অক্ষয়িতা অমরভাব থাকিবে তোমার কত,
মৃত্যু বিনা তোমার কাছে দিন বাকি আছে যত।
কখনোবা পাপের কথা ,কখনোবা পুণ্য;
তোমারি মনেতে বুঝি তুমি অপূর্ণ।
বিশ্বাসীকে খুঁজো তুমি অবিশ্বাসী হয়ে,
নিজের বিভ্রান্তির কাছে নিজেকে যে খুইয়ে।
আশ্চর্য্য প্রকৃতি আমি শুধুই দেখে যাই,
তোমার মতই কতডজন মানুষ খুঁজে পাই।
স্থির প্রকৃতি তাহার অস্থির ভাব রুপ,
তাহার মাঝে ইচ্ছা করে দিতে গভীর ডুব।
-_-
১২টি মন্তব্য
আমার স্বপ্ন ও মনের কথা
ভাইয়া বুঝি নি 🙁 কিন্তু পড়তে ভালই লাগল 🙂
অরণ্য পুলক
সেই সব বদমাইশ আর ভণ্ড লোকজনের তরে যারা নিজেরা বিভ্রান্ত এবং সাধনা ,আধ্যাত্মিকতার কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়…। :T
মিসু
প্রকৃতির মাঝে ডুব দিবেন না ভাইয়া , আর কিন্তু ভেসে উঠতে পারবেন না (y)
অরণ্য পুলক
আমি সাতার জানি না……।।,এর লিগা ডুব দেয়াও সম্ভব না…………………… 😀
আদিব আদ্নান
একটু বুঝিয়ে বলুন ।
অরণ্য পুলক
আমার পরিচিত কিছু মানুষ ছিল। যারা নিজেরে ভিন্ন প্রমানের জন্য উল্টাপাল্টা থিওরি দিত।তারা চায় পাপ কইরা জাহান্নামে পুরতে,কিন্তু পার্থিব গরম তারা সহ্য করতে পারে না।তারা বলে তারা অমর কিন্তু উশটা খাইয়া ব্যাথার চোটে মাগো বাবাগো করতে থাকে।তারা নিজেরা বিভ্রান্ত এবং সদা চেষ্টায় থাকে তাদের দল ভারী করার।এই সব বদমাইশ গুলার লিগাই লিখসিলাম……। 😀
নীলকন্ঠ জয়
ভন্ডদের কথা আরেকটু বড় হলে মজা পেতাম।
কবিতায় শুভেচ্ছা জানবেন।
অরণ্য পুলক
ভাই লিখতে পারলে ভাল তো আমারো লাগতো কিন্তু এর বেশি তো আল্লায় নাজিল করে নাই…। :'(
জিসান শা ইকরাম
ছন্দবদ্ধ কবিতা ভালোই লেখেছে
লেখার স্টাইলে ভিন্নতা 🙂
অরণ্য পুলক
জিসান ভাই পড়ার জন্য ধন্যবাদ। ইচ্ছামতো পচাইবেন আমারে যদি ভাল অথবা খারাপ হয়।তাতে আমি আরো অতি উৎসাহিত হই যামু। 😀 😀 😀
জিসান শা ইকরাম
খারাপ হইলেও কমু :p
খসড়া
ভাল লাগলো। ছন্দে ছন্দে কঠিন শব্দে তৈরি।