বিচরণ

মোঃ মজিবর রহমান ৩ মার্চ ২০১৯, রবিবার, ০৩:৫৫:১৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

আজ পরিপূর্ণতায় ভরপুর এর ছবির ফলাফল

আজ ডালায় ডালায় পূর্ণতায় ভরা
আজ সবার আগমনে সবারি মন ভরা
আজি বসন্ত সোনেলা আঙ্গিনায় ভাই বন্ধুরা।
কতদিন কত মাস অতৃপ্ত মনটা
ভরে দিলো সবে একই সঙ্গে অনেকের আগমনের ক্ষণটা।
আজ আমি অভিভূত, আজ আমার প্রানের সোনেলায়
সকলেরি আগমন বার্তায়।
আমি মুগ্ধ ! আজ আমি ধন্য।

 

হঠাত সবাইকে পেয়ে তাৎক্ষনিক লেখা খারাপ হোলে মনে কষ্ট নিবেন না। অবশ্য আমি লিখতেও পারিনা। মনের আনন্দ নিতে আসি আপনাদের সবারই মাঝে হতে।

ছবি সংগৃহীত।

 

১জন ১জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ