একদিন সব গুজবের বিচার হবে
যারা উত্তর কে বলে দক্ষিন
দক্ষিন কে উত্তর, তাদের বিচার।
আমায় আসতে বলে দাঁড় করিয়ে রেখেছো
ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন।
রোদে ঘামে বৃষ্টিতে একাকার
শোধ হবে না ঋণ, বিচার হবে।
আমার এক তিল মন দখলে নিয়ে
করেছো যাচ্ছে তাই
কখনো কবর বানিয়ে কখনোবা শসান
ভয় দেখিয়েছো বার বার
একদিন বিচার হবে।
যেদিন প্রেমিকার ওষ্ঠে শেষ চুম্বন এঁকে
মনে করেছিলাম বিষ মুক্ত
সেদিনের বিরহের গান, জেনে রেখো
তোমার বিচার হবে।
একদিন সব গুজবের বিচার হবে
আমার প্রেমকে হত্যা করেছো
অবশেষে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছো
নিশ্চিত জেনো, বিচার হবে।
যমুনার পারে বেঁধেছি ঘর
সে ঘরে ঢুকিয়েছো জল
আমাবস্যা নেই, পুর্নিমা নেই
দিন কে তুমি রাত করেছো
রাত কে করেছো দিন।
জেনে রেখো সময় আসছে
একদিন সব কিছুর বিচার হবে।
গাছের পাতা, তুমি ঝরছো কেন?
যতো ঝড় কিংবা তুফান আসুক,
তুমি লড়ছো কেন? বিচার হবে।
বাতাস তুমি বইছো কেন?
চাঁদ তুমি উঠছো কেন?
সূর্য তুমি ডুবছো কেন? বিচার হবে।
একদিন সব কিছুর বিচার হবে।
১৩টি মন্তব্য
ফয়জুল মহী
ঠিক বলেছেন একদিন সব কিছুর বিচার হবে। পাপ পূণ্যের সাজা হবে
সিকদার সাদ রহমান
একদিন সব গুজবের বিচার হবে।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির ছুঁয়া কবি দা
সত্যই একদিন সবহবে——–অনেক শুভেচ্ছা রইল
সিকদার সাদ রহমান
আমিও অপেক্ষায়। বিচার হউক।
সুপর্ণা ফাল্গুনী
বিচার হতেই হবে, বিচার হবেই। খুব ভালো লাগলো কথাগুলো। ভালো থাকবেন
সিকদার সাদ রহমান
একদিন সব গুজবের বিচার হবে। অপেক্ষায় আছি।
নিতাই বাবু
একদিন সবকিছুর বিচার অবশ্যই হবে, হতেই হবে।
কবির লেখার জয় হোক।
সিকদার সাদ রহমান
ধন্যবাদ দাদা, এক দিন অবশ্যই সব কিছুর বিচার হবে।
তৌহিদ
স্বর্গীয় প্রেমকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়েছে যারা তাদের সকলের বিচার হতেই হবে।
দারুণ লিখেছেন সাদ ভাই।
সিকদার সাদ রহমান
বিচারের অপেক্ষায় প্রহসনে কাঁদেন বিচারক।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাহ বেশ — “বাতাস তুমি বইছো কেন?
চাঁদ তুমি উঠছো কেন?
সূর্য তুমি ডুবছো কেন? বিচার হবে।
একদিন সব কিছুর বিচার হবে।
ধন্যবাদ।
সিকদার সাদ রহমান
একদিন সব গুজবের বিচার হবে।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অবশ্যই বিচার হবে।