বিশ্বাসের ভগ্নাংশ

সুপর্ণা ফাল্গুনী ২৩ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১১:২৯:৩৭অপরাহ্ন কবিতা ৩২ মন্তব্য

তুমি আর এসোনা উলঙ্গ দেহের ভাঁজে খাঁজে
কামনার স্ফূরণ ছোঁয়াতে।
তুমি আর খুঁজোনা নিতম্বদেশে
অগ্ন্যুৎপাতের তপ্ত লাভা,
যেখানে পৌরুষের বীর্যপাতে অঙ্কুরিত হয়
একখন্ড মাংসপিণ্ড।
নগ্নতার বলয় ভেদ করে আমাতে
নষ্ট নীড় বেঁধোনা।
চাইনা শিরদাঁড়া বেয়ে
তোমার শীতলতার স্রোতধারা ।

তোমার উত্তমাঙ্গে অন্য নারীর
মধু গন্ধ নাসারন্ধ্রে তীব্র বেগে কড়া নাড়ে।
মার্তন্ড তাপে পুড়ে যাক আকাঙ্ক্ষার মানচিত্র;
তবুও চাইনা তোমার হিমেল পরশ।
বসত ভিটায় শকুনের আনাগোনা ;
বিভাবরী আঁধারে কামনার লেনা দেনা।
একাকীত্বের মূর্ছনায় রাগ-রাগিনীর লহরী।
কুহেলিকারা দলবেঁধে শানবাঁধানো ঘাটে
পুঁথিপাঠের আসর করে;
উত্তপ্ত আসরে জলছবি আঁকি-
উদ্দামতার তুলিতে।

আৎকে উঠি!তোমার বুকের ছাতিতে
কুমারী নারীর আনাড়ি আঁচড়ে।
অভিসারের নিমগ্নতায় পাপ-পূণ্য ভুলেছো,
বাঁ চোখের কাঁপনে অংশনি সংকেতের
ডামাডোল বেজে ওঠে;
তবুও তোমাতেই আকন্ঠ ডুবে অপ্রকৃতিস্থ মন-
ঝিনুক ছেঁচে মুক্তো খুঁজে।
বাসনার বৃত্তে আবদ্ধ অতরিন্দ্রিয় ব্যাস-ব্যাসার্ধ বুঝেনা।
লিপ্সার বাত্যা যতই তান্ডবলীলা ঘটাক-
বিশ্বাসের ঘরে যমদূতের আনাগোনায়;
তোমা হতে যোজন যোজন দূরে বিষাদের সুর-সঙ্গী হবো।

৮৬০জন ৫৫৩জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ