তুলসীরা যেবার চলে গেলো ওপাড়ে
বিষ্ণুদা আমাকে ডেকে নিয়ে বললেন-
লেখালেখিটা চালিয়ে যাস- বর্ণ
আর মিতার থেকে সাবধান থাকিস । সাংগঠনিক মেয়ে-
এদের হৃদয় বড়ো নিঃসাড়, রাতজাগা চাঁদের মতো স্বভাব
প্রত্যেকটি ঘুলঘুলি, জানালায় উঁকি দেয়া চাই
তারপর ফুরিয়েছে কতো রাত, কতো না বসন্ত
খসে গেছে জীবনের উড়ুক্কু-পালক
আমি সতর্ক থেকেছি- পথের কাদা যেভাবে এড়িয়ে চলে পথিক
কিছুটা গাম্ভীর্য করেছে আরও আকর্ষণীয়া, প্রবল প্রাজ্ঞ
শাড়ির শৈল্পিক ভাঁজে পাতা আছে ফাঁদ
আজও হঠাৎ বিঁধে যায় চোখ
দাদার উদ্ধৃতি মনে পড়ে- সাংগঠনিক মেয়ে…
সত্যিইতো- পরিমিতা চৌধুরী- এখন অধিক সংগঠিত
তার সংঘের নাম সংসার
১৪টি মন্তব্য
স্বপ্ন নীলা
অসম্ভব ভাল লেগেছে
সাদিক মোহাম্মদ
ধন্যবাদ @ স্বপ্ন নীলা
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম খুব সুন্দর
আমি সতর্ক থেকেছি- পথের কাদা যেভাবে এড়িয়ে চলে পথিক।
সাদিক মোহাম্মদ
কৃতজ্ঞতা @ মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আজিম
শেষে হতাশ হয়েছি ’তার সংঘের নাম সংসার’ জেনে। সাংগঠনিক মেয়ে সবাই যে সংসারী হয় তা নয়।
সংসারী হওয়া দোষের কিছু নয়, তবে শাড়ির শৈল্পিক ভাঁজে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদল করতে চাই। আমরা ওঁদের মাঝের দ্রোহ দেখতে চাই ।
শাড়ির ভাঁজ এমন শৈল্পিক হতে হবে, এমন হতে হবে তাঁর দাঁড়ানোর ভঙ্গি যেন সেখানে কিছুটা বিদ্রোহ, রুষ্টতা, সাংগঠনিক স্মার্টনেস, নায্যতার আগ্রহ, দ্রোহ ফুটে উঠে।
নিরামিষ হয়ে শুধুমাত্র নেয়ে-খেয়ে চলবো আমরা আর কতোদিন!
সাদিক মোহাম্মদ
কবিতা পড়ার জন্য ধন্যবাদ… @ আজিম
শুন্য শুন্যালয়
আপনি আমার পছন্দের কবিদের তালিকায় চলে এসেছেন ভাইয়া।
কবিতা আর শিরোনাম দুটোই অসম্ভব সুন্দর। আমার দেখার চোখের জন্য নয়, আপনার লেখার গুনেই ভালো লাগা 🙂
সাদিক মোহাম্মদ
কি বলবো বুঝে উঠতে পারছি না… তবে কথাটা শুনে ভালো লেগেছে সত্যি… কৃতজ্ঞতা… @ শুন্য শুন্যালয়…
খসড়া
তার সংঘের নাম সংসার যেখানে সে শুধু দিয়েই যায় পায় না কিছুই শুধু ভাবে সবই আমার ,কিন্ত বাস্তবতা ভিন্ন।
সাদিক মোহাম্মদ
থাঙ্কক্স @ খসড়া…
আজিজুল ইসলাম
ভবিষ্যতে বড় কবি হবেন। দেশের অসহায় মানুষদের দু:খ-কষ্টকে ধারন করে কবিতা লিখলে দেশ-সমাজ উপকৃত হবে।
সাদিক মোহাম্মদ
শুকরিয়া @ আজিজুল ইসলাম
ব্লগার সজীব
ভালো কবিতা।
সাদিক মোহাম্মদ
অনেক ধন্যবাদ @ ব্লগার সজীব