গোধূলি বেলায় কুহু তান তুলে ঈষৎ অবগুণ্ঠিত বসন্তকে হন-হনিয়ে
পাশ কাটাতে দেখলাম হালকা তাচ্ছিল্যের সুবাস ছড়িয়ে,
যাক বাবা, বেঁচে গেলাম এ যাত্রায়!
আজকাল বসন্তদের খুশিতে ঠ্যালায় ঘোরতে ভাল্লাগে অবস্থা।
বাঁক বদলে হঠাৎ হোঁচটের ঝাঁকি খাওয়ার মত করে থমকে দাঁড়ালাম,
পুরোটা পথ আগলে বসন্ত দাঁড়িয়ে আছে , দাঁতি হয়ে!! অন্তরাত্মা কাঁপিয়ে,
একরোখা সন্ধি চাইছে বিনা মধ্যস্থতায়;
শিস দিয়ে জ্বলে উঠে গলে গিয়ে ভিজে যাওয়ার গমক-ছমক সাধ-সাধ্যের অধরা বাতাস
বয়ে যায় ধু-ধু মাঠের প্রখর বাতাসে।
জ্যোৎস্না-ভেজা দুগ্ধমধুভাব ফোঁটা-ফোঁটা হয়ে ঝরে পড়ে কী যেন উস্কানি দেয়!!
ব্যস্ত যমদূতের মুখোমুখি দু-দুবার কে আর হতে চায়!
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
বসন্তদের দেখতে পাচ্ছি আনন্দে ঘোরাঘুরি করতে,
গমক শব্দটা নতুন জানলাম, আগে কখনো কোনো লেখায় এটির ব্যাবহার দেখিনি।
ভাল্লাগছে
ছাইরাছ হেলাল
এখানে বসন্ত ধীর লয়ে এলেও অন্যান্য স্থানে হুরমুর করে আনাগোনা চালু রাখি।
তা মন্দ নয়।
‘গমক’ শব্দটি নূতন নয়, এটি পুরোন ধাঁচের শব্দ।
মোঃ মজিবর রহমান
সন্ধি করুন, আরামে দিন কাটান এই বসন্তে। কবি ভাই।
ছাইরাছ হেলাল
সুন্দর সহজ পরামর্শ!!
এরা খুব দুষ্ট হয় তা কি জানা আছে!!
মোঃ মজিবর রহমান
মতে অমতে ভাল থাকা লাগে গুরুমশায়। সাধ্যমত। ভালথাকুন।
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন।
সাবিনা ইয়াসমিন
দমক, চমক, ঠমক এমনকি ধমক শব্দ গুলি বেশ পরিচিত হলেও গমক টা একেবারেই নতুন আনকোরা ঠেকলো মহারাজ । এটা কি আপনার নয়া আবিস্কার ? ভালো, তবে এটার অর্থটা বলে দিলে ধন্য হতাম।
পথ আগলে দাড়িয়ে থেকে সন্ধি করার মনোভাব দাঁতির নেই বলেই জানি। যে অন্তরাত্মা কাঁপাতে পারে সে অন্তর জয় করে নিয়ে নেয়, জোর করে নয়।
আহ বসন্ত ! ঋতুরাজ তুমি ধন্য, মহারাজের ছোঁয়ায় আরো প্রাণবন্ত হও।
বসন্তের গল্প নয় এবার উপন্যাস লেখা শুরু করুন মহারাজ। (জোর করছিনা এটা অনুরোধ)
ছাইরাছ হেলাল
এভাবে অর্থ-মর্থ জিজ্ঞেস করে বসলে তো বিপদ!!
সামনে তো আরও শব্দ আসতেছে, অর্থ বলা তো নিষেধাজ্ঞা জারি আছে।
আপনি বরং বসন্ত রাজের কাছ থেকে জেনে নিবেন।
এ তো দেখতে পাচ্ছি আপনারা যুক্তি-বুদ্ধি করেই সব কাম-কাইজ করতেছেন।
উপন্যাস তো ভাল!! অপন্যাস লিখার শক্তি/সাহস/সামর্থ কিচ্ছুটি নেই সেটি আগে ভাগেই জেনে ফেলেছি।
সম্ভব হলে শওকত আলীর কুলায় কালস্রোত, দক্ষিণায়নের দিন ও প্রদোষে প্রকৃতজন পড়ে দেখতে পারেন।
সাবিনা ইয়াসমিন
সামনে আরো শব্দ আসছে বুঝি ? আবার শব্দার্থ বলার নিষেধাজ্ঞাও আছে ! বেশ বেশ আদা-চা খেয়েই মাঠে বসেছেন বুঝা গেলো।
যুক্তি-বুদ্ধি করেই কাম-কাইজ করি বলেছেন, তা এই ‘ আপনারা ‘ বলতে আর কাকে কাকে এই অধমার সাথে যুক্ত করলেন এটাতো মাথায় ঢুকছে না মহারাজ। একটু জোরে হাসেন দেখি টের পাই কি না।
পড়বো। আদেশ পালনে ভুল হয় না।
ছাইরাছ হেলাল
আপনারা জ্ঞানী মানুষ!! শব্দের অর্থ কুন ব্যাপার না!!
সুবিধে মতন ভেবে নিলেই হবে, তাই আর ঝামেলা দিতে চাইনি!
আপনাকে বসন্তধারী মনে করে ভাবি, বসন্তের মতি-গতি গতি-প্রকৃতি আপনার হাতের মুঠোয়!
সবাই কিন্তু হাসতে বা হাসাতে পারে না, ওটিও শিল্প!
তৌহিদ
এই বসন্তে সুন্দর কাটুক দিনগুলি। যমদুত দূরে যাক, চারিদিক আমের মুকুলের ঘ্রানে ভরে উঠুক। ভালো লাগলো ভাই।
ছাইরাছ হেলাল
এমন আম-মুকুল-ঘ্রাণ-বসন্ত আমাদের সবারই কাম্য।
পড়ার জন্য ধন্যবাদ।