তুমি আর এসোনা উলঙ্গ দেহের ভাঁজে খাঁজে
কামনার স্ফূরণ ছোঁয়াতে।
তুমি আর খুঁজোনা নিতম্বদেশে
অগ্ন্যুৎপাতের তপ্ত লাভা,
যেখানে পৌরুষের বীর্যপাতে অঙ্কুরিত হয়
একখন্ড মাংসপিণ্ড।
নগ্নতার বলয় ভেদ করে আমাতে
নষ্ট নীড় বেঁধোনা।
চাইনা শিরদাঁড়া বেয়ে
তোমার শীতলতার স্রোতধারা ।
তোমার উত্তমাঙ্গে অন্য নারীর
মধু গন্ধ নাসারন্ধ্রে তীব্র বেগে কড়া নাড়ে।
মার্তন্ড তাপে পুড়ে যাক আকাঙ্ক্ষার মানচিত্র;
তবুও চাইনা তোমার হিমেল পরশ।
বসত ভিটায় শকুনের আনাগোনা ;
বিভাবরী আঁধারে কামনার লেনা দেনা।
একাকীত্বের মূর্ছনায় রাগ-রাগিনীর লহরী।
কুহেলিকারা দলবেঁধে শানবাঁধানো ঘাটে
পুঁথিপাঠের আসর করে;
উত্তপ্ত আসরে জলছবি আঁকি-
উদ্দামতার তুলিতে।
আৎকে উঠি!তোমার বুকের ছাতিতে
কুমারী নারীর আনাড়ি আঁচড়ে।
অভিসারের নিমগ্নতায় পাপ-পূণ্য ভুলেছো,
বাঁ চোখের কাঁপনে অংশনি সংকেতের
ডামাডোল বেজে ওঠে;
তবুও তোমাতেই আকন্ঠ ডুবে অপ্রকৃতিস্থ মন-
ঝিনুক ছেঁচে মুক্তো খুঁজে।
বাসনার বৃত্তে আবদ্ধ অতরিন্দ্রিয় ব্যাস-ব্যাসার্ধ বুঝেনা।
লিপ্সার বাত্যা যতই তান্ডবলীলা ঘটাক-
বিশ্বাসের ঘরে যমদূতের আনাগোনায়;
তোমা হতে যোজন যোজন দূরে বিষাদের সুর-সঙ্গী হবো।
৩২টি মন্তব্য
তৌহিদ
মানুষ নামের অমানুষগুলোর হিতাহিত জ্ঞান নেই, বোধশক্তিও নেই। নারীকে সম্মান দিতে জানেনা যারা তাদের সমাজে থাকার অধিকারও নেই।
কবিতা পড়ে শিহরণ জেগে উঠলো। দারুণ হয়েছে আপু।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা আপনার জন্য। ভালো থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
**বাসনার বৃত্তে আবদ্ধ অতরিন্দ্রিয় ব্যাস-ব্যাসার্ধ বুঝেনা**
প্রতারণার প্রেক্ষিতে প্রত্যাখ্যানের ভাষা-শব্দে বাকরুদ্ধ হয়ে গেছি।
অসাধারণ লেখায় এক রাশ মুগ্ধতা ❤❤
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকুন পাশে থাকুন সুন্দর মন্তব্য দিয়ে। শুভ কামনা রইলো 🌹🌹
ত্রিস্তান
এটা ঊনিশ শতক বা তার আগেকার গল্প হলে ঠিক আছে। কিন্তু একবিংশ শতাব্দীর বাংলাদেশ ও যে অনেক প্রগতিশীল!!
এখানে কুমারীর নখের আঁচড়ে বুকের পাঁজরে ক্ষত চিহ্ন না বসলে যে পৌরুষ হতাহত হয়😭😡
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য এর জন্য। শুভ সকাল
ছাইরাছ হেলাল
হিংসা এবং হিংসা প্রবল ভাবে জয়যুক্ত।
আহা, প্রেম, আহা পরকীয়া!
সুপর্ণা ফাল্গুনী
🙄🙄🙄। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। শুভ সকাল
ত্রিস্তান
হেলাল ভাই কি সাত সকালে ঘুম ভেঙ্গেই পরকীয়ার গ্রাফিক্স করতে বসছেন বুঝি? বলা তো যায় না ইঞ্জিনিয়ার মানুষ,,, তাই বলে কুমারী নারীর আনাড়ি আঁচড়েও পরকীয়ার অস্তিত্ব !!!
সুপায়ন বড়ুয়া
“আৎকে উঠি!তোমার বুকের ছাতিতে
কুমারী নারীর আনাড়ি আঁচড়ে।
অভিসারের নিমগ্নতায় পাপ-পূণ্য ভুলেছো, “
আমি কি গুনের কবিতা পড়ছি ,
নাকি আপুর আগুনের ফুলকি দেখছি ?
অসাধারন !
শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
😍😍😍। ধন্যবাদ দাদা। ভালো থাকুন সবসময়। শুভ সকাল
কামাল উদ্দিন
বিশ্বাসের ঘরে যমদূতের আনাগোনা শুরু হলে সেখানটায় নরকের লাভা উদগীরণ শুধু সময়ের ব্যাপার………..শুভ সকাল।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভ সকাল
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুনসব সময়।
ফয়জুল মহী
সুন্দর লেখনী, ভালো লাগলো ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ সন্ধ্যা
সুরাইয়া পারভীন
দুর্দান্ত প্রকাশ…….👏👏👏👏
কবিতার পরতে পরতে ক্ষোভ উগড়ে পড়ছে
ধন্য দিদি ধন্য
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালবাসা জানিয়ে গেলাম। শুভ কামনা রইলো
রেহানা বীথি
অদ্ভুত সুন্দর লিখেছেন। দারুণ বলিষ্ঠ একটি কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো লেগেছে জেনে খুশি হলাম। ভালো থাকুন শুভ কামনা রইলো
পর্তুলিকা
গায়ের রোম দাড়িয়ে গেছে কবিতা পড়ে। এতো সুন্দর কবিতা কিভাবে লিখেছেন আপু? অবাক হয়ে গেছি।
সুপর্ণা ফাল্গুনী
ভালো লাগার জন্য ধন্যবাদ আপনাকে। জানিনা হয়ে গেছে । ভালো থাকুন সুস্থ থাকুন
আরজু মুক্তা
কান্না পেলো। কিছু নরাধমের জন্য নারী আজ কলক্ঙিত।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই তাই। ধন্যবাদ আপু। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
নিতাই বাবু
আমাদের পুরুষ জাতির মাঝে কিছু কাপুরুষ আছে। যাঁদের কারণে মা জাতি প্রায়ই দিশেহারা হয়ে পথেঘাটে, ঘরেবাইরে, পাগল না হয়েও পাগলের মতো হয়ে থাকে। এর জন্য আমরাই দায়ী। শুভকামনা থাকলো কবি দিদি।
সুপর্ণা ফাল্গুনী
আপনার বলিষ্ঠ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা। একদম সত্যি কথা কিছু কিছু কাপুরুষের কারনে মেয়েদের বিশ্বাস শ্রদ্ধা নষ্ট হয়, ঘরের মা বোনরাও মুখ দেখাতে পারেনা। শুভ কামনা রইলো আপনার জন্য
মোঃ মিজানুর রহমান সুমন
তোমার উত্তমাঙ্গে অন্য নারীর
মধু গন্ধ নাসারন্ধ্রে তীব্র বেগে কড়া নাড়ে।
মার্তন্ড তাপে পুড়ে যাক আকাঙ্ক্ষার মানচিত্র;
তবুও চাইনা তোমার হিমেল পরশ।
বসত ভিটায় শকুনের আনাগোনা ;
বিভাবরী আঁধারে কামনার লেনা দেনা।
এক কথায় অসাধারন…
অনেক বেশি ভালো লেখেন আপনি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা রইলো
জিসান শা ইকরাম
বিশ্বাস ভঙ্গের কষ্ট মারাত্বক ক্ষত সৃষ্টি হয়,
এমন পুরুষকে এড়িয়ে চলতে হবে,
দয়ামায়াহীনা হয়ে ফিরিয়ে দিতে হবে এদের।
ছোট দি, অনেক অনেক ভালো লিখেছ এই কবিতা,
মুগ্ধ হয়ে গেলাম।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। আপনার জন্য ও অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো
রুমন আশরাফ
অসাধারণ!
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময়