বিচার মানি কিন্তু তালগাছ আমার ।

সঞ্জয় কুমার ৩ নভেম্বর ২০১৪, সোমবার, ১০:৪৬:৫২পূর্বাহ্ন বিবিধ ২৮ মন্তব্য

এই প্রবাদটি শোনেনি এমন লোক হয়ত পাওয়া যাবে না ।

এবারে বাস্তবে দেখুন ।

বিচার মানি কিন্তু তাল গাছ আমার ।

এই সেই তাল গাছ । একদম জমির সীমানা বরাবর ।

এটা আমার নতুন প্রযেক্ট ।

মোট জমি প্রায় ১০০০০০ স্কয়ার ফিট বা ১৩৮.৮৮৭ কাঠা ।

এখানে তৈরী হবে Industrial Building এবং পার্ক ।

স্থান
গাজিপুর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিমে কাতরা ।

প্রস্তাবিত স্থান টির প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনমুগ্ধকর ।
তারই কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করেছি ।

আসলে এই তাল গাছটা জমির সিমানা বরাবর থাকায় পার্শ্ববর্তী দুই জমির মালিকই এটার মালিকানার দাবিদার । পরে অবশ্য আপোস মিমাংসার মাধ্যমে সমাধান করা হয় । আশার কথা বিচার শেষে তালগাছ আমাদের ভাগেই পড়েছে । ।

স

আলোচিত তালগাছ ।

ক

প্রযেক্টের ফন্ট সাইড । ।

ব

১জন ১জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ