আজ ডালায় ডালায় পূর্ণতায় ভরা
আজ সবার আগমনে সবারি মন ভরা
আজি বসন্ত সোনেলা আঙ্গিনায় ভাই বন্ধুরা।
কতদিন কত মাস অতৃপ্ত মনটা
ভরে দিলো সবে একই সঙ্গে অনেকের আগমনের ক্ষণটা।
আজ আমি অভিভূত, আজ আমার প্রানের সোনেলায়
সকলেরি আগমন বার্তায়।
আমি মুগ্ধ ! আজ আমি ধন্য।
হঠাত সবাইকে পেয়ে তাৎক্ষনিক লেখা খারাপ হোলে মনে কষ্ট নিবেন না। অবশ্য আমি লিখতেও পারিনা। মনের আনন্দ নিতে আসি আপনাদের সবারই মাঝে হতে।
ছবি সংগৃহীত।
২০টি মন্তব্য
মনির হোসেন মমি
সে জন্য ধন্যবাদ পাওনা নাজমুল হাসান ভাইয়ের।আমরা আনন্দিত আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।[ছবি মুছে ফেলা হয়েছে]
মোঃ মজিবর রহমান
হ্যাঁ মনির ভাই। নাজমুল ভাইকে কৃতজ্ঞতা জানাই।
নাজমুল আহসান
ফিচার ছবি দিতে ভুলে গেছেন [ছবি মুছে ফেলা হয়েছে]
[ছবি মুছে ফেলা হয়েছে]
মোঃ মজিবর রহমান
পরের বার মনে রাখব ভাইসাব।
রিতু জাহান
বেশ আনন্দ প্রকাশ করেছেন মজিবর ভাই।
সব সময় সকলের সাথে আনন্দে মেতে থাকুন ভাই। শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
আপনার প্রতিও রইল শুভেচ্ছা।
আপু।
মাহমুদ আল মেহেদী
চমৎকার প্রকাশ ভাই। সবসময় আপনি আমরা সবাই যেন মিলেমিশে আনন্দে থাকি।
মোঃ মজিবর রহমান
সে আশায় ঘর বাধি বন্ধুত্বের, ভালবাসার, পাশাপাশি থাকার।
জিসান শা ইকরাম
আনন্দের প্রকাশ দেখে আমিও আনন্দিত।
মোঃ মজিবর রহমান
আপনাদের মাঝেই থাকি ভাল থাকি।
শুন্য শুন্যালয়
আনন্দ ছড়িয়ে যান মজিবর ভাই। আমরা তো আছিই আশেপাশে। ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
আপু অনেক অনেক দিন পর সবার উপস্থিতি আমার উৎফুল্ল। সবাই থাক সোনেলায় সবাই থাক প্রাণোচ্ছল।
সাবিনা ইয়াসমিন
আমিও খুব আনন্দিত, সোনেলার নতুন সাজে সোনেলার পূর্নতায়। বন্ধুত্ব, ভালোবাসা, সহযোগিতায় আমরা সবাই সবার পাশে থাকবো এটাই কামনা মজিবর ভাইজান।
মোঃ মজিবর রহমান
সবাই আওনন্দে আমিও আনন্দিত।
ছাইরাছ হেলাল
আমরাও আপনার মত আনন্দিত বোধ করছি।
সমস্ত ধন্যবাদ নাজমুল আহসান কে।
মোঃ মজিবর রহমান
তাঁর কল্যাণে সবার আগমন তাঁর সেটা পাওয়া অবশ্যই ।
প্রহেলিকা
নতুনরূপে সোনেলাকে দেখে ভালই লাগছে সাথে সকলের উপস্থিতিতেও বেশ আনন্দিত।
মোঃ মজিবর রহমান
আপনার কবিতা ভাল লাগে ভাই। আশা করি পাব।
সবার মাঝে আমি ভাল থাকতে ভাল লাগে।
তৌহিদ
সত্যি বলছি আমার কি যে ভালো লাগছে সোনেলায়, তা বোঝাতে পারবোনা।
মোঃ মজিবর রহমান
আপনাদের সবার উপস্থিতি আমার ভাললাগা ।