দুপুরটা একেবারেই নিরুত্তাপ
অনর্গল বেজে চলেছে রিংটোন
একের পর এক মিস-কল
আচ্ছা পাগল মেয়েতো
ওর কথাও-যে অনিন্দ্য বিনোদন
আকাঙ্ক্ষার অন্যতম সুখ
সন্তাপের এই দিনে
সুখচর্চা কী আমাদের মানায়
বলো না
কী করে তুলে নেই স্বস্তি
বিষাদ অঞ্জলি জুড়ে-নির্বাক মুঠোয়
অন্তি কী শোনেনি
প্রমত্তা পদ্মার হুংকার
অভাগা যাত্রীর কান্না-শেষ আর্তস্বর
লঞ্চ-ডুবির করুন নিস্তব্ধতা
৬টি মন্তব্য
অলিভার
শোনেনি কিংবা শোনে না। শুনলেই পরিবর্তন হয়ে যাবে অনেক কিছুর।
সাদিক মোহাম্মদ
ধন্যবাদ…
ব্লগার সজীব
ভালো লেগছে (y)
সাদিক মোহাম্মদ
শু ক রি য়া…
শুন্য শুন্যালয়
সবকিছুর মধ্যেও জীবন চলে যাবে ঠিক। এভাবেই তো চলে সব।
লেখা দিয়েই পালিয়ে যান কেনো? আমরা ভালো তো।
সাদিক মোহাম্মদ
পালিয়ে যাই না… আপনার / আপনার ছেড়ে পালাবার ইচ্ছে নেই… কটাদিন একটু ঝামেলায় ছিলাম… ভালবাসা রইল…