বিষাদ

স্বপ্ন নীলা ২৯ মে ২০১৪, বৃহস্পতিবার, ০৮:৪৭:৩৮পূর্বাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

 চাঁদের দিকে তাকিয়ে একটু আলো চেয়েছিলাম
চাঁদ নিজেকে আড়াল করেছিল মেঘেদের মাঝে
সেদিন হতে চাঁদকে দেখি না পুর্নিমার রাতে।

বৃষ্টির কাছে এক ফোঁটা জল চেয়েছিলাম
বৃষ্টি গিয়েছিল উড়ে দামাল হাওয়ায় মিশে
সেদিন হতে বৃষ্টিকে দেখি না নদীর কাছাকাছি।

পাখির কাছে যেয়ে একটু আশ্রয় চেয়েছিলাম
পাখি আমায় ফিরিয়ে দিয়েছিল ঘর বোনার ছলে
সেদিন হতে পাখিদের দেখি না বাঁশবাগানের ছায়।

আমার সব চাওয়াগুলো গোধুলীতে হারায়
আমার সব কষ্টগুলো মেঘের ডানায় ভর করে
আমার সব সুখগুলো দূর আকাশে খেলা করে
আমার চারপাশে শুধুই শুন্যতা বিরাজ করে ।

১২ এপ্রিল,২০১৪

৪৬৬জন ৪৬৪জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ