ছেলেটি কাতরাতে লাগলো-
কারণ ওর বুকে একটি বুলেট ঢুকেছে।
একটি বুলেট ওর বুকটিকে ঝাঝড়া করে দিল।
একটি বুলেট একটি স্বপ্নকে হত্যা করলো।
একটি বুলেট একটি ভালোবাসাকে নষ্ট করলো।
আঃ! এই একটি শব্দই পৃথিবী
থেকে একটি অস্তিত্বকে মুছে দিল ক্ষণিকে।
কত আশা-স্বপ্ন ছিল ঐ বুকে,
আজ কিনা একটি বুলেটই তাকে
ম্রিয়মান, অচল করে দিল!
বাহ্ ! এইতো আমাদের ভবিষ্যৎ, সমাজ-
যাকে নিয়ে এত সভা, আলোচনা,
রাজনীতি, যুদ্ধ, কবিতা, গান।
আজ সেই কিনা অসহায় হয়ে পথের মাঝে কাতরাচ্ছে।
তার চারপাশে আজ কেউ নেই।
বাবা-মা, আত্নীয়-স্বজন কিংবা ভাই-বোন,
এমনকি তার প্রিয়জন, অতি আপনজন-
যে কিনা তাকে ছাড়া বাঁচবে না বলে সর্বদা বলতো,
আজ সেই কিনা তারপাশে অনুপস্থিত।
সেও কি ভয় পায় ঐ হায়নাদের, ঐ নরপশুদের?
না-ওদের পশুর সাথে তুলনা করে পশুদের পবিত্রতাকে নষ্ট করতে চাই না।
পশুরা অবোধ, অবুঝ ওদের কাছে সব সমান।
ওদের ভালো- মন্দ বিচারের ক্ষমতা নেই।
কিন্তু আমরা মানব- সন্তানরা না সৃষ্টির শ্রেষ্ঠ জীব?
তাহলে কেন এই যুদ্ধ, কেন এই অশান্তি?
কি দিয়ে আমরা আমাদেরকে
শ্রেষ্ঠত্বের উপাধি দেই?
আমরা তো এর যোগ্য নই।
তানা হলে আজ একটি বুলেট কেন সব নষ্ট করে দেয়?
আজ বুঝলাম একটি বুলেট ও সব শেষ করতে পারে,
একটি পৃথিবীকে ধ্বংস করতে পারে।
কিন্তু ভালোবাসা মৃত ব্যক্তিকে বাঁচাতে পারে না।
তাই বুলেটকেই আমি বেশী ভালোবাসি-
কারণ ওর ক্ষমতা, ওর ব্যক্তিত্ব।
হায়রে আমার ক্ষমতাধর বুলেট,
তোকে আমি কত ভালোবাসি,
তা কি তুই জানিস?
৪৭টি মন্তব্য
সৌবর্ণ বাঁধন
বুলেট অনেক শক্তিশালী দিদি সন্দেহ নাই।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাই। সেটাই দেখছি আজ পর্যন্ত। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরত
তৌহিদ
ডায়েরিরর ছবিটা মুগ্ধকর। আর লেখা! অসাধারণ। বুলেটের ক্ষমতার কাছে ভালোবাসা নস্যি হয়েছে এখন। জোর যার প্রেমিকা তার!
ভালো থাকুন আপু
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। বুলেট অনেক শক্তিশালী সেই স্বৈরাচার আমল থেকেই দেখছি। ভার্সিটিতে ঘটে যাওয়া সেই সময়ের ঘটনা নিয়ে লেখাটি লেখা। ভালো থাকবেন সুস্থ থাকবেন
মনির হোসেন মমি
বেশ আগের লেখা দেখছি।
মানব সভ্যতা এবং মানেও এ পৃথিবী হতে কেউ পরপারে চলে গেলে সে একেবারেই যায় আর ফিরে আসে না।জেনেও এই মানব সভ্যতাই নিজেকে মারতেই বুলেট বোমা বানায়।কিছুুই বলার নেই-ঘুমে ভানকরা মনুষকে জাগানো যায় না। চমৎকার লিখেছেন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ অনেক আগের লেখা। লেখা ছেড়েছি ২০০৪/০৫ এ। তারপর সোনেলাতে এসে আবার শুরু করলাম আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে। মৃত্যুর মতো কঠিন নিয়তি জেনেও মানুষ অমানুষের মত আচরণ করে এটা আমাকে সত্যিই সবসময় কষ্ট দেয়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
নিতাই বাবু
একটি বুলেটের কাছে আমরা সত্যি পরাজিত।
ভালো লাগলো দিদি। শুভকামনা থাকলো।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। হ্যাঁ আমরা পরাজিত হই বারবার । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো।
ফয়জুল মহী
বুলেট এমনিতে রক্ত ঝরায় । তবে ইদানিং আরো বেশী বেপরোয়া না জানি কখন কোন তারা খসায়।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার ভাইয়া। আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। এমন মন্তব্য আগামীতেও চাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুপায়ন বড়ুয়া
“একটি বুলেট ও সব শেষ করতে পারে,
একটি পৃথিবীকে ধ্বংস করতে পারে।
কিন্তু ভালোবাসা মৃত ব্যক্তিকে বাঁচাতে পারে না।”
কিন্তু খুনীরা ও জীবমৃত হয়
আত্ননাদ করে আজীবন।
বুলেট নয় ভালবাসা শান্তি আনে।
ভাল লাগলো দিদি। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
আপনার মূল্যবান মতামত সবসময়ই ভালো লাগে ছন্দাকারে দেন বলে । অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
রেহানা বীথি
বুলেটকে ভালো না বেসে উপায় কী, যা দিনকাল পড়েছে! কখন যে কার বুকে আঘাত করে বলা মুশকিল।
খুব সুন্দর করে লিখলেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপু। অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে খুব খুশি হলাম। হুম ভয় পেতেই হয় একবার যদি জীবনটা চলে যায় তখন তো ফিরে পাবো না । ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
পুরোনো লেখা পড়তে আমার ভালোই লাগে।
খাতার ছবিটি কী ছবি !নাকি সত্যিই সত্যিই!
একটি বুলেট অনেক ক্ষমতাধর।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া এটা ঠিক না ☹️☹️ খাতা দেখতে চাইলেন তাই ছবি তুলে দিলাম। এটা আমার হাতের লেখা। তারিখ ও উপরে কোনায় লেখা আছে। 😇😇 । ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্য সবসময়ই মজার । ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
আমার তো এমন সুন্দর খাতা নেই তাই হিংসে করার চেষ্টা শিখতেছি।
সুপর্ণা ফাল্গুনী
তাহলে কিসে লিখতেন আগে? বাহ্ ভাইয়া দেখি হিংসা করতে শিখতে চায়! যা আছেন তেমনই থাকেন ভাইয়া। আপনারা বদলে গেলে ভালো মানুষের চেহারা মিউজিয়াম খুঁজলেও পাবো না। 🙂🙂
সুপর্ণা ফাল্গুনী
আগে জানতাম বা আপনি ই বলেছিলেন কি হিংসা , কি হিংসা শুধু মেয়েরাই করে । আজ আপনিও হিংসুটে দলে নাম লেখালেন!!! 🤣🤣🤣। শুভ সকাল ভাইয়া
ইঞ্জা
লেখাটি আবার পড়তে হবে আপু, বড়ই কঠিন অনুভব।
সুপর্ণা ফাল্গুনী
আপনার এমন মন্তব্যে কিছু বলার নেই ভাইয়া । ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
ইঞ্জা
কত আশা-স্বপ্ন ছিল ঐ বুকে,
আজ কিনা একটি বুলেটই তাকে
ম্রিয়মান, অচল করে দিল!
বাহ্ ! এইতো আমাদের ভবিষ্যৎ, সমাজ-
যাকে নিয়ে এত সভা, আলোচনা,
রাজনীতি, যুদ্ধ, কবিতা, গান।
আজ সেই কিনা অসহায় হয়ে পথের মাঝে কাতরাচ্ছে।প
তার চারপাশে আজ কেউ নেই।
সত্যি একটা বুলেট জীবনের সব স্বপ্ন কেড়ে নিয়ে ফেলে, এর বেশি কিছু কি বলার থাকে?
অসাধারণ লিখলেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
আপনার মূল্যবান ও সুন্দর মন্তব্যের প্রত্যুত্তর দেয়া কঠিন ভাইয়া। তবুও কষ্ট করে, সময় নিয়ে দ্বিতীয় বার পড়ে মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা অসীম । ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
একটা বুলেট স্বপ্ন দেখায় একটা বুলেট সব নষ্ট করে দেয়!
বেশ লিখেছেন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অবিরত
খাদিজাতুল কুবরা
আজকাল সবই বুলেটের নিশানা, বিশেষ করে প্রতিবাদি সত্যবাদী।
পৃথিবীতে বুলেট নয় ভালোবাসার আবাদ হোক।
ছবিটি দেখতে পারছিলাম না।
আর একটি শোকের বুলেট ও যেন কোনো মায়ের বুকে না বিঁধে।
আপনার কলম আরও শানিত হোক।
শুভেচ্ছা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মন্তব্যের জন্য একরাশ মুগ্ধতা ও কৃতজ্ঞতা। খুব সুন্দর করে বললেন। ধন্যবাদ আপু। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ছন্দা দাম
সত্যিই আজ ক্ষমতারই জয় গান দিকে দিকে।শক্তিহীন দূর্বল শোষিত অবহেলিত।অপূর্ব কাব্য রচনা।।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিদি। চমৎকার মন্তব্য করেছেন। আমার জন্য আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অবিরত। শুভ সকাল
সাদিয়া শারমীন
ভালো লেগেছে দিদি।কত শত নিরীহ প্রাণ ঝরে পরে বুলেটে সে খবর কতজন রাখে?
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। মন্তব্য পেয়ে খুশি হলাম আপু। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
বুলেটের কোন বিবেক নেই বিরেক নেই টিপদিলেই শেষ অনেক ভাল লেখেছেন কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন ভাইয়া কোন বিবেক নেই। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
উর্বশী
বুলেট এমন এক জিনিস, সে কোনো বাধন মানেনা। সে তার মত চলে।ক্ষয় করেই জয়লাভ করে। অনেক শক্তিশালী লেখা। যা এক সময় হরহামেশাই দেখতাম বা শুনতাম।আর এখনো বা কম কিসে। অনেক কিছু আড়ালেই রয়ে যায়। বেশ ভাল লেগেছে। অনেক শুভ কামনা রইলো, ভাল থাকুন।।
সুপর্ণা ফাল্গুনী
বুলেটের মত আপনার মন্তব্য টিও শক্তিশালী। অসাধারণ লেগেছে। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকবেন সুস্থ থাকবেন
রোকসানা খন্দকার রুকু।
অসাধারণ লেখনী।।।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
রেজওয়ানা কবির
লেখাটি পড়ে বুকের ভিতর চাঁপা কষ্ট লাগল। এটাইতো একজন লেখকের বড় পাওয়া আপু।শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু আপনার এতো সুন্দর শুভ কামনা পাওয়ার জন্য। আশীর্বাদ করবেন আমার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সাবিনা ইয়াসমিন
একটি বুলেট নিমিষেই সব কিছু স্থবির করে দেয়ার ক্ষমতা রাখে। বুলেটের সামনে ভালোবাসার শক্তি মুখ থুবড়ে পড়ে যেতে বাধ্য হয়। ভীষণ নির্মম আর বাস্তব সত্যি ফুটে উঠেছে কবিতায়। ডায়েরির পাতায় হাতের লেখাগুলো সুন্দর!
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
কি কন আপু হাতের লেখা সুন্দর! কি জানি। আপনার মন্তব্য সবসময়ই মূল্যবান। ধন্যবাদ আপু খুব ভালো লাগলো। ভালোবাসা অবিরাম 🌹🌹।
সুরাইয়া নার্গিস
চমৎকার একটা কবিতা পড়লাম দিদি ভাই।
সবচেয়ে অবাক হলাম লেখাটার রচনাকাল ১৯৯৮সাল,বেশ পুরনো অনেক শুভ কামনা দিদি ভাই।
আপনার লেখা আরো বহুদিন যেন আমরা পড়তে পারি সেই দোয়া রইল।
দিদি ভাই ব্লগে আপনি আমার অনেক প্রিয় একজন মানুষ, ভালো থাকুন সব সময়।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপু আমি আপনার প্রিয় একজন হতে পেরেছি জেনে। কথাটা শুনে সত্যিই আবেগী হয়ে গেলাম। আপনার জন্য ও সহস্র সহস্র শুভ কামনা। আপনার লেখনী আরো আরো সমৃদ্ধ হোক। ভালো থাকবেন সুস্থ থাকবেন
শামীম চৌধুরী
কাব্যের সবগুলি কথাই চিরন্তন। খুব সুন্দর লিখেছেন দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো লেগেছে জেনে খুশি হলাম অনেক অনেক। আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অফুরন্ত
আরজু মুক্তা
সভ্যতার একটি নৃশংস নাম বুলেট।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ কামনা নিরন্তর