দেশিও টিভি চ্যনেল মানহীন অনুষ্ঠান প্রচার করলেও রেডিও গুলো ভালো অনুষ্ঠান প্রচার করত।।।
কিন্তু সেইদিন গত হয়ে গেছে। এখন রেডিও তেও ক্লাসলেস অনুষ্ঠানই প্রচার করা হয়।।
একসময়ের জনপ্রিয় ভূত এফ এম তার জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। শ্রোতারা বিরক্ত হয়ে গেছে। লাভ গুরু তো বন্ধই হয়ে গেছে।
আর ABC রেডিও!!!!! সেতো আরেক জঞ্জাল।।
অনুষ্ঠানের নামে “চটি গল্প” শোনানোই যার কাজ। কিবরিয়ার অনুষ্ঠানেগুলো ক্লাসি মানুষেরা পছন্দ করতে পারে আমার বিশ্বাস হয়না। বানোয়াট নিম্নশ্রেণীর ফালতু কিছু গল্প দিয়ে ইমোশনাল মানুষের ইমোশন নিয়ে ধোঁকাবাজি করাই যার প্রধান উদ্দেশ্য।
এদিক থেকে কুঁয়াশা’র একটা জিনিস ভালো লাগে। তারা ভূত এফ এম এর মত ঘটনা সত্য বলে দাবী করেনা।।
আর সাধারন অনুষ্ঠান!!!! সেতো বাংলার ধর্ষক। যে যত বিকৃত বাংলা বলতে পারবে সে তত বড় RJ…
সর্বোপরি রেডিও এখন বিনোদন না রিতিমত টর্চার করার মাধ্যমে পরিণত হয়েছে….
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আমরা ভাই সাধারণ মানুষ । এগুলো শোনার সময় নেই , তাই ভালই আছেই ।
সনেট
সময় না থাকাই বেটার
খসড়া
এমন জায়গায় থাকি যেখানে রেডিও র কোন নেটওয়ার্ক নাই। বাচঁছি।
সনেট
বেঁচেই গেছেন এসব জঞ্জাল থেকে
শুন্য শুন্যালয়
রেডিও শোনা হয়না, তবে ভূত এফ এম শুনতাম আগে।। কাতুকুতু ফানি টাইপ বিরক্তিকর।।
বাংলা বানান বিকৃত করতে এখন ফেসবুকও কম যায়না ।।
সনেট
তা যা বলেছেন। টাকলাদের টাকলামিতে ভরপুর ফেসবুক
পুষ্পবতী
আগে শুনতাম। অনেক দিন হয় শুনিনা। ….
সনেট
দয়া করে শুনবেনও না।।। মরে যেতে ইচ্ছে করলে আবার বলবেন যে, কেউ মানাও করেনি।। :D)
জিসান শা ইকরাম
দেশে রেডিও বলে কিছু আছে অনেক দিন পরে আপনার এই লেখা পড়ে মনে পরলো ।
এদের বিকৃত উচ্চারন শুনে অনুষ্ঠান শোনা বন্ধ করেছি কয়েকবছর আগেই ।
সনেট
হুম! অনেক কিছুই ভুলে গেছেন।। ভাবছি একটু একটু করে স্মৃতিশক্তিটা ফিরয়ে দিলে মন্দ হয় না।।