বিষণ্ণ হয়োনা

সালমা আক্তার মনি ২৫ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ০৯:৪১:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৯ মন্তব্য

প্রিয়মুখ বিষণ্ণ হয়োনা,
তুমি বিষণ্ণ হলে আধাঁরে ছেঁয়ে যায় আকাশ।
দূর্বাঘাষ,ঘাষফুল গুলো ম্লান হয়।
আর আমি রৌদ্রহীনতায় ভুগি
যেন সহস্র বছরের কফিনে থাকা লাশ।

৪৭০জন ৪৭০জন

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ