বৃত্তের বাইরে ছুটে বেড়ানো বুনো ঘোড়ায় লাগাম দিতে
যন্ত্ররাজ্যের অনুচর এ জাল ও জাল ফেলে ক্ষুদ্র খাঁচা আগলে বসে থাকে।
মেসিডোনিয়ার ঠান্ডা নিথর স্বচ্ছ সে ঝিল, জলপাই বন, ম্যাডরোনো গাছ নির্মল সে বনে হানা দেয় রুক্ষ রাণীর অনুচর।
খিলখিল হাসি, নিরুপদ্রব নিদ্রায়
রুক্ষরাণী বজ্রদৃষ্টির এক শক্ত ঢিল ছোড়ে খেয়ালে বেখেয়ালে।
হকচকিয়ে উঠে পড়ে বিস্ময়ভরা দৃষ্টি নিয়ে।
উৎক্ষিপ্ত সে দৃষ্টি, তার মধ্যে যতো না আগুন, তার অনেক বেশি কদর্ম।
নিঃশব্দে বিনা কোনো প্রশ্নে বিনা কোনো অভিযোগে মাথা পেতে নিলাম।
এ কোন আমি এ কোন সে!!
বাস্তব তার, যান্ত্রিকতা সকল তার।
তাকে ঘিরে থাকা গাঁটকাটা হায়েনা দলের হাসিও মানুষের মতোই
যেখানে এ বুনোঘোড়া বেমানান।
@রিতু। কুড়িগ্রাম
২৩ জানুয়ারী ২০১৯
১৮টি মন্তব্য
ইঞ্জা
সুনির্মি, সুন্দর লেখা।
রিতু জাহান
কৃতজ্ঞতা রইলো প্রিয় ভাইজু।
জিসান শা ইকরাম
বুনোঘোড়া সবক্ষেত্রে বেমানান নয়,
নিজের অনুভবে মানান সই হবেই।
খুব সুন্দর লেখা।
তোমার এই লেখা দেখি আমার ‘ আমি আমি না, আমি সেও না’ সিরিজে নেয়া যায় 🙂
নিয়মিত লিখতে থাকো।
রিতু জাহান
কৃতজ্ঞতা ভাইয়া।
মাহমুদ আল মেহেদী
অস্বাধারন লেখা ।
রিতু জাহান
ধন্যবাদ ভাই। কৃতজ্ঞতা ও শুভকামনা জানবেন।
তৌহিদ
বাস্তব আর যান্ত্রিকতায় বুনোঘোড়া বেমানান, তবে সবসময় হয়তো নয়। অনুভবে ভিন্নতাও হতে পারে। দারুন লিখেছেন আপু।
রিতু জাহান
অনেক ধন্যবাদ ভাই। কৃতজ্ঞতা রইলো। শুভকামনা জানবেন।
প্রহেলিকা
চমৎকার! চমৎকার বলতে সত্যি চমৎকার।
শব্দের যুৎসই ব্যবহার লেখাটিকে ভিন্নমাত্রায় ভালো লেগেছে। আরোপিত শব্দ নেই, হোচট খাইনি। আর সবচেয়ে উৎসাহজনক হলো লেখার মাঝে চিত্রকল্প ফুটিয়ে তোলার প্রচেষ্টা। শব্দের ঝনঝন খানিক পরে কেটে গেলেও চিত্রকল্পে মূলত পাঠক তৃপ্তি পায়। খুউব ভালো লিখেছেন।
বেশ অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। আগেও ভালো লিখতেন তবে এখন পাকা লেখকের মত লিখছেন।
শুভকামনা নিরন্তর!
রিতু জাহান
অনেক ধন্যবাদ ভাই। কৃতজ্ঞতা জানবেন। আপনার লেখার পাশে এ শব্দ একেবারে নগন্য।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এ কোন আমি এ কোন সে!!
বাস্তব তার, যান্ত্রিকতা সকল তার।
তাকে ঘিরে থাকা গাঁটকাটা হায়েনা দলের হাসিও মানুষের মতোই
যেখানে এ বুনোঘোড়া বেমানান।
কথাগুলো ভাবিয়ে তুলল -{@
রিতু জাহান
ভাবনা সব ঝেড়ে ফেলুন ভাই। বুনোঘোড়ায় প্রাণ আছে।
ছাইরাছ হেলাল
লেখায় তো আন্তর্জাতিকতার সুবাস পাচ্ছি।
ঘোড়া ঘোড়াই, সে বুনো হোক বা পোষা,
কে মানল বা মানল তাতে তেজী ঘোড়ার কী এমন আসে যায়!!
রিতু জাহান
হ বাংলাদেশ ছেড়ে চলেই যাব ভেবেছি। তাই বই ঘাটাঘাটি করতেছি।
ধন্যবাদ গুরুজী।
সাবিনা ইয়াসমিন
বুনো ঘোড়া যান্ত্রিকতায় ভীতু নয়,,তার অদম্য স্বাধীনতার পথ রুখে দাড়াতে হলে তাকে হায়েনার বেশে নয়,,আসতে হবে মানুষ হয়ে,,মানুষের মতো ।
যান্ত্রিক দানব আর হায়েনার দলের সাধ্য কি বুনো ঘোড়ায় লাগাম পড়াবে !
এতো সাহসী কবিতা শুধু রিতুর কাছেই পাওয়া যায় ❤❤
রিতু জাহান
মানুষের বেশে আসতেই হবে তাকে বা তাদের। অনেক অনেক শুভকামনা রইলো।
বন্যা লিপি
“এ কোন আমি এ কোন সে? বাস্তবতা আর যান্তিকতা সকল তার! ” ভাবনার খেরোখাতায় জ্বলুক বুনো ঘোড়ার চকচকে চোখের ঝলকানো আলো। শুভেচ্ছা শুভ কামনা। -{@
রিতু জাহান
ধন্যবাদ ও শুভকামনা রইলো।