আমাদের পথটা থমকেছে হঠাৎ এক সোনালি সন্ধ্যায় ,
তারপর কেবল শুধুই ধুধু ধুধু বালিয়াড়ি
পিছু ফেরা যায়না
মরু-জমানো পায়ে
এগোনো হবেনা সামনের পথে,
পরিনত সম্পর্ক গড়ার পূর্বেই পথ হারিয়ে
গেছে স্তব্ধতার তুমুল জঞ্জালে..
হাহাকার
বঞ্চনা
প্রতারণা
পরিত্যাক্ততার মোড়কে ঢাকা প্রেম
বড্ডো কুৎসিত লাগে আজ-কাল ;
খোলোসের আবরণে সুখের মৃত্যু হয়েছে..
গলিত লাভা-স্রোতে পুড়েছে
হৃদয়ের সজীবতা,
ঈশ্বর-প্রদত্ত প্রেমে বহুমুখী ঈশ্বরের
প্রবঞ্চনায়
অপঘাতক আজ ঐশ্বরিক প্রেম।
দহন
জ্বলন
উত্তপ্ত অশ্রুকণায়
ছাই হয়েছে গহীন নদীর পলি-অঞ্চল/
প্রেম হবেনা আর এই অ-কবিতায়..
২৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বালিয়াড়ি তে জমে থাক সকল প্রেম ভালবাসা। জিবনের সকল বাধা পেরিয়ে মংলময় হোক সবার জিবেনে। ভাল লাগ্ল কবিতা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাইজান।
শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা রইল
প্রদীপ চক্রবর্তী
ঈশ্বর-প্রদত্ত প্রেমে বহুমুখী ঈশ্বরের
প্রবঞ্চনায়
অপঘাতক আজ ঐশ্বরিক প্রেম।
প্রেম সবসময় প্রতিমূর্তীস্বরূপ।
এই প্রেমের প্রতিমূর্তীকে যত সাজাবে ততো রূপ ও মনেরমিলন ঘটবে।
হ্যাঁ,
তবে তার ভাবনাকে আবেগ ব্যতীত রূপ দিতে হবে।
অপঘাতে ঈশ্বরকে ছোঁয়ে প্রেম নয় ঈশ্বরের আশীর্বাদে আসুক ঐশ্বরিক প্রেম।
.
ভালো কাব্যকথন দিদি।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ প্রদীপ।
শুভ কামনা 🌹🌹
নিতাই বাবু
হ্যাঁ, দিদি, ঠিক তা-ই! চারদিকে দেখছিও অহরহ।
সাবিনা ইয়াসমিন
সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ দাদা।
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
পাখায় রক্ত-ছাপ নিয়ে
পতনের চিহ্ন দেয়ালে আঁকা হয়ে-ই আছে,
অস্থির-অলৌকিক গৃহদাহ এখন এখানে।
দুর্বৃত্ত-এলাকায় বিচরণে
শুধুই অপ্রাপ্যতার ঝন ঝন আওয়াজ
এই সজল সন্ধ্যায়।
সাবিনা ইয়াসমিন
পতন-সময় দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে,
এখন শুধু সাড়া দেয়ার অপেক্ষায়…
ভালো থাকবেন মহারাজ।
শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
কি জানি কি এতো শক্ত কথা বুঝি না প্রেম ঈশ্বর প্রেম মানব প্রেমহীন দুনিয়া অনর্থক।তবে এটাকে অ কবিতা বলাই যাবে না। ভাল লাগল বেশ।
সাবিনা ইয়াসমিন
এটা অ-কবিতা নয় মমি ভাই।
কবিতা লিখেছি। পড়ার জন্যে ধন্যবাদ।
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
সকল প্রতিবন্ধকতার অবসান হোক, ভালোবাসারা ফিরে আসুক বিশ্বাস নিয়ে। কবিতা ভালো লেগেছে।
শুভকামনা রইলো আপু।
সাবিনা ইয়াসমিন
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা জানাচ্ছি ভাই। ভালো থাকুন সব সময় 🌹🌹
আরজু মুক্তা
সোল লাভ এখন দুর্লভ। গ্যাঁড়াকলে বন্দি দুপুর।এখন আর প্রেমিকাকে দেবি ভাবা হয়না!
ভালো লাগলো।
সাবিনা ইয়াসমিন
হু, এখনকার প্রেম আত্মা স্পর্শ করেনা। লাভ-লসের সাগরে খাবি খেতে খেতেই মরে যায়।
অনেক অনেক ধন্যবাদ, শুভ কামনা 🌹🌹
মুক্তা মৃণালিনী
হৃদয় ছোয়া। ভাল লাগল আপু,,
সাবিনা ইয়াসমিন
অনেকগুলো ভালোবাসা তোমার জন্যে। ❤❤
নতুন লেখা দাও মুক্তা। কতোদিন হলো ব্লগে এসেছো, আর লিখছোই না,, তাড়াতাড়ি লেখা নিয়ে এসো।
শুভ কামনা ❤❤
চাটিগাঁ থেকে বাহার
জটিল!
সাবিনা ইয়াসমিন
কি বলেন ভাইয়া!!!! এত্তো কষ্টের লেখাকে জটিল বানিয়ে উড়িয়ে দিলেন! 😭🙇
চাটিগাঁ থেকে বাহার
জটিল বলা মানে উড়িয়ে দেয়া নয়!
সাবিনা ইয়াসমিন
তাই!! এর মানে আপনি প্রশংসা করেছেন। এতো অল্প কথায় প্রশংসা করলে ক্যামনে বুঝবো? কয়েকটা অক্ষর বাড়িয়ে লিখলেইতো এত টেনশন করতাম না 🙁
শাহরিন
যেখানে প্রেম শেখানেই কষ্ট।
সাবিনা ইয়াসমিন
ইয়েস!! যেখানে প্রেম সেখানেই কষ্ট।
কষ্ট পেতে যারা ভালোবাসে তারা প্রেম করে, যারা কষ্ট পেতে চায় না, তারাও প্রেমে পরে….. চারদিকে শুধুই গ্যাঞ্জাম। 😉😉
জিসান শা ইকরাম
নদীর মধ্যে দেখি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে,
থমকে যাওয়া নদী কিন্তু কেহ দেখতে চাইনা,
থমকে থাকা নদীতে পলি জমে নদী আর নদীই থাকেনা,
নদী বহমান থাকুক, টলটলে পানিতে নদীর তলদেশ যেন দেখা যায়।
ভাবতেছি আপনার এই পোস্টের একটা জবাব পোষ্ট দেবো,
গোপনে একটা জবাব পোষ্ট আমাকে দিলেও পারতেন 🙂
কবিতা যে পারিনা আমি, অ-কবিতাও না,
শুভ কামনা।