বিজয় দিবস এলেই আনন্দের সাথে সাথে মন কিছুটা খারাপ হয়ে যায়. ছোট বেলার কথা মনে পরে, যখন রাস্তার মোড়ে মোড়ে গলা ছেড়ে গান গাইতাম ” এক সাগর রক্তের বিনিময়ে” জয় বাংলা বাংলার জয় ” কিংবা সব কটা জানালা খুলে দাওনা”.
কি ই বা বুঝতাম দেশপ্রেমের তখন, কে আমার মনে এনে দিয়েছিল সেই ক্রোধের গান ” মুক্তিযোদ্ধা নাই কি দেশে নাই কি ছেলে বাংলা মার” এ প্রশ্ন গুলোর উত্তর অজানা. একেই হয়তো দেশপ্রেম বলে. চারিদিকে পুলিশ পাহারায় যখন গলার সমস্ত জোর দিয়ে গাইতাম ” জামাত শিবির ধরে ধরে পায়ের তলায় পিশ্যা মার”, অতটুকু বয়সে সমস্ত শরিরে জন্ম নিতো ঘৃণার আগুন..
যখন একটু একটু বুঝতে শুরু করেছিলাম, তখন ” আলোর মিছিল” আর জীবন থেকে নেয়া” এই দুটি সিনেমা ছাড়া আর কোন সিনেমা টিভিতে দেখতে পেতাম না..কারন সব সিনেমা জুরে থাকতো জয় বাংলা জয় বংগবন্ধু এই স্লোগান ..কতটুকু আর কাঁটছাঁট করবে..তাই মুক্তিযুদ্ধের ইতিহাস রয়ে গেলো তেলের কুপি তে জ্বালানো অন্ধকার ঘরে..নিষিদ্ধ জিনিসে মানুষের আগ্রহ বেশি, বোঝেনা আমাদের মাথা মোটা সমাজপতিরা..তাদের এই মনোভাবেই মুক্তিযুদ্ধের বই প্রীতি শুরু ..জানার চেস্টা শুরু, এখন পর্যন্ত চলছে..
এই মুক্তিযুদ্ধের ইতিহাস যতদিন প্রত্যেক টা বাংগালীর মনেপ্রাণে থাকবে, রাজাকার এর বংশধর, তাদের মদতদাতা, ইতিহাস বিকৃতি কারি দের কেউ ক্ষমা করবে না..যারা দুর্নীতিবাজ তারা প্রত্যেকে আমার কাছে রাজাকারের বংশধর..আর দুর্নীতিতে ছেয়ে আছে আমার বাংলা, তাই বিজয় দিবসেও মন খারাপ হয়ে যায়..
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হবো?
কতদূর আর কতদূর বলো মা?
পুনশ্চঃ : লেখাটি কাল শুরু করেছিলাম, পোস্ট দিতে পারিনি..সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর বিজয় দিবসের এই প্রত্যয় আমাদের প্রতিটি দিনের প্রত্যয় হোক..
৯টি মন্তব্য
নীলকন্ঠ জয়
বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা -{@
রাজাকার ও তাদের বিবি-বাচ্চা, নাতি-পুতি, আন্ডা-গোন্ডা নিপাত যাক।
শুন্য শুন্যালয়
আন্ডা গণ্ডা রাই বেশি ভয়ংকর ।। সব গুলো নিপাত যাক ।। জয় বাংলা ।
ছাইরাছ হেলাল
আপনাকেও বিজয়ের শুভেচ্ছা ।
দুরাত্মারা নিপাত যাক ।
শুন্য শুন্যালয়
শুভেচ্ছা ছাইরাছ ভাইয়া …
তন্দ্রা
বিজয়ে বিজয় দিবসের শুভেচ্ছা ।
শুন্য শুন্যালয়
আপনাকেও শুভেচ্ছা তন্দ্রা ভাইয়া…
লীলাবতী
অল্প কথায় চমৎকার লিখেছেন । ছোট বেলায় বিজয় দিবস স্বাধীনতা দিবসে খুব আনন্দ হতো । সমস্ত স্কুল থেকে ছাত্র ছাত্রী জমায়েত হতাম মাঠে । যুদ্ধ যুদ্ধ ডেমস্ট্রেশন হতো। মুক্তি যোদ্ধারা জিতে যেত। আমরা চিৎকার দিতাম জয় বাংলা বলে ।
আপনাকেও বিজয়ের শুভেচ্ছা ।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ লীলাবতী দি…
জুলিয়াস সিজার
সময় পাল্টে যাচ্ছে। শকুন বাড়ছে।