগুন রঙের শিমুল
টাইপো 🙂
খসড়া
ছবিটা সুন্দর।
আগুন রঙের শিমুল
নেট মারিং 😀
যাযাবর
অদ্ভুত সুন্দর লেখা মনে হয় একেই বলে -{@
আগুন রঙের শিমুল
ধইন্যা ধইন্যা 🙂
প্রজন্ম ৭১
পাঁচ তারকা
আগুন রঙের শিমুল
অসংখ্য ধনব্যাদ 🙂
জিসান শা ইকরাম
একে দেই বিন্দু আমি শুন্যের ভেতর, বৃত্তের কেন্দ্র তুই
ঈশ্বরও অনাহুত সেই বৃত্তে আমার, আমি বৃত্তের পরিধি
সে বৃত্তে কেউ নেই আর , তুই আর আমি — ভাইরে কেমনে লিখেন এমন করে ?
আগুন রঙের শিমুল
এইটারেই সিসিলিয়ানরা বজ্রাহত কয় দাদা … এমনকি বাপ বা ভাইয়ের সাথে হেসে কথা বলাও সহ্য হয়না 🙂 গডফাদারে আছে
স্বপ্নচারী
দারুন লাগল …
” একে দেই বিন্দু আমি শুন্যের ভেতর, বৃত্তের কেন্দ্র তুই
ঈশ্বরও অনাহুত সেই বৃত্তে আমার, আমি বৃত্তের পরিধি
সে বৃত্তে কেউ নেই আর , তুই আর আমি
সারাক্ষণ খুনসুটি , ভালোবাসাবাসি, উষ্ণ আদরে গলে যাওয়া নিরবধি। ” – এই চারটি পংতি অসাধারন … কল্পনাকে দারুন ভাবে উপস্থাপন করেছেন … :c
আগুন রঙের শিমুল
অসংখ্য ধন্যবাদ স্বপ্নচারী 🙂