বুনো শব্দ

রিতু জাহান ২৩ জানুয়ারি ২০১৯, বুধবার, ১০:১৫:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

বৃত্তের বাইরে ছুটে বেড়ানো বুনো ঘোড়ায় লাগাম দিতে
যন্ত্ররাজ্যের অনুচর এ জাল ও জাল ফেলে ক্ষুদ্র খাঁচা আগলে বসে থাকে।
মেসিডোনিয়ার ঠান্ডা নিথর স্বচ্ছ সে ঝিল, জলপাই বন, ম্যাডরোনো গাছ নির্মল সে বনে হানা দেয় রুক্ষ রাণীর অনুচর।
খিলখিল হাসি, নিরুপদ্রব নিদ্রায়
রুক্ষরাণী বজ্রদৃষ্টির এক শক্ত ঢিল ছোড়ে খেয়ালে বেখেয়ালে।
হকচকিয়ে উঠে পড়ে বিস্ময়ভরা দৃষ্টি নিয়ে।
উৎক্ষিপ্ত সে দৃষ্টি, তার মধ্যে যতো না আগুন, তার অনেক বেশি কদর্ম।
নিঃশব্দে বিনা কোনো প্রশ্নে বিনা কোনো অভিযোগে মাথা পেতে নিলাম।
এ কোন আমি এ কোন সে!!
বাস্তব তার, যান্ত্রিকতা সকল তার।
তাকে ঘিরে থাকা গাঁটকাটা হায়েনা দলের হাসিও মানুষের মতোই
যেখানে এ বুনোঘোড়া বেমানান।

@রিতু। কুড়িগ্রাম
২৩ জানুয়ারী ২০১৯

১জন ১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ