বিপ্রতীপ দুঃখবোধ

আগুন রঙের শিমুল ৫ ফেব্রুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ০৩:০৪:৪৭পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

কি এমন ক্ষতি হতো একটা কাক অথবা শালিক
কিংবা শ্যামা দোয়েল, নিদেন একটা চড়াইয়ের জীবন হলে
নাহয় হতো একটা বিরহী বুকের ডাহুকের জীবন।

একটা জোনাক হতাম নাহয় –
অনাবধানে ঢুকে পরা তোমার সাজঘরে, গহিন নিশিথে।
নিজস্ব পুরুষটিকে ডেকে বলতে, দেখো দেখো একটা জোনাক
বলতেই, আমি জানি।

অথচ, তুমিতো জানোনা –
তোমার নীরবতায় পুড়ে পুড়েই জ্বলছে জোনাক।

কিংবা হতেই পারতাম তুচ্ছ এক কাঁচপোকা,
শ্যামল মুখের আগুনে পুড়ে যেতাম দ্বিধাহীন।
তোমার অজান্তেই, সংগোপনে
অন্তত এই শীতল নীরবতার রোজকার মৃত্যু
নাগালে পেতোনা, প্রতিদিন।

১জন ১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ