বুমেরাং (অণুগল্প ৪)

নীহারিকা ২১ এপ্রিল ২০১৭, শুক্রবার, ১০:৪২:৫৫পূর্বাহ্ন গল্প ১৯ মন্তব্য

আজ সন্ধ্যায় বিরাট দাঁও মেরেছে পিন্টু। রেল স্টেশনে ভীড়ের মাঝে একজনের পকেট সাফ করেছে। বেশ মোটা অংকের টাকা। বহুদিন পর আজ কপাল ফিরেছে। ভাগ-বাটোয়ারা শেষে সব টাকায় ফুর্তি করে গভীর রাতে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরলো সে। বাড়িতে ঢুকে দেখলো সবাই জেগে আছে। পরিবেশ থমথমে। অন্ত:সত্ত্বা বোনের ঘর থেকে চাঁপা কান্নার আওয়াজ ভেসে আসছে। আর কয়েকদিন বাদেই ওর ডেলিভারির ডেট। কি হয়েছে, পিন্টু কিছু বুঝতে পারলো না। ভাবছে, বোনের হঠাৎ শরীর খারাপ হলো না তো? মা’কে জিজ্ঞেস করেই জানলো, আজ সন্ধ্যায় দুলাভাই এসেছেন। স্টেশনে তার পকেটমার হয়েছে। তাতে বোনের ডেলিভারির সমস্ত টাকা রাখা ছিলো।

৫০৪জন ৫০৪জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ