তুলসীরা যেবার চলে গেলো ওপাড়ে
বিষ্ণুদা আমাকে ডেকে নিয়ে বললেন-
লেখালেখিটা চালিয়ে যাস- বর্ণ
আর মিতার থেকে সাবধান থাকিস । সাংগঠনিক মেয়ে-
এদের হৃদয় বড়ো নিঃসাড়, রাতজাগা চাঁদের মতো স্বভাব
প্রত্যেকটি ঘুলঘুলি, জানালায় উঁকি দেয়া চাই

তারপর ফুরিয়েছে কতো রাত, কতো না বসন্ত
খসে গেছে জীবনের উড়ুক্কু-পালক
আমি সতর্ক থেকেছি- পথের কাদা যেভাবে এড়িয়ে চলে পথিক

কিছুটা গাম্ভীর্য করেছে আরও আকর্ষণীয়া, প্রবল প্রাজ্ঞ
শাড়ির শৈল্পিক ভাঁজে পাতা আছে ফাঁদ
আজও হঠাৎ বিঁধে যায় চোখ
দাদার উদ্ধৃতি মনে পড়ে- সাংগঠনিক মেয়ে…
সত্যিইতো- পরিমিতা চৌধুরী- এখন অধিক সংগঠিত
তার সংঘের নাম সংসার

৪৯৮জন ৪৯৮জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ