বিপরিতার্থক লেলিন

মোহাম্মদ দিদার ২০ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ১০:৪৪:১৮অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

বাশঁবাগানের
মাথার উপর
চাঁদ উঠেছে ঐ,
চাঁদের জায়গায়
চাঁদতো আছে
বাশঁ গুলি সব কৈ?

বাশ গুলো সব
পুল সেতুতে
ব্যাবোহার করছে
আমলারা।
রড বাধিতে
বেজায় কষ্ট,
তাইবাশেই খুশি
কামলারা।

এভাবেই এখন
বাশগুলো সব
হয়েযাচ্ছে বিলিন।
অগ্রজাত্রা
থমকে চলছে
দেশ ধ্বংশের
লেলিন।

৮৬৬জন ৭৯৬জন

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেইসবুকে সোনেলা ব্লগ