চাঁদের দিকে তাকিয়ে একটু আলো চেয়েছিলাম
চাঁদ নিজেকে আড়াল করেছিল মেঘেদের মাঝে
সেদিন হতে চাঁদকে দেখি না পুর্নিমার রাতে।
বৃষ্টির কাছে এক ফোঁটা জল চেয়েছিলাম
বৃষ্টি গিয়েছিল উড়ে দামাল হাওয়ায় মিশে
সেদিন হতে বৃষ্টিকে দেখি না নদীর কাছাকাছি।
পাখির কাছে যেয়ে একটু আশ্রয় চেয়েছিলাম
পাখি আমায় ফিরিয়ে দিয়েছিল ঘর বোনার ছলে
সেদিন হতে পাখিদের দেখি না বাঁশবাগানের ছায়।
আমার সব চাওয়াগুলো গোধুলীতে হারায়
আমার সব কষ্টগুলো মেঘের ডানায় ভর করে
আমার সব সুখগুলো দূর আকাশে খেলা করে
আমার চারপাশে শুধুই শুন্যতা বিরাজ করে ।
১২ এপ্রিল,২০১৪
১৬টি মন্তব্য
শুন্য শুন্যালয়
এভাবেই কস্ট গুলোকে মেনে পারি দিতে হয় পথ, অবিমানে নিজের কস্টই বাড়ে শুধু…
সুন্দর কবিতা আপু। অনেক দিন পর লিখলেন, একটু সময় কি আমাদের দেয়া যায়না আপু, একটু খানি?
স্বপ্ন নীলা
খুব ইচ্ছে করে ব্লগে সময় দেই — খুব সময় দেই – কিন্তু অফিসের এত্ত এত্ত কাজ থাকে যে আর পেরে উঠি না — একটু সময় পেলেই ঢু দেই ব্লগ পাড়ায় — কারণ আমি যে ব্লগ পাড়াকেই বেশি পছন্দ করি —-।
নিয়মিত হতে চেষ্টা চালিয়ে যাব কাজের ভিড় ঠেলে—
মন হতে অনেক অনেক শুভকামনা রইল
শুন্য শুন্যালয়
আচ্ছা আপু, সবার আগে কাজ, তারপর কাজের কাজ ।। 🙂
শুভকামনা আপনাকেও ।
স্বপ্ন নীলা
হা হা হা — আপনার মন্তব্যটি পড়ে আমার ভীষণ ভাল লাগলো — নাহ্ আজকের রিপোর্ট লেখাটা দেখি খুব ভাল হবে — আপনি যে আমার মন ভাল করে দিলেন হে কবি —–
আপনার মত এমন মানুষেরা বেঁচে থাকুক —দীর্ঘায়ু হোক –সুস্থ্য থাকুক — নিরাপদে থাকুক
’’ তুই আমার কেরে- তুই আমার কে !!
সারা ক্ষণ বকে যাস-ক্ষান্ত এবার দে —
মনটি তুই খারাপ করলি- যা বাবা
বলবো না – হুমম–এই আমি হাবা !!
———-নিরন্তর শুভকামনা ———-
ছাইরাছ হেলাল
কষ্টগুলো দেখছি শুধু ডানাই মেলেনি ,ডানার সব পালক ও ছড়িয়েছে ।
এগুলো শেয়ার করার জন্য হলেও আমাদের মাঝে এলে ভালই লাগবে ।
কাজের এত্ত এত্ত দরকার কী ? শুধু লেখালেখি করুন আমাদের সাথে ।
স্বপ্ন নীলা
হুমমম——- তাই ভাবছি এত্ত এত্ত কাজ আর ভাল লাগে না —–
আপনি এত সুন্দর করে মন্তব্যের জবাব দেন— মনে হয় এটাই একটা পোস্ট —-
আন্তরিক ধন্যবাদ কবি
শূভকামনা নিরন্তর
ছাইরাছ হেলাল
আপনার এত সুন্দর লেখা পড়তে পারছি সেটাই বা কম কিসে ।
স্বপ্ন নীলা
উৎসাহ দেবার জন্য আন্তরিক ধন্যবাদ ——ভাল থাকবেন সব সময়
ফরহাদ ফিদা হুসেইন
এই চাওয়াগুলি পাওয়াতে রুপ নেয় না বরাবরই। অধিকাঙশ মানুষ না পপাবার এই আফসোস নিয়েই মরে যায়।
কবিতা ভালো লাগলো , ছুঁয়ে গেল এক ধরনের বিষাদ।
শুভ কামনা আপু।
স্বপ্ন নীলা
না পাওয়ার বেদনা আছে–পাবার আকাংখা আছে——–তবে কষ্টগুলো কাটা হয়ে মনে বিন্দে যায় যে কবি !!!
পোস্টটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ —-শুভকামনা নিরন্তর
পুষ্পবতী
খুব ভালো লাগলো আপনার কবিতা,মানুষের জীবনে কিছু কিছু চাওয়া আছে যা পাওয়া যায় না ,অপূর্ণতা থেকে যায় জীবনে। সুন্দর কবিতা। শুভ কামনা রইলো।ভালো থাকবেন। -{@
স্বপ্ন নীলা
আপনার সুন্দর গোলাপটি পেয়ে আমার কষ্টের কথা ভুলে গেলাম——-আপনার জন্যও নিরন্তর শুভকামনা আপুনি !!!
মিথুন
প্রকৃতির কাছে কিছু চাইতে নেই, বড়ই খামখেয়ালী স্বভাব তার।
ভালো লাগলো অনেক আপু। -{@
স্বপ্ন নীলা
বড্ড বেশি কষ্ট দেয় প্রকৃতি — আমার মনেও এত্ত এত্ত কষ্ট লুকিয়ে আছে — কবি গোলাপটি গ্রহণ করলাম —- শুভকামনা সব সময় —-
প্রত্যাবর্তন
অপ্রাপ্তির সরল প্রকাশ ভাল্লাগ্লো ।
স্বপ্ন নীলা
আন্তরিক ধন্যবাদ প্রত্যবর্তন
অনেক অনেক শুভকামনা রইল